EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

Bangla MCQ
21. 'চশমা' শব্দ বাংলায় এসেছে কোন ভাষা থেকে?
আরবি
ফারসি
তুর্কি
সিংহলি
22. সজনীকন্ত দাস সম্পাদিত পত্রিকার নাম কী?
শনিবারের চিঠি
রবিবারের ডাক
বিজলি
বঙ্গদর্শন
ব্যাখ্যা: শনিবারের চিঠি (১৯২৪)।
23. “ঐ ক্ষেপেছে পাগলি মায়ের দামাল ছেলে”-কে এই দামান ছেলে?
কাজী নজরুল ইসলাম
কামাল পাশা
চিত্তরঞ্জন দাস
সুভাষ বসু
24. দৌলত উজির বাহরাম খাম সাহিত্যসৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?
সুলতান খিয়াসউদ্দিন আজম শাহ
কোরেশী মাগন ঠাকুর
সুলতান বরবক শাহ
জমিদার নিজাম শাহ
ব্যাখ্যা: এছাড়া নিজাম শাহের বিখ্যাত কাব্যগ্রন্থ “লাইলী মজনু”।
25. 'হাতহদাই' নাটকটি কে লিখেছেন?
গিরীশ্চন্দ্র ঘোষ
উৎপল দত্ত
মান্নান হীরা
সেলিম অলদীন
26. ‘মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়’-কে রচনা করেন এই কাব্যাংশ?
সুধীন্দ্রনাথ দত্ত
প্রেমেন্দ্র মিত্র
সমর সেন
জীবনানন্দ দাশ
27. ‘নীল লোহিত’ কোন লেখকের ছদ্মনাম?
অরুণ মিত্র
সমরেশ বনু
সুনীল গঙ্গোপাধ্যায়
সমরেশ মজুমদার
28. মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কী?
‘মনসামঙ্গল’
‘মনসাবিজয়
‘পদ্মপুরাণ’
‘পদ্মাবতী’
29. ‘মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে’ কাব্যগ্রন্থের কবি কে?
রফিক আজাদ
শঙ্খ ঘোষ
শক্তি চট্টোপাধ্যায়
শামসুর রহমান
30. 'স্বাধীনতা তুমি' কবিতা শামসুর রাহমান কোন সনে লিখেছিলেন?
১৯৭১
১৯৭৫
১৯৮১
১৯৮৬
ব্যাখ্যা: 'স্বাধীনতা তুমি' কবিতাটি শামসুর রাহমান ১৯৭১ সালে লিখেছেন। 'বন্দী শিবির থেকে' তার মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যগ্রন্থ।
31. কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?
হিত্তিক ও তুখারিক
তামিল ও দ্রাবিড়
আর্য ও অনার্য
মাগধী ও গৌড়ী
ব্যাখ্যা: ইন্দো-ইউরোপীয় ভাষা বংশের শাখা ২টি। যথা: কেন্তম ও শতম।
32. চর্যাপদে’র প্রাপ্তিস্থান কোথায়?
বাংলাদেশ
নেপাল
উড়িষ্যা
ভুটান
ব্যাখ্যা: ১৯০৭ খ্রীস্টাব্দে হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে চর্যার পুঁথি আবিষ্কার করেন।
33. 'কুহেলিকা' কাজী নজরুল ইসলামের কোন ধরনের গ্রন্থ?
গল্পগ্রন্থ
উপন্যাস
প্রবন্ধগ্রন্থ
কাব্যগ্রন্থ
34. হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কী?
পণ্ডিত
বিদ্যাসাগর
শাস্ত্রজ্ঞ
মহামহোপাধ্যায়
35. 'ঢোঁড়াই চরিতমানস' উপন্যাসের লেখক কে?
দেবেশ রায়
ভবভূতি
সতীনাথ ভাদুড়ী
কৃত্তিবাস
36. 'খুমি' উপজাতির বাস কোন জেলায়?
রাঙ্গামাবান্দরবানটি
কক্সবাজার
বান্দরবান
খাগড়াছড়ি
ব্যাখ্যা: বাঙলাদেশে 'খুমি' উপজাতিরা বান্দরবান জেলায় বসবস করে। বাংলাদেশে বসবাসকারা ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর সংখ্যা ৫০টি। বাংলাদেশের বৃহত্তম উপজাতি চাকমা এবং একমাত্র মুসলমন উপজাতি পাঙন। পার্বত্য চট্টগ্রামে মোট ১১টি উপজাতি বাস করে।
37. ‘তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শত বার/জনমে জনমে যুগে যুগে অনিবার।’-রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ?
‘অনন্ত প্রেম’
‘উপহার’
‘ব্যক্ত প্রেম’
‘শেষ উপহার’
ব্যাখ্যা: কবিতাটি মানসী কাব্যগ্রন্থের অন্তর্গত।
38. 'গীতাঞ্জলি' কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদক কে?
টি. এস. এলিয়ট
ডব্লিউ. বি. ইয়েটস
রবীন্দ্রনাথ ঠাকুর
বুদ্ধদেব বসু
ব্যাখ্যা: রবীন্দ্রনাথের নিজেই গীতাঞ্জলি এর ইংরেজি অনুবাদ Song Offerings লিখেছেন। আইরিশ কবি W.B Yeats শুধুমাত্র Song Offerings গ্রন্থের পরিচিতি (Introduction) অংশ লিখেছেন। প্রকৃতপক্ষে গীতাঞ্জলি এর ইংরেজি অনুবাদক রবীন্দ্রনাথের নিজেই।
39. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন?
চৌবেরিয়া গ্রাম, নদীয়া
কীঠালপাড়া রাম, চব্বিশ পরগনা
বীরসিংহ গ্রাম, মেদিনীপুর
দেবানন্দপুন গ্রাম, হুগলি
40. 'ভাড়ুদত্ত কোন কাব্যের চরিত্র?
অন্নদামঙ্গল
চণ্ডীমঙ্গল
মনসামঙ্গল
ধর্মমঙ্গল