ধ্বনি ও বর্ণ MCQ
1. বাংলা বর্ণমালায় স্বরবর্ণের লিখিত রূপ কয়টি?
২টি
৩টি
৪টি
৫টি
2. বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বা উচ্চ অবস্থানে থাকে?
আ
এ
উ
ও
3. উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চমধ্য-সম্মুখ স্বরধ্বনি?
অ
ও
আ
এ
4. ব্যাকরণের কোন অংশে কারক আলোচনা করা হয়?
ধ্বনিতত্ত্বে
অর্থতত্ত্বে
বাক্যতত্ত্বে
রূপতত্ত্বে
5. বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি?
১টি
২টি
৩টি
৪টি
ব্যাখ্যা: বাংলা ভাষায় ২৫টি যৌগিক স্বরধ্বনি রয়েছে। তবে বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক দুটো বর্ণ রয়েছে। ঐ এবং ঔ। উদাহরণ : কৈ, বৌ।
6. 'ধ্বনি' সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়?
ধ্বনি দৃশ্যমান
মানুষের ভাষার মূলে আছে কতগুলো ধ্বনি
অর্থবোধক ধ্বনিগুলোই মানুষের বিভিন্ন ভাষার বা ধ্বনি
ধ্বনি উচ্চারণীয় ও শ্রবণীয়
7. কোনটি ভাষার উপাদান?
শব্দ
ধ্বনি
ব্যাকরণ
বাক্য
Job Preparation
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
upsc
Civil jobs bd
BADC-2020 question solution
ব্যাখ্যা: ধ্বনি ভাষার মূল উপাদান। ধ্বনির সাহায্যে ভাষার সৃষ্টি হয়। অপরদিকে, ভাষার মূল উপকরণ বাক্য এবং বাক্যের মৌলিক উপাদান শব্দ। বাক্যের ক্ষুদ্রতম অংশকে শব্দ বলে।
8. অর্ধমাত্রার স্বরবর্ণ কয়টি?
১টি
২টি
৩টি
৪টি
9. বাংলা ব্যঞ্জনবর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি?
পাঁচটি
ছয়টি
আটটি
দশটি
10. ক থেকে ও পর্যন্ত ৫টি ধ্বনি হচ্ছে-
তালব্য ধ্বনি
ঘোষধ্বনি
কর্কশ ধ্বনি
কণ্ঠ্যধ্বনি
11. বাংলা বর্ণমালাকে কয় ভাগে ভাগ করা যায়?
৩
8
২
৫
12. উচ্চারণ স্থান অনুযায়ী বাংলা শুদ্ধ স্বরধ্বনির সংখ্যা কতটি?
৭টি
৯টি
১০টি
১১টি
13. উচ্চারণ স্থান অনুযায়ী কোনগুলো তালব্য বর্ণ?
ঙ, হ
য, য়
ঋ, ঢ়
ও, ঔ
14. নিচের কোনটি তালব্য বর্ণ?
প
চ
ঘ
ট
15. নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?
আ
ই
এ
জ্যা
16. 'ক্ষ' যুক্তবর্ণে যে দুটো বর্ণ মেলে, তারা হলো-
ক+স
খ+ঞ
ক+ষ
খ+খ
17. কোনটি নাসিক্য ধ্বনি?
ম
জ
ল
প
18. বাংলা সাতটি স্বরধ্বনির মধ্যে কোন তিনটি বিবৃত?
অ, ই, উ
আ, ঈ, উ
অ, এ, অ্যা
অ্যা, আ, অ
19. যৌগিক স্বরধ্বনির প্রতীক কোনটি?
ঔ
ঋ
ঈ
অ
20. বাংলা ভাষায় সংখ্যা নির্দেশের জন্য কয়টি সংখ্যাবর্ণ রয়েছে?
৯টি
৮টি
৫টি
১০টি