EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

Bangla MCQ
2321. কোন গ্রন্থটি বাংলা সাহিত্যে উপন্যাস রচনার প্রথম প্রয়াস?
কলিকাতা কমলালয়
ফুলমণি ও করুণার বিবরণ
নববিবি বিলাস
নববাবুবিলাস
2322. 'একুশে গ্রন্থমেলা'র আয়োজক সংস্থার নাম কী?
শিল্পকলা একাডেমি
গ্রন্থাগার অধিদপ্তর
শিক্ষা অধিদপ্তর
বাংলা একাডেমি
2323. 'ন্যায়দণ্ড' উপন্যাসটি কে রচনা করেন?
স্বর্ণকুমারী দেবী
জরাসন্ধ
রশীদ করিম
সৈয়দ ওয়ালীউল্লাহ
2324. 'বাংলা একাডেমি' পুরস্কার কবে থেকে প্রবর্তিত হয়?
১৯৬০ সালে
১৯৬১ সালে
১৯৬২ সালে
১৯৬৪ সালে
2325. . বাঙালি রচিত বাংলা অক্ষরে মুদ্রিত প্রথম গ্রন্থ কোনটি?
মহারাজা কৃষ্ণ চরিত্র
রাজা প্রতাপাদিত্য চরিত্র
রাজাবলি
কথোপকথন
2326. বাংলা ভাষার প্রথম ঔপন্যাসিক কে?
প্যারীচাঁদ মিত্র
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
প্রভাত কুমার মুখোপাধ্যায়
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
2327. 'কথা সাহিত্য' বলতে কোনটি বোঝায়?
কথা নিয়ে সাহিত্য
সাহিত্যের কথা
নাটক ও আবৃত্তি
ছোটগল্প ও উপন্যাস
2328. বাংলা ভাষার প্রথম উপন্যাস কোনটি?
হুতোম প্যাঁচার নকশা
আলালের ঘরের দুলাল
দুর্গেশনন্দিনী
পথের দাবী
2329. বাংলা একাডেমি মূল ভবনের নাম কী ছিল?
বর্ধমান হাউজ
বাংলা ভবন
আহসান মঞ্জিল
চামেলি হাউজ
2330. বাংলা উপন্যাস ধারার প্রতিষ্ঠাতা পুরুষ হলেন?
রবীন্দ্রনাথ ঠাকুর
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
কাজী নজরুল ইসলাম
প্যারীচাঁদ মিত্র
2331. ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছিল?
ঢাকা বিশ্ববিদ্যালয়
বাংলা একাডেমি
এশিয়াটিক সোসাইটি
নজরুল ইনস্টিটিউট
2332. কোন বিষয়ের উপর বাংলা একাডেমি প্রতি বছর পুরস্কার প্রদান করে থাকে?
শিক্ষা
সাংবাদিকতা
সাহিত্য
শিল্পকলা
2333. বাংলা উপন্যাসের প্রাথমিক পর্যায়ে কোন বিষয়টি বিশেষ প্রাধান্য বিস্তার করেছিল?
সমাজের রঙ্গরসাত্মক চিত্র
বাঙালির জীবন কাহিনী
সামাজিক নির্যাতন
সামাজিক কাহিনী
2334. 'আলালের ঘরের দুলাল'-
প্রথম সার্থক বাংলা উপন্যাস
প্রথম বাংলা উপন্যাস
প্রথম চলিত নকশা
প্রথম আখ্যায়িকা
2335. বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কখন?
১৯ ডিসেম্বর, ১৯৭০
৩ ডিসেম্বর, ১৯৫৫
২১ ফেব্রুয়ারি, ১৯৭১
১৬ ডিসেম্বর, ১৯৭২
2336. বাংলা সাহিত্যের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় ঔপন্যাসিক কে?
বেগম রোকেয়া
মহাশ্বেতা দেবী
স্বর্ণকুমারী দেবী
রিজিয়া রহমান
2337. বাংলা ভাষা ও সাহিত্য উন্নয়নে কোন প্রতিষ্ঠানটি সর্বাধিক খ্যাতি লাভ করেছে?
শিল্পকলা একাডেমি
শিশু একাডেমি
এশিয়াটিক সোসাইটি
বাংলা একাডেমি
2338. বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক কে?
প্রফেসর আবদুল হাই
ড. মুহম্মদ শহীদুল্লাহ
কাজী মোতাহার হোসেন
ড. মযহারুল ইসলাম
2339. 'বর্ধমান হাউজ' কোথায় অবস্থিত?
ঢাকা
কলকাতা
পশ্চিমবঙ্গ
কুষ্টিয়া
2340. 'ফুলমণি ও করুণার বিবরণ' গ্রন্থটির রচয়িতা কে?
হ্যানা ক্যাথারিন
উইলিয়াম কেরী
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
বিহারীলাল চক্রবর্তী