ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং MCQ
221. ট্রান্সপোর্টেশন পদ্ধতিগুলোর মধ্যে কোন পথে পরিবহন গতিবেগ সর্বনিম্ন?
আকাশপথে
রেলপথে
জলপথে
সড়কপথে
ব্যাখ্যা: ব্যাখ্যা: ট্রান্সপোর্টেশন পদ্ধতির চার পদ্ধতির মধ্যে জলপথে পরিবহনের গতিবেগ সর্বনিম্ন। একক দৈর্ঘ্যে একক লোডকে নেওয়ার জন্য শক্তি ব্যয়ের পরিমাণও সর্বনিম্ন।
222. Bitumen is generally obtained from- [BB-20]
organic material
synthetic material
petroleum product
coal
ব্যাখ্যা: ব্যাখ্যা: Bitumen is generally obtained from petroleum product. Petroleum bitumen normally called bitumen or Asphalt is produced by refining crude oil. It used as a binder in road-building product.
223. National Highway City area কত মিটার?
৩০.৫-৬১ মিটার
২৪.৪-৩০.৫ মিটার
২৪.৪-৬১ মিটার
১২.২-১৮.৩ মিটার
224. কোন পথে একক দৈর্ঘ্যের একক লোডকে টেনে নেয়ার জন্য শক্তির পরিমাণ সর্বনিম্ন?
জলপথে
স্থলপথে
আকাশপথে
কোনোটিই নয়
225. National Highway Free area কত মিটার?
৩০.৫-৬১ মিটার
১২.২-১৮.৩ মিটার
২৪.৪-৬১ মিটার
২৪.৫-৩০.৫ মিটার
ব্যাখ্যা: ব্যাখ্যা: Free Area Range:
(i) National Highway (30-61)m (ii) মুখ্য জেলা সড়ক (24-30)m
226. ব্রডগেজের ব্যবহৃত কাঠের স্লিপারের স্ট্যান্ডার্ড সাইজ কত?
২৭৪ সেমি x ২৫৪ মিমি × ১২৭ মিমি
১৮৩ সেমি x ২০৩ মিমি × ১১৪ মিমি
১৫২ সেমি × ১৭৮ মিমি × ১১৪ মিমি
কোনোটিই নয়
227. ট্রেন চলাচলের সময় শব্দ কম উৎপন্ন হয় এবং ক্রিপ প্রতিরোধে সক্ষম কোন স্পাইক?
Round Spike
Elastic Spike
Coach Screw
কোনোটিই নয়
228. The stopping sight distance of a vehicle moving with 45 kmph (coefficient of friction is 0.4 and reaction time is 2.5 sec) is [BB-20]
48m
49m
50m
51m
229. হুইসেল নির্দেশক বোর্ডের উচ্চতা কত হয়?
৩০.৫ সেমি
২৮.৫ সেমি
৫০ সেমি
১মি
230. দেশের অভ্যন্তরীণ সব ধরনের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ইত্যাদি মেরামত ও সংরক্ষণের কাজ করে-
গণপূর্ত বিভাগ
সড়ক ও জনপথ বিভাগ
জনস্বাস্থ্য বিভাগ
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: RHD (Roads And Highway Department) সড়ক ও জনপদ অধিদপ্তর হলো বাংলাদেশ সরকারের সড়ক ও সেতু মন্ত্রণালয়ের একটি অধিদপ্তর, যার দায়িত্ব হলো জাতীয় আঞ্চলিক ও জেলা সড়কসমূহ এবং গুরুত্বপূর্ণ ব্রিজ, কালভার্ট উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ করা।
231. Village Highway Free area কত মিটার?
৯.২-১৫ মিটার
৯.২-১৫.৫ মিটার
১০.২-১৮.৩ মিটার
১২.২-১৮.৩ মিটার
232. ক্রসিং-এ ক্লিয়ারেন্স ব্রডগেজে কত সেমি?
৩.২ সেমি
৪.৪ সেমি
৪ সেমি
৩.৬ সেমি
ব্যাখ্যা: ব্যাখ্যা:
আদর্শ ন্যূনতম ক্রসিং ক্লিয়ারেন্সঃ
ব্রড গেজ 44mm =4.4cm
মিটার গেজ 41mm = 4.1cm ন্যারো
গেজ→38-40 mm
233. রেলপথ সড়কপথের তুলনায় কতগুণ পর্যন্ত লোড নিতে পারে?
১ থেকে ২ গুণ
৩ থেকে ৪ গুণ
২ থেকে ৩ গুণ
৪ থেকে ৫ গুণ
ব্যাখ্যা: ব্যাখ্যা: রেলপথ সড়কপথের তুলনায় 3 থেকে 4 গুণ এক্সেল লোড বহন করতে পারে। একক দৈর্ঘ্যে একক লোডকে স্থানান্তর করা টেনে নেওয়ার জন্য রেলপথে সড়কপথের 16% শক্তির প্রয়োজন হয়।
234. ট্রান্সপোর্টেশন পদ্ধতি কত প্রকার?
৫ প্রকার
৫ প্রকার
৪ প্রকার
৩ প্রকার
ব্যাখ্যা: ব্যাখ্যা: ট্রান্সপোর্টেশন পদ্ধতি চার প্রকার, যথা-
(i) সড়কপথ (ii) জলপথ (iii) রেলপথ (iv) আকাশপথ।
235. বন্দর কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৬ প্রকার
ব্যাখ্যা: ব্যাখ্যা: বন্দর ৪ প্রকার।
(i) প্রাকৃতিক বন্দর
(ii) রপ্তানি বন্দর
(iii) কৃত্রিম বন্দর
(iv) মুক্ত বন্দর।
236. Calculate effective length of Road on a highway given the overall thickness is 500 mm and thickness of wearing course is 80 mm (x is 3.6m). [BB-20]
4.76m
34.8m
2.34m
1.45m
ব্যাখ্যা: Overall thickness = 500mm = 0.5m Thickness of wearing course 80mm (x=3.6m)=.08m Effective length of road = 3.6+2(0.5+0.08)= 4.76m.
237. এক দৈর্ঘ্যের একক লোডকে স্থানান্তর বা টেনে নেয়ার জন্য রেলপথে সড়কপথের কত শক্তির প্রয়োজন?
১৫%
১৬%
১৮%
২০%
238. রেলওয়ে হুইসেল নির্দেশক সিগন্যালে কী লেখা থাকে?
0
X
Z
W
239. রাস্তার সামনের অবস্থা, রাস্তার পৃষ্ঠতল থেকে চালকের দৃষ্টির উচ্চতা ও রাস্তার উপরে অবস্থিত বস্তুর উচ্চতার ওপর নির্ভর করে-
Passing sight distance
Horizontal curve
Vertical curvee
Stopping sight distance
ব্যাখ্যা: ব্যাখ্যা: SSD (Stopping Sight Distance): সড়কের উপর দিয়ে ডিজাইন গতিতে চলমান কোনো গাড়ি সড়কপৃষ্ঠে উপস্থিত কোনো স্থির বস্তুকে দেখলে যে দূরত্বে দেখলে সংঘর্ষ না ঘটিয়ে নিরাপদে থামতে পারে সেই দূরত্বকে থামার দৃশ্যমান দূরত্ব বলে। এটি সড়কের সম্মুখভাগের বৈশিষ্ট্য, রাস্তার পৃষ্ঠতল হতে চালকের দৃষ্টির উচ্চতা সড়কের উপরে অবস্থিত বস্তুর উচ্চতার উপর নির্ভর করে।
240. ক্রসওভার দৈর্ঘ্য নির্ণয়ের জন্য কোন সূত্র ব্যবহার করা হয়?
L=B+GN
L=B+2GN
L=B+4GN
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: L = দৈর্ঘ্য
G = গেজ মাপ
B = মধ্যবর্তী সোজা
N = ক্রসিং নম্বর দূরত্ব