MCQ
281. রাইট সার্কুলার কোণের আয়তন-
(π /4 )r^2h
(π/3) rh
(π/3) r^2h
(π/4) r
282. কোন চিত্রের ক্ষেত্রফলের মধ্যবিন্দুকে কি বলে?
কেন্দ্র
অক্ষ
প্রতিসম
কোনটাই নয়
283. Ready mix concrete-t slump বেশি রাখা যায়-
strength বেশি পাওয়ার জন্য
দীর্ঘ সময় ধরে ব্যবহার করার জন্য
Cocrete pump করে ব্যবহার করার জনা
concrete এর জমাট বাধা রোধ করার জন্য
Civil MCQ
কন্সট্রাকশন প্রসেস
Civil Department all mcq
সরকারি চাকুরির বিগত সালের সকল প্রশ্ন
construction process mcq
ব্যাখ্যা: উপযুক্ত স্থানে স্থাপিত ফ্যাক্টরি বা ব্যাকিং প্লান্টে প্রস্তুতকৃত কংক্রিট রেডি-মিক্স কংক্রিট। ট্রাক মাউন্টেড-ই ট্রানজিট মিক্সচার এর মাধ্যমে কার্যস্থানে কংক্রিট পাঠানো হয়। রেডি মিক্স কংক্রিট তৈরির সময় পর্যাপ্ত পরিমাণ পানি দেয়া হয়, যাতে করে কংক্রিকেটর মিশ্রণ সহজে শুকিয়ে না যায়। দীর্ঘ সময়
ধরে ব্যবহার করা হয় বিধায় এর Slump বা নতি বেশি রাখা হয়।
উত্তর সহ কয়েকটি গুরুত্বতুন প্রশ্ন
1. Ready Mix concrete এ slump বেশি রাখা হয়- দীর্ঘ
সময় ধরে ব্যবহার করার জন্য।
2. Concrete i slump কী নির্দেশ করে workability.
3. Beam, slab ইত্যাদির জন্য কংক্রিটের নতি কত 5 cm to 10 cm.
4. Slump test এ ব্যবহৃত রড়ের ব্যাস কত 16 mm.
284. ট্রাপিজিয়ামের দুইটি সমান্তরাল বাহু ও এবং উচ্চতা য, ভূমি ৮ থেকে তার ভরকেন্দ্রের অবস্থান হবে-
π/3r^2h
h b+2a/3(b+a)
3 π /8
h/2
285. সুবম পিরামিডের উচ্চতা h হলে ভূমি থেকে কেন্দ্রের উচ্চতা হবে--
h/4
h/2
h/3
h
286. সংস্পর্শ তলের কিসের ওপর ঘর্ষন বল নির্ভর--
অমসৃণতার
স্থির ঘর্ষণ
মসৃণতার
কোনটাই নয়
287. ঘর্ষণ বল নির্ভর করে-
তলদেশের ক্ষেত্রের ওপর
বস্তুর গতির ওপর
তলদেশের অমসৃণতার ওপর
প্রয়োগকৃত বলের ওপর
288. ব্যাসের সমান্তরালে অর্ধবৃত্তের করকেন্দ্রগামী মোমেন্ট অব ইনারশিয়া-
0.10r^4
0.12 r^4
0.11 r^4
0.13 r^4
289. একটি অর্ধবৃত্তের ভার কেন্দ্রের (C.G) সমান দূরত্ব হবে-
Y = 3r/4 π
Υ = 3 π /4г
Y = 4 π /3г
Υ = 4г/ π
290. সমবাহু ত্রিভুজের যে কোন বাহু (a) থেকে কেন্দ্রের দূরত্ব-
a√3/2
a/2√3
a^2√3/2
a^2/2√3
291. ত্রিভুজের ভূমি b এবং উচ্চতা h হলে ভূমি বরাবর অব্দে মোমেন্ট অধ ইনারশিয়া-
bh 36
bh³/64
bgh³/12
bh/13
292. দুটি বস্তুর মধ্যে ঘর্ষণ বল নির্ভর করে এদের মধ্যে-
উপরের বস্তুর ওপর
নিচের বস্তুর ওপর
দুটি বস্তুরই তলের ওপর
যেটি সবচেয়ে বেশি অমসৃণ তার উপর
293. ঘর্ষণ বল সর্বদা কাজ করে প্রয়োগকৃত বলের-
সমান্তরালে
তলের সমস্তরালে
একই দিকে
তলের সমান্তরালে ও বিপরীত দিকে
294. জড়তা ভ্রামক কত প্রকার?
2
3
5
4
295. a বাহু বিশিষ্ট কোন বর্গক্ষেত্রের সেকশন মডুলাস হবে-
a^1/12
a^4/6
a^3/12
a^4/√12
296. গতির বেগ বৃদ্ধি হলে ঘর্ষণ বল-
বৃদ্ধি পায়
হ্রাস পায়
হ্রাস-বৃদ্ধি পায়
কোনটাই নয়
297. b বাহু বিশিষ্ট কোন বর্গক্ষেত্রের রেডিয়াস অব জাইরেশনের মান
b/√12
b/12
b/10
b^4/√12
298. ত্রিভুজের উচ্চতা h হলে শীর্ষ বিন্দু থেকে ভরকেন্দ্রের দূরত্ব-
h/3
h/2
2h/3
b/3
299. d ব্যাস বিশিষ্ট বৃত্তাকার ক্ষেত্রের সেকশন মডুলাস হলো-
π d^3/8
π d^3/16
π d^3/32
π d^3/ 64
300. ত্রিভুজের ভূমি b এবং উচ্চতা h হলে ভরকেন্দ্রগামী মোমেন্ট অব ইনারশিয়া-
bh³/36
bh²/12
bgh³/12
bh/12