MCQ
181. 'ধ্বনি' সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়?
ধ্বনি দৃশ্যমান
মানুষের ভাষার মূলে আছে কতগুলো ধ্বনি
ধ্বনি উচ্চারণীয় ও শ্রবণীয়
অর্থবোধক ধ্বনিগুলোই মানুষের বিভিন্ন ভাষার বাকধ্বনি
182. 'ভাষা চিন্তার শুধু বাহনই নয়, চিন্তার প্রসূতিও।'- মন্তব্যটি কোন ভাষাচিন্তকের?
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
মুহম্মদ শহীদুল্লাহ্
মুহম্মদ এনামুল হক
সুকুমার সেন
ব্যাখ্যা: ব্যাখ্যা বাগযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে। ড. সুকুমার সেন তার 'ভাষার ইতিবৃত্ত' (১৯৩৯) গ্রন্থে বলেছেন- 'ভাষা চিন্তার শুধু বাহনই নয় চিন্তার প্রসূতিও।'
183. আরবি 'কলম' শব্দটি 'কলমোস' শব্দ থেকে এসেছে। 'কলমোস' কোন ভাষার শব্দ?
পাঞ্জাবি
ফরাসি
গ্রিক
স্পেনিশ
184. শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি?
শিরশ্ছেদ, দরিদ্রতা, সমীচীন
শিরোশ্ছেদ, দারিদ্র্য, সমীচিন
শিরঃশ্ছেদ, দরিদ্রতা, সমিচীন
শিরচ্ছেদ, দরিদ্রতা, সমীচীন
ব্যাখ্যা: ব্যাখ্যা আরও কতিপয় শুদ্ধ বানান- মুহূর্ত, মুমূর্ষু, অপরাহ, পূর্বাহ্ণ, মধ্যাহ্ন, সায়াহ্ন, মুহুর্মুহু, মরীচিকা, জাজ্বল্যমান, সৌহার্দ্য, কনীনিকা, নির্নিমেষ, বিভীষিকা, পিপীলিকা, ভাগীরথী ইত্যাদি।
185. স্বরান্ত অক্ষরকে কী বলে?
একাক্ষর
মুক্তাক্ষর
বদ্ধাক্ষর
যুক্তাক্ষর
ব্যাখ্যা: ব্যাখ্যা যে সকল অক্ষর স্বরধ্বনিজাত অথবা অক্ষরের শেষে একটি স্বরধ্বনি থাকে তাকে স্বরান্ত অক্ষর বা বিবৃত অক্ষর বা মুক্তাক্ষর বলে। মুক্তাক্ষরের চিহ্ন ৩০। মুক্তাক্ষর উচ্চারণের শেষে মুখ খোলা থাকে, ফলে অক্ষর উচ্চারণ করেও তাকে প্রয়োজনমতো প্রলম্বিত করা চলে। যেমন: অপরিচিত।