EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

আন্তর্জাতিক প্রশ্ন MCQ
161. অ্যাপল কোম্পানির প্রতিষ্ঠাতা কে?
স্টিভ জবস
বিল গেইটস
মার্ক জুকারবার্গ
ল্যারি সেজ
162. চীনের সাংস্কৃতিক বিপ্লব শুরু হয় কত সালে?
১৯৪৯
১৯৬২
১৯৬৯
১৯৫০
164. 'ট্রয়নগরী' এর ব্যাসবাক্য কী?
ট্রয়ের নগরী
ট্রয় জাতির নগরী
ট্রয় নামক নগরী
কোনটিই নয়
165. ইন্টারপোল এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
লিও
ভিয়েনা
রোম
লন্ডন
166. আয়তনে বিশ্বের ক্ষুদ্রতম দেশ-
জিবুতি
ভ্যাটিকান সিটি
ফিজি
সামোয়া
167. পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি?
প্রশান্তমহাসাগর
দক্ষিণ মহাসাগর
উত্তর মহাসাগর
ভারতমহাসাগর
ব্যাখ্যা: ব্যাখ্যা: পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর। মারিয়ানা ট্রেঞ্চ প্রশান্তমহাসাগরের সবচেয়ে গভীরতম স্থান। যা ১১ কিমি গভীর।
168. কিয়োটো প্রটোকল কত সালে স্বাক্ষরিত হয়?
১৯৯৭
১৯৯০
১৯৯২
২০০৫
169. নিচের কোন দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়?
রাশিয়া
ফ্রান্স
জার্মানি
চীন
ব্যাখ্যা: ব্যাখ্যা: জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য মোট ৫টি রাষ্ট্র- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন।
170. কোন রাষ্ট্রগুলো দ্বীপের সমষ্টি?
জাপান ও ফিলিপাইন
চীন ও ভুটান
নেপাল ও জাপান
মায়ানমার ও ভারত
171. বিশ্বের প্রথম পরিবেশ সম্মেলন কোনটি?
ধরিত্রী সম্মেলন
বিশ্ব টেকসই উন্নয়ন সম্মেলন
মানব পরিবেশ সম্মেলন
স্টকহোম সম্মেলন
172. নরওয়ের আইনসভার নাম কি?
রিক্সড্যাগ
স্টরটিং
ফোকেডিং
নেসেট
173. কোনটি ASEAN এর সদস্য নয়?
ভারত
সিংগাপুর
মিয়ানমার
থাইল্যান্ড
174. আটলান্টিক ও প্রশান্তমহাসাগরকে যুক্ত করেছে কোনটি?
সুয়েজ খাল
পানামা খাল
পক প্রণালি
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ আটলান্টিক ও প্রশান্তমহাসাগরকে যুক্ত করেছে পানামা খাল। পানামা খালের দৈর্ঘ্য ৭৭ কিমি। পক প্রণালি ভারত মহাসাগর ও আরব সাগরকে যুক্ত করেছে।
175. ফোর্থ এস্টেট বলতে কী বুঝায়?
সংবাদপত্র
রাজনীতি
ক্ষমতা
সম্পত্তি
ব্যাখ্যা: ব্যাখ্যা: সংবাদপত্র রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। একটি রাষ্ট্রের আইন, বিচার ও নির্বাহী বিভাগ হলো তিনটি স্তম্ভ।
176. ইন্টারপোলের (Interpol) সদর দপ্তর কোন দেশে অবস্থিত?
বেলজিয়াম
ফ্রান্স
যুক্তরাজ্য
ইটালি
ব্যাখ্যা: ব্যাখ্যা: ইন্টারপোলের পূর্ণনাম- International Criminal Police Organization এবং এটি ১৯২৩ সালে প্রতিষ্ঠিত হয়। সংস্থাটির সদর দপ্তর লিওঁ, ফ্রান্সে অবস্থিত। মোট সদস্য সংখ্যা ১৯৪টি।
177. নীচের কোনটি বাংলাদেশের প্রধান সংবাদ সংস্থা?
ইউএনবি
বাসস
পিআইবি
এনা
178. সুয়েজ খাল কোথায় অবস্থিত?
ইরান
মিশর
মালয়েশিয়া
ইরাক
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ সুয়েজ খাল মিশরে অবস্থিত। এটি ১৮৫৯ সালে খনন শুরু হয় এবং ১৮৬৯ সালে চালু হয়।
180. স্থপতি এফ আর খান কোন টাওয়ার-এর স্থপতি?
টোকিও টাওয়ার
বুর্জ খলিফা টাওয়ার
সিয়ার্স টাওয়ার
পেট্রোনাস টাওয়ার
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ ফজলুর রহমান খান একজন স্থপতি। তিনি শিকাগোর সিয়ার্স টাওয়ার, জন হ্যানকক সেন্টারের স্থপতি। সিয়ার্স টাওয়ারের বর্তমান নাম উইলিয়াম টাওয়ার।