Bangla MCQ
4521. 'বঙ্গীয় শব্দকোষ' এর প্রণেতা-
জ্ঞানেন্দ্রমোহন দাস
মুহম্মদ এনামুল হক
হরিচরণ বন্দ্যোপাধ্যায়
মুহম্মদ শহীদুল্লাহ
4522. বাংলা একাডেমির ইংরেজি-বাংলা অভিধানের প্রধান সম্পাদক কে?
ড. আনিসুজ্জামান
নরেন বিশ্বাস
জিল্লুর রহমান সিদ্দিকী
আবু ইসহাক
4523. প্রথম কোন বাঙালি বাংলা ভাষায় ব্যাকরণ রচনা করেন?
রাজা রামমোহন রায়
ড. মুহম্মদ শহীদুল্লাহ
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ডেভিড হেয়ার বাংলা
4524. 'The Orgin and Development of the Bengali Language' গ্রন্থটি রচনা করেছেন-
ড. মুহম্মদ শহীদুল্লাহ
ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
হরপ্রসাদ শাস্ত্রী
স্যার জর্জ গ্রিয়ার্সন
4525. কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন?
স্যার উইলিয়াম জোনস্
স্যার উইলিয়াম কেরী
রাজীবলোচন মুখোপাধ্যায়
হ্যালহেড
4526. রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম কী?
মাগধীয় ব্যাকরণ
গৌড়ীয় ব্যাকরণ
মাতৃভাষা ব্যাকরণ
ভাষা ও ব্যাকরণ
4527. বাংলা ভাষায় ব্যাকরণ কে লিখেন?
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ড. এনামুল হক
স্যার উইলিয়াম কেরী
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
4528. বাংলা ভাষায় ব্যাকরণ রচনা করেননি-
জন বিস্স
ডানকান ফোর্বস
জর্জ গ্রিয়ারসন
জেমস কিথ
4529. কোনটি প্রাচীন বাংলা ব্যাকরণ?
আধুনিক বাংলা ব্যাকরণ
A Grammar of the Bengali Language
সরল ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ
ব্যাকরণ মঞ্জরী
4530. কোন প্রখ্যাত পন্ডিত ইংরেজিতে বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন?
ব্রাসি হ্যালহেড
পি জে হার্টজ
পি আচার্য
ডব্লিউ প্রেস
4531. প্রথম বাংলা 'থিসরাস' বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেন-
মুহম্মদ শহীদুল্লাহ
অশোক মুখোপাধ্যায়
মুহাম্মদ হাবিবুর রহমান
জগন্নাথ চক্রবর্তী
4532. বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন কে?
রামচন্দ্র বিদ্যাবাগীশ
হরিচরণ দে
রাজশেখর বসু
অশোক মুখোপাধ্যায়
Job Preparation
Civil MCQ
Bangla
Himalay Sen Sir
Civil Engineering classroom
ব্যাকরণ ও বাংলা ব্যাকরণের আলোচ্যে বিষয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: ১৮১৭ সালে কলকাতা থেকে প্রকাশিত বাংলা ভাষায় (বাংলা থেকে বাংলা) 'বঙ্গভাষাভিধান' নামে প্রথম অভিধান সংকলন করেন রামচন্দ্র বিদ্যাবাগীশ। ১৯৯২ সালে বাংলা একাডেমি এটি অখণ্ড পূর্ণাঙ্গ সংস্করণে 'বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান' নামে প্রকাশ করেন।
4533. 'বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান' এর সম্পাদক কে?
মুহম্মদ আবদুল হাই
মুহম্মদ শহীদুল্লাহ
মুহম্মদ এনামূল হক
আহমদ শরীফ
4534. 'ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ' কে রচনা করেন?
মদনমোহন তর্কালঙ্কার
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
সুকুমার সেন
হরপ্রসাদ শাস্ত্রী
4535. 'বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান' সম্পাদনা কে করেন?
মুহম্মদ শহীদুল্লাহ
মুহম্মদ এনামুল হক
মুহম্মদ মনসুরউদ্দীন
মুহম্মদ আবদুল হাই
4536. 'ব্যাকরণ মঞ্জরী' কার লেখা?
ড. মুহম্মদ শহীদুল্লাহ
ড. মুহম্মদ এনামুল হক
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
মুহাম্মদ আব্দুল হাই
4537. একজন শ্রেষ্ঠ 'বৈয়াকরণিক' কে?
উপরচন্দ্র বিদ্যাসাগর
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
পাণিনি
কোনটিই নয়
4538. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ব্যাকরণ গ্রন্থের নাম কী?
ব্যাকরণ কৌমুদী
মুগ্ধবোধ ব্যাকরণ
ব্যাকরণ মঞ্জুষা
অষ্টাধ্যায়ী
4539. গৌড়ীয় বাংলা ব্যাকরণ রচনা করেছেন-
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
রামরাম বসু
রামনারায়ণ তর্করত্ন
রাজা রামমোহন রায়
4540. সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে?
মনোএল দ্য আসুম্পসাঁউ
রাজা রামমোহন রায়
রামেন্দ্র সুন্দর ত্রিবেদী
ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড