EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

আন্তর্জাতিক প্রশ্ন MCQ
181. জাতিসংঘের সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি?
পূর্ব তিমুর
কঙ্গো
দক্ষিণ সুদান
কসোভো
ব্যাখ্যা: ব্যাখ্যা: জাতিসংঘের বর্তমান সদস্য দেশের সংখ্যা ১৯৩টি। সর্বশেষ সদস্য দেশ দক্ষিণ সুদান ১৪ জুলাই ২০১১ সালে সদস্যপদ লাভ করে।
182. উলানবাটোর কোন দেশের রাজধানী?
ইন্দোনেশিয়া
ফিলিপাইন
আজারবাইজান
মঙ্গোলিয়া
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ ইন্দোনেশিয়া, ফিলিপাইন, আজারবাইজান, মঙ্গোলিয়া ইত্যাদির রাজধানী যথাক্রমে জাকার্তা, ম্যানিলা, বাকু ও উলানবাটোর।
183. ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কে গড়ে তোলেন?
সাইরাস
নেবুচাদনেজার
রামেসিস
দারিয়ুস
ব্যাখ্যা: ব্যাখ্যা: ইউফ্রেটিস নদীর তীরে খ্রিষ্টপূর্ব ৬০০ অব্দে ব্যাবিলনের সভ্যতায় সম্রাট নেবুচাদনেজার সম্রাজ্ঞীর মাটি থেকে ৮০ ফুট উচ্চতায় নির্মাণ করেছিলেন ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান, যা ইরাকে অবস্থিত।
184. পূর্বের USSR-এর পক্ষে কোন রাষ্ট্র 'ভেটো' ক্ষমতার অধিকারী?
ইউক্রেইন
তাজাকিস্তান
আজারবাইজান
রাশিয়া
ব্যাখ্যা: ব্যাখ্যা: পূর্বের সোভিয়েত ইউনিয়ন বর্তমান রাশিয়ার ভেটো দেয়ার ক্ষমতা রয়েছে। কারণ রাশিয়া জাতিসংঘের স্থায়ী সদস্য। স্থায়ী সদস্যের ভেটো ক্ষমতা রয়েছে।
185. এশিয়া মহাদেশের অন্তর্গত সর্বশেষ স্বাধীন দেশ কোনটি?
বাংলাদেশ
পূর্ব তিমুর
সিঙ্গাপুর
তাইওয়ান
ব্যাখ্যা: ব্যাখ্যা: এশিয়া মহাদেশে অবস্থিত দেশসমূহের মধ্যে সর্বশেষ স্বাধীনতা লাভকারী দেশ পূর্ব তিমুর। দেশটি স্বাধীনতা লাভ করে ২০০২ সালের ২০ মে। বাংলাদেশ স্বাধীনতা লাভ করে ১৬ ডিসেম্বর ১৯৭১, সিঙ্গাপুর স্বাধীনতা লাভ করে ৩১ আগস্ট ১৯৬৩ এবং তাইওয়ান চীন প্রজাতন্ত্রের একটি প্রদেশ, যা এখনও স্বাধীনতা লাভ করেনি।
186. 'অস্ট্রেলিয়া' শব্দের অর্থ কী?
এশিয়ার উত্তরাঞ্চল
ইউরোপের পশ্চিমাঞ্চল
ইউরোপের পূর্বাঞ্চল
এশিয়ার দক্ষিণাঞ্চল
ব্যাখ্যা: ব্যাখ্যা: অস্ট্রেলিয়া অর্থ এশিয়ার দক্ষিণাঞ্চল। অস্ট্রেলিয়া প্রশান্তমহাসাগরে অবস্থিত। অস্ট্রেলিয়া, ওশেনিয়া মহাদেশে অবস্থিত।
187. পরবর্তী ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে?
কাতার
দক্ষিণ কোরিয়া
জাপান
রাশিয়া
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ পরবর্তী ফুটবল বিশ্বকাপ তথা ২০২২ সালের ফিফা বিশ্বকাপ হচ্ছে ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতার ২২তম আসর, যা অনুষ্ঠিত হবে মুসলিম দেশ কাতারে। সেখানে অংশগ্রহণ করবে মোট ৩২টি দেশ।
188. জনসংখ্যার হিসেবে দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ কোনটি?
বাংলাদেশ
শ্রীলংকা
ভারত
পাকিস্তান
ব্যাখ্যা: ব্যাখ্যা: জনসংখ্যার দিক দিয়ে দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ ভারত, যার বর্তমান জনসংখ্যা ১৩৮ কোটি। অন্যদিকে পাকিস্তানের জনসংখ্যা ২২.০৯ কোটি, বাংলাদেশের জনসংখ্যা ১৬.৮২ কোটি এবং শ্রীলংকার জনসংখ্যা ২.১৪ কোটি।
189. 'The Tree without roots' উপন্যাসটি কোন বিষয়ের উপর লেখা হয়েছে?
সাম্রাজ্যবাদ
স্লেভারি বা ক্রীতদাস প্রথা
ধর্মীয় বিষয়ে
সমঅধিকার বিষয়ে
190. এখানে কোন দেশটি জাতিসংঘের সদস্য নয়?
ইসরাইল
পাকিস্তান
তাইওয়ান
ইরাক
ব্যাখ্যা: ব্যাখ্যা: তাইওয়ান জাতিসংঘের সদস্য নয়। অন্যদিকে বর্তমানে জাতিসংঘের মোট সদস্য-১৯৩টি।
191. বাংলাদেশ উন্নয়ন ফোরামের প্রধান সমন্বয়কারী প্রতিষ্ঠান কোনটি?
বিশ্বব্যাংক
এডিবি
আইএমএফ
জাইকা
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাংলাদেশ উন্নয়ন ফোরাম হলো বিভিন্ন উন্নয়ন অংশীদার, জাতীয় ও আন্তর্জাতিক এনজিওসহ উন্নয়ন কার্যক্রমের সাথে জড়িত বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যকর সংলাপের একটি প্লাটফর্ম, যা পরিচালিত হয় অর্থ- মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) কর্তৃক।
192. ইরান-ইরাক যুদ্ধ শুরু হয়েছিল কত সালে?
১৯৭৯
১৯৮২
১৯৮১
১৯৮০
ব্যাখ্যা: ব্যাখ্যা: ১৯৮০ সালে শাত-ইল-আবর নিয়ে ইরাক ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হয়। অবশেষে ১৯৮৮ সালে এ যুদ্ধের অবসান ঘটে।
193. আফ্রিকা মহাদেশে উপনিবেশবাদী দেশ হিসেবে সর্ব শীর্ষে রয়েছে?
ফ্রান্স
ইউকে
বেলজিয়াম
স্পেন
ব্যাখ্যা: ব্যাখ্যা: আফ্রিকা মহাদেশের শীর্ষ উপনিবেশবাদ যুক্তরাজ্য। যেমন- লিবিয়া, ঘানা, লাইবেরিয়া, দক্ষিণ আফ্রিকা, মরিশাস প্রভৃতি দেশ ব্রিটেনের উপনিবেশ ছিল।
194. এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
টোকিও
ম্যানিলা
বেইজিং
সিঙ্গাপুর
ব্যাখ্যা: ব্যাখ্যা: ১৯ ডিসেম্বর ১৯৬৬ সালে আঞ্চলিক উন্নয়ন ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয় এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ৬৮ সদস্য দেশের এ প্রতিষ্ঠানের সদর দপ্তর অবস্থিত ফিলিপাইনের ম্যানিলায়।
195. এশিয়া প্যাসিফিক রিজিয়ন হতে কোন দেশ ২০২০- ২০২২ সালের জন্য জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে?
জাপান
বাংলাদেশ
দক্ষিণ কোরিয়া
ভারত
196. ব্রিটেনের রানী যুক্তরাজ্য বা তার নিজ দেশ ব্যতীত অন্য কোন দেশের রানী হিসেবে বিবেচিত হন?
ডেনমার্ক
ফ্রান্স
কানাডা
স্পেন
ব্যাখ্যা: ব্যাখ্যা: ব্রিটেনের রানি যুক্তরাজ্য বা তাঁর নিজ দেশ ব্যতীত কানাডা, অস্ট্রেলিয়া ইত্যাদি দেশের রানি হিসেবে বিবেচিত হন।
197. ফালুজা কোন দেশের সাথে সম্পর্কিত?
ইরান
ইরাক
লিবিয়া
ওমান
ব্যাখ্যা: ব্যাখ্যা: ইরাকের রাজধানী বাগদাদের প্রায় ৯ কিলোমিটার পশ্চিমে আল আনবার প্রদেশের একটি শহর হলো 'ফালুজা'। এটি মসজিদের শহর হিসেবে বেশি পরিচিত।
198. থুরাল কোন দেশের পার্লামেন্টের নাম?
নরওয়ে
মঙ্গোলিয়া
নেদারল্যান্ড
সার্বিয়া
199. 'ফণী' ঘূর্ণিঝড় আঘাত হেনেছিল কোন কোন দেশে?
ভারত ও বাংলাদেশ
ভারত ও শ্রীলংকা
বাংলাদেশ ও মিয়ানমার
মিয়ানমার ও থাইল্যান্ড
200. আমেরিকাকে এশিয়া হতে পৃথক করেছে কোন প্রণালি?
ফ্লোরিডা
বসফরাস
পক
বেরিং
ব্যাখ্যা: ব্যাখ্যা: বেরিং প্রণালি আমেরিকা ও এশিয়াকে বিভক্ত করে। এশিয়া ও ইউরোপকে বিভক্ত করে বসফরাস প্রণালি, ভারত ও শ্রীলঙ্কাকে বিভক্ত করে পক প্রণালি।