ডিসি সার্কিট MCQ
21. R-12 এর রাসায়নিক সংকেত কোনটি?
CCI2F2
CCLF2
CHCI3F
C2H2F4
22. রেফ্রিজারেশন এবং এয়ারকন্ডিশনিং-এ CFC-এর অর্থ কী?
Community Festival Committee
Chloro-Fluoro Carbon
Combined Federal Campaign
Chrome-Fluoro Carbon
23. জলীয়বাষ্প সম্পৃক্ত অবস্থায় বাতাসের তাপমাত্রার পরিমাপ হলো-
শুষ্ক বাল্ব তাপমাত্রা (Dry bulb temperature)
ভেজা বাল্ব তাপমাত্রা (Wet bulb temperature)
ডিউ পয়েন্ট তাপমাত্রা (Dew point temperature)
স্যাচুরেটেড তাপমাত্রা (Saturated temperature)
24. বাতাসে জলীয়বাষ্প ও আপেক্ষিক আর্দ্রতা শতকরা হিসাবে প্রকাশ করাকে কী বলে?
সম্পৃক্ত বাতাস
আপেক্ষিক আর্দ্রতা
অতিমাত্রায় সম্পৃক্ততা
শুষ্ক বাতাস
25. যান্ত্রিক ড্রাফট কুলিং টাওয়ার কত প্রকার?
২ প্রকার
৪ প্রকার
৩ প্রকার
৫ প্রকার
26. বাতাস শুদ্ধ বা স্বাভাবিক অবস্থায় পরিমাপকৃত তাপমাত্রাকে বলে-
শুষ্ক বাল্ব তাপমাত্রা (Dry bulb temperature)
ভেজা বাল্ব তাপমাত্রা (Wet bulb temperature)
ডিউ পয়েন্ট তাপমাত্রা (Dew point temperature)
স্যাচুরেটেড তাপমাত্রা (Saturated temperature)
27. তরল প্রবাহীর প্রবাহের অভ্যন্তরীণ বাধা দেওয়াকে বলে---
রেজিস্ট্যান্স
অ্যাডিসিভিটি
ভিসকোসিটি
কোহিশন
28. বাতাসের মধ্যে জলীয়বাষ্পের সম্পৃক্ত তাপমাত্রাকে বলে-
শুষ্ক বাল্ব তাপমাত্রা
ভেজা বাল্ব তাপমাত্রা
ডিউ পয়েন্ট তাপমাত্রা
পরম তাপমাত্রা
29. রেফ্রিজারেন্ট প্রধানত কত প্রকার?
২
8
৩
৫
30. এয়ারকন্ডিশনিং-এ AHU-এর অর্থ কী?
Air Handling Unit
Air Handover Unit
Air House Unit
কোনোটিই নয়
31. R-134a এর রাসায়নিক নাম ও সংকেত কী?
CCI3,F (ট্রাই ক্লোরো মনোফ্লোরো মিথেন)
CCI2F2 (ডাই ক্লোরো ভাই ফ্লোরো মিথেন)
CHCIF2 (মনোক্লোরো ডাই ফ্লোরো মিথেন)
C₂H₂F4 (টেট্রাফ্লোরো ইথেন)
32. বাতাসের প্রধান বৈশিষ্ট্য পরিমাপক যন্ত্রের নাম কী?
এয়ার সাইক্রোমিটার
স্প্রিং সাইক্রোমিটার
স্লিং সাইক্রোমিটার
কোনোটিই নয়
33. ব্রাইন ওয়াটার (লবণ ও পানির মিশ্রণ), পানি ও বাতাস কোন ধরনের রেফ্রিজারেন্ট?
সেকেন্ডারি রেফ্রিজারেন্ট
প্রাকৃতিক রেফ্রিজারেন্ট
প্রাইমারি রেফ্রিজারেন্ট
কোনোটিই নয়
34. CFC-12, HFC-134a কোন ধরনের রেফ্রিজারেন্ট?
সেকেন্ডারি রেফ্রিজারেন্ট
প্রাইমারি রেফ্রিজারেন্ট
প্রাকৃতিক রেফ্রিজারেন্ট
কোনোটিই নয়
35. পৃথিবীতে প্রথম হিমায়কের নাম কী?
ফ্রেয়ন
অ্যামোনিয়া
ইথার
সালফার ডাই-অক্সাইড
36. Suppose, double the voltage in a simple de circuit and cut the resistance in half, then the current will-
Become four times as great
Become twice as great
Stay the same as it was before
Become half as great
37. If four resistors are connected in series, each with a value of 4 kohm, the total resistance is --
8ΚΩ
16ΚΩ
23ΚΩ
1Ω
38. এয়ারকন্ডিশনিং-এ FCU-এর অর্থ কী?
Flight Control Unit
Fan Coil Unit
Fuel Consumption Unit
কোনোটিই নয়
39. যে রেফ্রিজারেন্ট অবস্থার পরিবর্তনের মাধ্যমে রেফ্রিজারেশন চক্রে তাপ স্থানান্তর করে, তাকে-- বলে।
সেকেন্ডারি রেফ্রিজারেন্ট
প্রাইমারি রেফ্রিজারেন্ট
প্রাকৃতিক রেফ্রিজারেন্ট
কোনোটিই নয়
40. বড় বড় রেফ্রিজারেশন প্লান্টের কন্ডেন্সারের তাপবাহিত পানি পুনরায় ব্যবহার উপযোগী বা ঠান্ডা করার যন্ত্রকে কী বলে?
এয়ারকুলার
কুলিং টাওয়ার
কন্ডেন্সার
ইভাপোরেটর