EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
3401. দুবাইয়ে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু বিষয়ক সম্মেলন (কপ-২৮) মূল ফোকাস ছিল-
জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে হ্রাসকরণ
জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক
ওজোনস্তর ক্ষয় নিয়ন্ত্রণ বিষয়ক
মরুকরণ প্রক্রিয়া হ্রাসকরণ
3402. সিয়াচেন হিমবার (Siachen Glaciar) কোন দুইটি দেশের মধ্যে অবস্থিত?
ভারত ও চীন
নেপাল ও চীন
পাকিস্তান ও চীন
ভারত ও পাকিস্তান
3403. উত্তর আটলান্টিক চুক্তির কত নম্বর ধারায় যৌথ নিরাপত্তার ধারণাটি ব্যক্ত হয়েছে?
আর্টিকেল ২
আর্টিকেল ৩
আর্টিকেল ৪
আর্টিকেল ৫
3404. কপ-২৮ সম্মেলনটি কী সম্পর্কিত?
শরণার্থীর অধিকার
জ্বালানি নিরাপত্তা
সমুদ্র সীমানা
জলবায়ু পরিবর্তন
3405. হিলি স্থলবন্দরটি বাংলাদেশের কোথায় অবস্থিত?
বিরামপুর, দিনাজপুর
ঘোড়াঘাট, দিনাজপুর
হাকিমপুর, দিনাজপুর
পাঁচ বিবি, জয়পুরহাট
3406. উচ্চতা বৃদ্ধির সাথে ট্রপোমণ্ডলে বায়ুর ক্রমহ্রাসমান তাপমাত্রা হল-
৫.৫° সেলসিয়াস/কিলোমিটার
৬.৫° সেলসিয়াস/কিলোমিটার
৭.৫° সেলসিয়াস/কিলোমিটার
৮.৫° সেলসিয়াস/কিলোমিটার
3407. আন্তর্জাতিক সম্পর্কের কোন তত্ত্বটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যকরী ভূমিকার বিষয়ে ইতিবাচক ধারণা প্রদান করে?
উদারবাদ
বাস্তববাদ
মার্কসবাদ
কোনোটিই নয়
3408. বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক-২০২৩ অনুযায়ী কোন দেশটি সবচেয়ে বেশি সন্ত্রাসবাদের ঝুঁকির মধ্যে?
আফগানিস্তান
মায়ানমার
পেরু
মালি
3409. টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (SDG) চতুর্থ লক্ষ্যমাত্রা কোনটি?
জলবায়ু কার্যক্রম
মানসম্মত শিক্ষা
দারিদ্র্য বিমোচন
শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান
3410. নিরক্ষীয় তল থেকে উত্তর মেরুর কৌণিক দূরত্ব বা উৎপন্ন কোণ কত?
১৮০°
৩৬০°
৯০°
০°
3411. বৈশ্বিক শান্তিসূচক-২০২৩ অনুযায়ী বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হলো-
আইসল্যান্ড
জাপান
সিঙ্গাপুর
সুইজারল্যান্ড
3412. বৈশ্বিক উষ্ণায়নের জন্য ঝুঁকিপূর্ণ নয় কোনটি?
মরুকরণ
বন্যা
সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি
ভূমিকম্প
3413. জাপানিজ শব্দ 'সুনামি' এর অর্থ কী?
বিশালাকৃতির ঢেউ
সামুদ্রিক ঢেউ
জলোচ্ছ্বাস
পোতাশ্রয়ের ঢেউ
3414. কোন দুটি প্লেটের অবস্থিত? সংযোগস্থল বরাবর মাউন্ট এভারেস্ট
ইন্ডিয়ান ও ইউরেশিয়ান
ইন্ডিয়ান ও বার্মিজ
ইন্ডিয়ান ও আফ্রিকান
বার্মিজ ও ইউরেশিয়ান
3415. 'Friday For Future' কোন ধরনের আন্দোলন?
ধর্মীয় আন্দোলন
পরিবেশবাদী আন্দোলন
শান্তিবাদী আন্দোলন
গণতান্ত্রিক আন্দোলন
3416. বন্যা নিয়ন্ত্রণে সাধারণ ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত নয় কোনটি?
নদী খননের মাধ্যমে পানি পরিবহন সক্ষমতা বৃদ্ধি করা
শাসন ব্যবস্থা সুনিশ্চিত করা
নদীর দুই তীরে বনাঞ্চল সৃষ্টি করা
বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থার উন্নয়ন সাধন করা
3417. ঢাকা থেকে পূর্বদিকে অবস্থিত একটি স্থানের সাথে দ্রাঘিমার পার্থক্য ৪৫০। ঢাকার সময় মধ্যাহ্ন ১২.০০ টা হলে ঐ স্থানটির স্থানীয় সময় হবে-
সকাল ০৯.০০ টা
বিকাল ০৩.০০ টা
সন্ধ্যা ০৬.০০ টা
রাত ০৯.০০ টা
3418. 'বার বিধি' (The Twelve Tables) কী?
রোমান আইনের ভিত্তি
স্থাপত্যের ১২টি নির্দেশনা
ফুটবল খেলার নিয়মাবলি
স্থানীয়/দেশি খেলা
3419. জৈব নিরাপত্তা বিষয়ক (Biosafety to the Convention of Biological Diversity) হচ্ছে-
কার্টাগোনা প্রটোকল
মন্ট্রিল প্রটোকল
কিয়াটো প্রটোকল
প্যারিস চুক্তি
3420. আন্তর্জাতিক আদালতের (International Court of Justice) সভাপতির মেয়াদ কত বৎসর?
২ বৎসর
৩ বৎসর
৬ বৎসর
৯ বৎসর