MCQ
19101. 'প্রাচীন' এর বিপরীত শব্দ কী?
প্রবীণ
নবীন
অর্বাচীন
নতুন
19102. নিচের কোন বিপরীত শব্দগুচ্ছ সঠিক নয়?
উৎকৃষ্ট-অপকৃষ্ট
উত্তল-অবতল
অর্বাচীন-প্রাচীন
আগ্রহ-নিগ্রহ
ব্যাখ্যা: সঠিক বিপরীত শব্দ: অনুগ্রহ-নিগ্রহ; আগ্রহ-অনাগ্রহ।
19103. Amicus Curiae?
আদালতের বন্ধু
আদালতের পরামর্শদাতা
আদালতের পণ্ডিতবর্গ
আইন পণ্ডিত
19104. Anatomy' শব্দের অর্থ-
সাদৃশ্য
স্নায়ুতন্ত্র
শারীরবিদ্যা
অঙ্গসঞ্চালন
19105. 'হিত' শব্দের বিপরীত শব্দ-
বিহিত
অহিত
সুহৃদ
বিপরীত
19106. 'যাযাবর' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
সর্বজনীন
সার্বিক
স্থির
স্থায়ী
19107. 'গ্রহণ' এর বিপরীতার্থক শব্দ কী?
বর্জন
পরিহার
অগ্রাহ্য
প্রদান
19108. 'সংশয়' শব্দটির বিপরীত শব্দ কোনটি?
অলস
নিশ্চয়
কর্মঠ
দহন
19109. Autonomous শব্দের অর্থ-
স্বাক্ষর
স্বায়ত্তশাসিত
সত্যায়িত
সংশোধিত
19110. 'খুশি' শব্দের বিপরীত শব্দ কী?
সকাল
অখুশি
উঠে
ভান্ডার
19111. যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়নের জন্য ন্যূনতম কতজন ডেলিগেটের সমর্থন প্রয়োজন?
২৫০০
১৯৯১
১৯৫০
১৮৯০
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়নের জন্য ৩,৯৭৯ জন ডেলিগেটের মধ্যে ন্যূনতম ১,৯৯১ জন ডেলিগেটের সমর্থন প্রয়োজন হয়ে থাকে। তবে ২০২০ সালের ৩ নভেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ডেমোক্রেটিক দলের প্রার্থী হতে জো বাইডেন ২,৬৮-৭ জন ডেলিগেটের সমর্থন পেয়েছিলেন।
19112. 'অম্ল' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
মধুর
মিষ্টি
বনাল
লোনা
19113. 'Archetype' শব্দের অর্থ-
আদিরূপ
স্থপতি
স্থাপত্যকলা
ধাতব বর্ণ
19114. . 'অনুরাগ' শব্দের বিপরীত-
বিতরাগ
বিরাগ
রাগহীন
অনুরাগহীন
19115. 'Aboriginal' এর পরিভাষা কোনটি?
কৃত্রিম
অমৌলিক
আদিবাসী
আদি মানব
19116. ঠিক বিপরীতার্থক শব্দজোড় কোনটি?
পার্থিব-ইহলৌকিক
জঙ্গম-সন্ন্যাসী
নিরক্ষর-স্বাক্ষর
অনুরাগ-বিরাগ
19117. Attested' এর বাংলা পরিভাষা কোনটি?
সত্যায়িত
প্রত্যয়িত
সত্যায়ন
সংলগ্ন/সংলাগ
19118. সঠিক বিপরীতার্থক শব্দ কোনটি?
অবিনশ্বর-শ্বাশ্বত
কুশ্রী-বিশ্রী
প্রাচ্য-পাশ্চাত্য
হর্ষ-আনন্দ
19119. জাতিসংঘের কোন সংস্থাটি করোনা ভাইরাসকে 'pandemic' ঘোষণা করেছে?
ECOSOC
FAO
WHO
HRC
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম শনাক্ত হয় করোনাভাইরাস। আর এ ভাইরাস থেকে সৃষ্ট রোগের নামকরণ করা হয় COVID-19। ৭ জানুয়ারি ২০২০ প্রথম শনাক্তের পর থেকে বিশ্বের বিভিন্ন দেশে এ রোগে মৃতের সংখ্যা ও আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় ১১ মার্চ ২০২০ WHO (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) করোনাভাইরাস তথা COVID-19 কে pandemic বা অতিমারি ঘোষণা করে।
19120. A to Z' কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
সম্পূর্ণভাবে
সারাক্ষণ
শেষ পর্যন্ত
মৃত্যু অবধি