EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
1. নিচের কোনটি মাটি পরীক্ষা পদ্ধতি নয়?
কোর বোরিং
ওয়াশ বোরিং
পারকুশন বোরিং
টেস্ট সিলিন্ডার
2. সিমেন্টের চূড়ান্ত জমাটবদ্ধতার সময় কত এর বেশি হওয়া উচিত নয়-
2 hours
4 hours
8 hours
10 hours
3. 'নন্দন' শব্দের অর্থ কোনটি?
বাতাস
ছেলে
নতুন
নীল
4. নিচের কোনটি সিমেন্টের উপাদান নয়?
CaO
AlO3
SiO2
MgO
5. বাকল অপসারিত করা গাছের কান্ডকে বলে -
রাফ টিম্বার
লগ টিম্বার
স্টান্ডিং টিম্বার
কনভার্টেড টিম্বার
6. নিচের কোন ক্ষেত্রে নিট সিমেন্ট ফিনিশিং করা হয় না ?
মেঝে
স্কান্টিং
ড্রেন
টয়লেট
8. প্রথম শ্রেণির ইট ২৪ ঘণ্টা ভিজিয়ে রাখলে তার ওজনের কত অংশ পানি শোষন করে-
1/3
1/6
¼
1/7
9. সাধারণত কয়টি ধাপে নিট সিমেন্ট ফিনিশিং কাজ সম্পন্ন করা হয়?
2
3
4
5
10. সেপটিক ট্যাংকের দৈর্ঘ্যকে প্রন্থ অপেক্ষা কত গুণ বেশি ধরে ডিজাইন করা হয়?
2
১০
১৫
২০
ব্যাখ্যা: সেপটিক ট্যাংক কেমন হওয়া প্রয়োজনঃ -সেপটিক ট্যাংকের দৈর্ঘ্য প্রস্থের ২ থেকে ৮ গুণ ধরতে হবে । -.ভিত্তিতে ১:৩:৬ অথবা ১:২:৪ অনুপাতে সিসি ঢালাই করতে হবে । -.সিমেন্ট মসলা দ্বারা ইটের গাঁথুনী করে সেপটিক ট্যাংক নির্মাণ করতে হবে । -.ভিতরের দেওয়ালে ১:৩ অনুপাতে ১২ মিমি পুরুত্বে প্লাস্টার করতে হবে । -.সেপটিক ট্যাংকের নূন্যতম প্রস্থ ৬০ সেমি এবং তরলের গভীরতা ১ মিটার ধরতে হবে । -সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামার আগে অবশ্যই বিষাক্ত গ্যাসের উপস্থিতি পরীক্ষা করা উচিত। এ বিষয়গুলোয় একটু নজর দিলেই দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে।
11. রাজউকের পূর্ববর্তী নাম কী ছিল?
রাজধানী উন্নয়ন ট্রাস্ট
ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট
রাজধানী উন্নয়ন বোর্ড
ঢাকা উন্নয়ন বোর্ড
কোনোটিই নয়
12. নিচের কোনটি আরসিসি বীমের উপাদান নয়?
খোয়া
সিমেন্ট
এম.এস.রড
কোনটিই নয়
13. বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের হেলানো সরলরেখা কোনটি নির্দেশ করে -
শূন্য লোড
কাপল লোড
হেলানো লোড
সেন্ট্রাল লোড
14. কম্পাস জরিপে বিয়ারিং মাপার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়?
কম্পাস
ক্রিনোমিটার
টেস
থিওডোলাইড
15. সিমেন্টের গুণাগুণ নির্ণয়ে কয়টি পরীক্ষা করা হয়?
2
3
4
5
16. বীম ও স্ল্যাব একত্রে ঢালাই করলে তাকে কী বলে?
সাধারণভাবে স্থাপিত বীম
অবিচ্ছিন্ন বীম
টি বীম
ক্যান্টিলিভার বীম
17. টেকোমিটার দিয়ে কী মাপা হয়?
বিয়ারিং
উচ্চতা
দৈর্ঘ্য
প্রন্থ