EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
481. একটি transformer-এর truns ratio 50:120. Transformer-এর secondary current 100A হলে Primary Current কত?
50A
240A
600A
1200A
483. একটি তিন ফেজ ইন্ডাকশন মোটর কোন ধরনের ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন করে?
স্টেডি
অল্টারনেটিং
রোটেটিং
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: তিন ফেজ ইন্ডাকশন মোটর সাপ্লাইয়ের সাথে সংযোগ করলে এতে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয়।
484. একটি Single ফেজ মোটরে Starting winding নিম্নের কোনটিতে স্থাপন করা হয়?
Rotor
Armature
Stator
Field
ব্যাখ্যা: ব্যাখ্যা :একটি Single ফেজ মোটরে Starting wirding-Sta এবং Running winding-এ রোটর স্থাপন করা হয়।
485. একটি 3-phase সার্কিটে Line voltage 230V. line current 10A, Power factor 1.0 হলে Power loss কত?
2300W
23W
3983.6W
5290W
486. Transformer-এর কাজ কী?
বিদ্যুৎ উৎপাদন
কারেন্ট বাড়ানো
ভোল্টেজ পরিবর্তন করা
বৈদ্যুতিক শক্তির পরিবর্তন
ব্যাখ্যা: ব্যাখ্যা: Transformer-এর কাজ হলো আপাত পাওয়ার ও ফ্রিকুয়েন্সিকে অপরিবর্তিত রেখে ভোল্টেজকে আপ বা ডাউন করা।
487. হিসটেরেসিস লস নির্ভর করে-
রিভার্সেল ম্যাগনেটিক ফিল্ডের ফ্রিকুয়েন্সির উপর
সর্বোচ্চ ফ্লাক্স ডেনসিটির উপর
পদার্থের আয়তনের উপর
উপরোক্ত সবগুলোর উপর
ব্যাখ্যা: হিসটেরেসিস লস সর্বোচ্চ ফ্লাস ডেনসিটি, ফ্রিকুয়েন্সি ও পদার্থের আয়তনের উপর নির্ভর করে।
488. হঠাৎ বিদ্যুৎশক্তি চলে যাওয়াকে বলা হয়-
ব্ল‍্যাক আউট
নয়েজ
ব্রাউন আউট
করোশন
ব্যাখ্যা: ব্যাখ্যা: পাওয়ার জেনারেশন এবং পাওয়ার কনজাম্পশনেরমধ্যে যখন হঠাৎ পাওয়ার গ্রিড শাটডাউন হয়ে যায়, তখন একে Blackout বলে।
489. ট্রান্সফরমার-এ ভোল্টেজ তৈরি হয় যে পদ্ধতিতে-
আবেশন
সঞ্চালন
আবেশন ও সঞ্চালন
কোনোটিই নয়
490. কোনটি ২টি Alternator-এর parallel operation জন্য প্রয়োজনীয় শর্ত (condition) নয়?
সমান Voltage
সমান fresquency
সমান KVA রেটিং
কোনোটিই নয়
491. বরিশাল বিদ্যুৎ কেন্দ্রের অবস্থান বরিশাল জেলার-
সদরে
নদীর ধারে
রেলস্টেশনের কাছে
বিমানঘাঁটির কাছে
492. যদি একটি ইন্ডাকশন মোটরের লাইন ভোল্টেজ এর নির্ধারিত ভোল্টেজের ৭৫% হ্রাস করা হয়, তবে এর স্টার্টিং কারেন্টও হ্রাস পাবে-
১৫%
২৫%
৫০%
৭৫%
493. 1500 rpm সিনক্রোনাস স্পিড-এ চলার জন্য মোটরের পোল সংখ্যা কত হবে?
5
4
3
2
494. অল্টারনেটরের কোনটি স্থির থাকে?
Field
Armature
Shunt Field
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: অল্টারনেটরের আর্মেচারকে স্থির রেখে ফিল্ডকে ঘুরানো হয়।
496. Transformer-এর Efficiency কখন শূন্য হয়?
Full লোডে
Half লোডে
এক-চতুর্থাংশ লোডে
No লোডে
497. Electrical machine-4 laminated core কী কমানোর জন্য ব্যবহৃত হয়?
copper loss
eddy current loss
hysteresis loss
core loss
498. A moving iron instrument can be used for-
DC only
AC only
Both DC and AC
None of the above
ব্যাখ্যা: ব্যাখ্যা: মুভিং আয়রন ইনস্ট্রমেন্ট এসি ও ডিসি উভয় সরবরাহে ব্যবহৃত হয়।
499. একটি ট্রান্সফরমারের ফুল লোড ভোল্টেজ নো লোড ভোল্টেজ অপেক্ষা বৃদ্ধি পাওয়ার কারণ-
লোডের প্রকৃতি ক্যাপাসিটিভ
লোভের প্রকৃতি ইন্ডাকটিভ
ওলোডের প্রকৃতি রেজিস্টিভ
কোনোটিই সঠিক নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: ট্রান্সফর্মারের ক্ষেত্রে ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ কমে যায়, যার কারণে ফুল লোড ভোল্টেজও কমে যায়। সেক্ষেত্রে ফুল লোড ভোস্টেজ নো- লোড ভোল্টেজ অপেক্ষা কম থাকে। অন্যদিকে ক্যাপাসিটির লোডের ক্ষেত্রে সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ বৃদ্ধি পায়, যার কারণে ফুল লোড ভোল্টেজও বৃদ্ধি পায় এবং যার মান নো- লোড ভোল্টেজ অপেক্ষা বেশি হয়।
500. Transformer-এর Supply frequency বাড়লে iron --
বাড়বে
একই থাকবে
কমবে
কোনোটিই নয়