MCQ
3361. বাংলাদেশের পররাষ্ট্র নীতি সংক্রান্ত নির্দেশনা সংবিধানের কত অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে?
২৫
২৬
২৭
২৮
3362. অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা?
প্রধানমন্ত্রীর কার্যালয়
বিচার বিভাগ
নির্বাহী বিভাগ
মন্ত্রিপরিষদ বিভাগ
3363. ব-দ্বীপ পরিকল্পনা-২১০০ এ কয়টি ভৌগোলিক হটস্পট নির্ধারণ করা হয়েছে?
৬
৭
৮
৯
3364. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে?
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
সৈয়দ নজরুল ইসলাম
তাজউদ্দীন আহমেদ
বিচারপতি আবু সাঈদ চৌধুরী
3365. ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ কোন দেশ থেকে পণ্য রপ্তানি বাবদ সবচেয়ে বেশি আয় করেছে?
যুক্তরাষ্ট্র
যুক্তরাজ্য
জার্মানি
স্পেন
3366. কৃষ্ণগহ্বর নিয়ে কোন বাঙালি বিজ্ঞানী গবেষণা করেছেন?
কুদরত-ই-খুদা
কাজী মোতাহার হোসেন
জামাল নজরুল ইসলাম
আব্দুল মতিন চৌধুরী
3367. 'The Foreshadowing of Bangladesh' গবেষণা গ্রন্থটির লেখক কে?
রেহমান সোবহান
আনিসুর রহমান
নুরুল ইসলাম
হারুন-অর-রশিদ
3368. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে ১৯৭৪ সালের কোন মাসে বাংলায় বক্তৃতা দেন?
সেপ্টেম্বর
অক্টোবর
নভেম্বর
ডিসেম্বর
3369. বাংলাদেশে কোন নদী কার্পজাতীয় মাছের রেণুর প্রধান উৎস?
সালদা
হালদা
পদ্মা
কুমার
3370. কোন ক্ষেত্রে অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালে প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন পদক পান?
মানবাধিকার
নারীর ক্ষমতায়ন
শিশু মৃত্যুহার হ্রাস
মাতৃ মৃত্যুহার হ্রাস
3371. He gave up-- football when he got married.
of playing
to play
playing
play
ব্যাখ্যা: Hints: Preposition-এর পরে verb-এর সাথে 'ing' বসে 'give up' এ up একটি preposition। সুতরাং তার পরে playing হওয়া বাঞ্ছনীয়।
3372. বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন?
৯৫
৯৬
৯৭
৯৮
3373. বাংলাদেশের ২য় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ কবে শেষ হবে?
২০৩১
২০৩৫
২০৪১
২০৪৫
3374. দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতির হার কত শতাংশ ছিল?
৪০.৮
৪০.৯
৪১.৬
৪১.৮
3375. বাংলাদেশের নবীনতম নদী কোনটি?
পদ্মা
যমুনা
জিঞ্জিরাম
মেঘনা
3376. 'It is high time you tried for a job' The sentence expresses-
command
advice
order
request
3377. 'মুজিব: একটি জাতির রূপকার' চলচ্চিত্রের পরিচালক কে?
গুরু দত্ত
শিবু সিরিল
শ্যাম বেনেগাল
বিশাল ভরদ্বাজ
3378. মাতৃপ্রধান পরিবার ব্যবস্থার প্রচলন কোন জাতিসত্তায় রয়েছে?
গারো
সাওতাল
মনিপুরি
চাকমা
3379. বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য কে ছিলেন?
সাজেদা চৌধুরী
নুরজাহান মোর্শেদ
রাফিয়া আক্তার ডলি
রাজিয়া বানু
3380. My father--home last night.
had returned
has returned
returned
was returned
ব্যাখ্যা:
Hints: প্রদত্ত বাকো 'last night' past tense indicator থাকায় বাক্যটি past indefinite tense এ হবে।