EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
19061. 'Obligatory' শব্দটির পারিভাষিক শব্দ কোনটি?
অনুগত
বাধ্যতামূলক
বাধিত করা
শপথ গ্রহণ
19062. Key-note এর যথার্থ
গুরুত্বপূর্ণ
চাবিকাঠি
মূলভাব
ঘটীকা-টিপ্পনি
19063. আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গা গণহত্যা বিষয়ক অন্তর্বর্তীকালীন রায়ে মিয়ানমারকে কয়টি নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের কথা বলেছে?
৩টি
২টি
৫টি
৪টি
ব্যাখ্যা: রোহিঙ্গা গণহত্যার জন্য মিয়ানমারের বিরুদ্ধে পশ্চিম আফ্রিকার ছোট দেশ গাম্বিয়া ১১ নভেম্বর ২০১৯ নেদারল্যান্ডসের হেগে অবস্থিত জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) মামলা করে। যার শুনানি অনুষ্ঠিত হয় ১০-১২ ডিসেম্বর ২০১৯। অতঃপর ২৩ জানুয়ারি ২০২০ ICJ'র অন্তর্বর্তীকালীন রায়ে ৪টি নির্দেশনায় বলা হয়- ১. গণহত্যা সনদ অনুযায়ী সব ধরনের নিপীড়ন থেকে নিবৃত্ত থাকতে হবে। ২. সেনাবাহিনী বা অন্য কারো উসকানি বা ষড়যন্ত্র বন্ধ করতে হবে। ৩. গণহত্যার সকল সাক্ষ্যপ্রমাণ সংরক্ষণ করতে হবে। এবং ৪. সময়ে সময়ে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে হবে।
19064. Horizonal' এর পারিভাষিক শব্দ কোনটি?
দিগন্ত
অনুভূমিক
প্রান্তিক
19065. ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল?
দক্ষিণ আমেরিকা
আফ্রিকা
মধ্যপ্রাচ্য
ইউরোপ
ব্যাখ্যা: ইনকা সভ্যতা গড়ে উঠেছিল দক্ষিণ আমেরিকায়। এ সভ্যতার স্থপতি ছিলেন মানকো কাপেন, আর এ সভ্যতার বিলুপ্তি ঘটে ষোড়শ শতাব্দীতে। পেরুতে অবস্থিত ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ মাচুপিচু নতুন সপ্তাশ্চর্যের একটি। ইনকা সভ্যতার ব্যাপ্তিকাল ছিল ১৪৩৮-১৫৩৩ খ্রিস্টাব্দ পর্যন্ত।
19066. 'Provoke' শব্দের সঠিক অর্থ কোনটি?
নিন্দা করা
উসকানি দেওয়া
বিরত রাখা
ঘৃণা করা
19067. 'Intellectual' শব্দের অর্থ কোনটি?
বুদ্ধিজীবী
বুদ্ধিমান
মেধাবী
মননশীল
19068. কোন দুটি দেশের মধ্যে সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য ২০১৯ সালে নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়?
ক্যামেরুন এবং ইথিওপিয়া
পেরু এবং ভেনেজুয়েলা
ইথিওপিয়া এবং ইরিত্রিয়া
মালি এবং সেনেগাল
ব্যাখ্যা: এপ্রিল ২০১৮ ইথিওপিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আবি আহমেদ আলী। শপথ নেয়ার পর বিরোধীদলীয় হাজারো নেতাকে মুক্তি দেয়া, ভিন্নমতাবলম্বী মানুষদের দেশে ফেরার ব্যবস্থা করা, সংবাদপত্রের ওপর আরোপিত নিয়ন্ত্রণ প্রত্যাহার করা, দুর্নীতিবাজদের বরখাস্ত করা, মন্ত্রিসভায় অর্ধেক নারী সদস্য নিশ্চিত করার পাশাপাশি এক চুক্তির মাধ্যমে প্রতিবেশী দেশ ইরিত্রিয়ায় দুই দশক ধরে চলা এক যুদ্ধাবস্থার অবসান ঘটান ৯ জুলাই ২০১৮। উপর্যুক্ত দেশীয় ও আন্তর্জাতিক ইতিবাচক ভূমিকার জন্য তিনি ২০১৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। উল্লেখ্য, মত প্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্র হচ্ছে স্থায়ী শান্তির একটি পূর্বশর্ত। সেই স্বাধীনতা রক্ষায় ভূমিকা রাখার জন্য ২০২১ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে ফিলিপাইনের মারিয়া রেসা এবং রাশিয়ার দিমিত্রি মুরাতভ।
19069. Microbiology এর পরিভাষা নিচের কোনটি?
অণুপ্রাণ বিজ্ঞান
অণুজীব বিজ্ঞান
জীবাণুবিজ্ঞান
19070. 'Indigenous' শব্দের অর্থ-
মেধাবী
আনাড়ী
স্বদেশী
বিদেশি
19071. Phonology এর বাংলা প্রতিশব্দ কোনটি?
Phone সংক্রান্ত বিদ্যা
দর্শনতত্ত্ব
ভাষাতত্ত্ব
ভাষার ধ্বনিবিজ্ঞান
19072. 'For Good' এর সঠিক অর্থ কোনটি?
ভালো হওয়া
গড়িমসি
ক্ষণতরে
চিরতরে
19073. 'Prominent' শব্দের সঠিক অর্থ কোনটি
উল্লেখযোগ্য
অবদমিত
কষ্টার্জিত
নমনীয়
19074. নিচের কোন দেশটিতে রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা বিদ্যমান?
কিউবা
ভিয়েতনাম
উজবেকিস্তান
সোমালিয়া
ব্যাখ্যা: ভিয়েতনামের ক্যাম রন এয়ার বেস ও ক্যাম রন নেভাল বেস সামরিক ঘাঁটি ১৯৭৯ থেকে ২০০২ সাল পর্যন্ত সাবেক সোভিয়েত ইউনিয়ন ও বর্তমানের রাশিয়ার নৌবাহিনী ব্যবহার করেছে। তবে ২০১৩-১৪ সাল থেকে রাশিয়ার নৌবাহিনী ও বিমানবাহিনী ব্যবহার করেছে। কিন্তু বর্তমানে উপরিউক্ত দুই কেন্দ্রে রাশিয়ার কোনো বাহিনীর সদস্য না থাকলেও তাদের ব্যবহারের জন্যই এগুলো এখনো রক্ষণাবেক্ষণ করা হয়। কিউবা ও উজবেকিস্তানেও একসময় রাশিয়ার সামরিক ঘাঁটি ছিল।
19075. ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল?
রাশিয়া
ডেনমার্ক
সুইডেন
ইংল্যান্ড
ব্যাখ্যা: স্ক্যান্ডিনেভিয়ার বাল্টিক সাগরের পূর্ব পাড়ের স্বাধীন দেশ ফিনল্যান্ড ত্রয়োদশ শতাব্দী থেকে ঊনবিংশ শতাব্দীর প্রথম দশক পর্যন্ত সুইডিস সাম্রাজ্যের অবিচ্ছেদ্য অংশ ছিল। কিন্তু ১৮০৯ সালের 'ফিনিশ যুদ্ধের' মাধ্যমে রাশিয়া এটি দখল করে স্বায়ত্তশাসনের মর্যাদা দিয়ে শাসন করতে থাকে। জার দ্বিতীয় নিকোলাস-এর সময় স্বায়ত্তশাসিত ফিনল্যান্ডের শিল্পকলার আন্দোলন, সার্বজনীন ভোটাধিকার ও স্বাধীনতার আন্দোলন বেগবান হতে দেখে তিনি ফিনিশদের স্বায়ত্তশাসন বাতিলের সিদ্ধান্ত নেন। কিন্তু ১৯১৭ সালের রুশ বিপ্লবের পর ফিনল্যান্ড স্বাধীনতা ঘোষণা করে। তখন থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালের কঠিন সময়ে সোভিয়েত ইউনিয়ন ও জার্মানির নাৎসিদের সাথে যুদ্ধে কিছু ভূখণ্ড হারালেও ফিনিশরা তাদের স্বাধীনতাকে ধরে রাখতে সক্ষম হয়।
19076. 'Hybrid' এর পারিভাষিক শব্দ-
উচ্চফলনশীল
উচ্চ ক্ষমতাসম্পন্ন
যৌগিক
সংকর
19077. জাতিসংঘের কোন সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে?
WTO
MIGA
World Bank
UNCTAD
ব্যাখ্যা: বাণিজ্য প্রতিবেদন প্রকাশ করে থাকে। ২০২১ সালে প্রকাশিত UNCTAD-এর প্রতিবেদন অনুযায়ী বিনিয়োগ প্রাপ্তিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে চীনের অবস্থান দ্বিতীয়। WTO বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান প্রতিবেদন আর বিশ্বব্যাংক বিশ্ব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে থাকে।
19078. অম্লজান' শব্দটি কোন শব্দের পরিভাষা?
নাইট্রোজেন
অক্সিজেন
হাইড্রোজেন
সালফিউরিক এসিড
19079. 'Null and Void'এর বাংলা পরিভাষা কী?
বাতিল
পালাবদল
মামুলি
নিরপেক্ষ
19080. Lease' শব্দের বাংলা পরিভাষা-
বন্ধক
আমানত
ইজারা
জামানত