Bangla MCQ
4841. চারণকবি হিসেবে বিখ্যাত কে?
আলাওল
চন্দ্রাবতী
মুকুন্দদাস
মুক্তারাম চক্রবর্তী
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: চারণ কবি মুকুন্দদাস-এর প্রকৃত নাম যজ্ঞেশ্বর দে এবং ডাক নাম যজ্ঞা। ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় মানুষের মধ্যে দেশপ্রেম জাগাতে, দেশের পরাধীনতার বিরুদ্ধে সংগ্রাম করার প্রেরণা জোগাতে যেসব কবিরা গান গেয়ে ও যাত্রাভিনয় করে বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়েছেন তাদেরকেই চারণ কবি বলা হয়। 'চারণ' শব্দের অর্থ স্তুতি পাঠক। বাংলা সাহিত্যে চারণ কবি হিসেবে মুকুন্দদাসের নাম সবার আগে আসে। এছাড়া বিজয় সরকার ও গৌতম মজুমদার নামে দুজন চারণ কবির নাম পাওয়া যায়।
4842. 'সবকিছু নষ্টদের অধিকারে যাবে' গ্রন্থটির রচয়িতা কে?
সৈয়দ আলী আহসান
সুকান্ত ভট্টাচার্য
হুমায়ুন আজাদ
ঘনির্মলেন্দু গুণ
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: হুমায়ুন আজাদের লেখা 'সবকিছু নষ্টদের অধিকারে যাবে' (১৯৮৫) একটি কাব্যগ্রন্থ। 'অলৌকিক ইস্টিমার' (১৯৭৩), 'কাফনে মোড়া অশ্রুবিন্দু' (১৯৯৮), 'জ্বলো চিতাবাঘ' (১৯৮০), 'পেরোনোর কিছু নেই' (২০০৪) তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ।
4843. পাঁচালিকার হিসেবে সর্বাধিক খ্যাতি কার ছিল?
দাশরথি রায়
রামনিধি গুপ্ত
ফকির গরীবুল্লাহ
রামরাম বসু
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: কবিগানের যুগে পাঁচালি গান নামে এক ধরনের গান প্রচলিত ছিল এবং এ ধারার শক্তিশালী কবি হিসেবে দাশরথি রায় (১৮০৬-১৮৫৭) প্রতিষ্ঠা অর্জন করেছিলেন। 'দাশু রায়' নামে তিনি খ্যাত ছিলেন। তিনি নিজেই পাঁচালির দল বেঁধে গান গাইতেন। তার পাঁচালি-পালা দশ খণ্ডে প্রকাশিত হয়েছিল।
4844. কোন বানানটি শুদ্ধ?
Incyclopedia
Encyclopedia
Enciclopadia
Encyclopedea
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: শুদ্ধ বানানটি হলো Encyclopedia, যার অর্থ হলো জ্ঞানকোষ বা বিশ্বকোষ।
4845. উনসত্তরের গণ-অভ্যুত্থানের পটভূমিকায় লেখা উপন্যাস কোনটি?
ভূমিপুত্র
মাটির জাহাজ
কাঁটাতারে প্রজাপতি
চিলেকোঠার সেপাই
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট নিয়ে আখতারুজ্জামান ইলিয়াস রচিত মহাকাব্যিক উপন্যাস 'চিলেকোঠার সেপাই' (১৯৮৬)। উনসত্তরের গণঅভ্যুত্থানে যারা প্রধান শক্তি ছিল সেই শ্রমজীবী জনসাধারণ কিভাবে আন্দোলন পরবর্তী সময়টিতে প্রতারিত এবং বঞ্চিত হলো, বামপন্থীদের দোদুল্যমানতা, জাতীয় মুক্তির আকাঙ্ক্ষাকে যথাযথভাবে ধারণ করতে না পারার ফলে অজস্র রক্তপাত ও রাজনীতির ময়দান থেকে তাদের পশ্চাদপসরণ, আওয়ামী লীগ প্রধান শক্তি হয়ে ওঠা ইত্যাদি উপন্যাসটিতে মূল উপজীব্য হয়ে ওঠেছে। গ্রামজীবন নিয়ে লেখা ইমদাদুল হক মিলনের উপন্যাস 'ভূমিপুত্র'। 'মাটির জাহাজ' মাহমুদুল হকের উপন্যাস, 'কাঁটাতারে প্রজাপতি' সেলিনা হোসেনের উপন্যাস।
4846. সবচেয়ে কম বয়সে কোন লেখক বাংলা একাডেমি পুরস্কার পান?
শওকত আলী
সেলিনা হোসেন
আখতারুজ্জামান ইলিয়াস
সৈয়দ শামসুল হক
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: সৈয়দ শামসুল হক (১৯৩৫-২০১৬) ১৯৬৬ সালে মাত্র ৩১ বছর বয়সে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। একাধারে গল্প, উপন্যাস, কবিতা, নাটক, কাব্যনাট্য ও শিশুসাহিত্যের লেখক হওয়ায় তিনি সব্যসাচী লেখক হিসেবে খ্যাতি অর্জন করেন। অন্যদিকে শওকত আলী (১৯৩৬-২০১৮) ৩২ বছর বয়সে ১৯৬৮ সালে, সেলিনা হোসেন (১৯৪৭-) ৩৩ বছর বয়সে ১৯৮০ সালে ও আখতারুজ্জামান ইলিয়াস (১৯৪৩-১৯৯৭) ৩৯ বছর বয়সে ১৯৮২ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।
4847. কাজী নজরুল ইসলামের মোট ৫টি গ্রন্থ বিভিন্ন সময়ে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার বাজেয়াপ্ত করে। কোন বইটি প্রথম বাজেয়াপ্ত হয়?
বিষের বাঁশি
যুগবাণী
ভাঙার গান
প্রলয় শিখা
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: ১৯২২-১৯৩১ সাল পর্যন্ত কাজী নজরুল ইসলামের মোট পাঁচটি বই বাজেয়াপ্ত করা হয়। এর মধ্যে প্রথম যে গ্রন্থটি নিষিদ্ধ হয় তা হলো প্রবন্ধ গ্রন্থ 'যুগবাণী'। ১৯২২ সালের ২৩ নভেম্বর ১৬৬৬১ পি নম্বর গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে ইংরেজ সরকার ফৌজদারি বিধির ৯৯এ ধারায় বইটি বাজেয়াপ্ত করে। একই দিনে নজরুলকে কুমিল্লা থেকে গ্রেফতার করে কলকাতায় আনা হয় বিষের বাঁশি' ১৯২৪ সালের ২২ অক্টোবর এবং 'ভাঙার গান' ১৯২৪ সালের ১১ নভেম্বর নিষিদ্ধ হয়। 'প্রলয় শিখা' বাজেয়াপ্ত হয় ১৯৩১ সালে। 'চন্দ্রবিন্দু' নিষিদ্ধ হয় ১৪ অক্টোবর ১৯৩১ সালে
4848. বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি?
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'শেষ প্রশ্ন'
রবীন্দ্রনাথ ঠাকুরের 'চোখের বালি'
কাজী নজরুল ইসলামের 'কুহেলিকা'
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'কপালকুণ্ডলা'
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: 'চোখের বালি' বাংলা সাহিত্যে প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস। বালবিধবা বিনোদিনীর চিত্তে পুরুষের প্রতি দুর্নিবার আকাঙ্ক্ষার জাগরণ ও তার মানসিক পরিবর্তনের টানাপোড়েন এ উপন্যাসের অন্যতম বৈশিষ্ট্য। মহেন্দ্র ও আশার দাম্পত্যজীবন ছাপিয়ে বালবিধবা বিনোদিনীর প্রেমাসক্তি উপন্যাসে প্রাধান্য পেয়েছে। অন্যদিকে 'শেষ প্রশ্ন' উপন্যাসে তৎকালীন সমাজ ব্যবস্থা ও গোঁড়ামির চিত্র, 'কুহেলিকা' উপন্যাসে সমাজনীতি, রাজনীতি ও ধর্মনীতি এবং 'কপালকুণ্ডলা' উপন্যাসে রোমান্টিকতা প্রাধান্য পেয়েছে।
4849. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালেই এই মুক্তিযুদ্ধ নিয়ে একটি উপন্যাস রচনা করেছেন, যা ১৯৭২ সালে প্রকাশিত হয়। উপন্যাসটির নাম কী?
চৈতালী ঘূর্ণি
রক্তের অক্ষর
বায়ান্ন বাজার তিপ্পান্ন গলি
১৯৭১
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: মৃত্যু শিয়রে রেখে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 'একটি কালো মেয়ের কথা' এবং 'সুতপার তপস্যা' নামে দুখানি বই মিলে '১৯৭১' উপন্যাস রচনা করেন এবং নিজেই '১৯৭১' নামকরণ করেন। মুক্তিযুদ্ধভিত্তিক এ উপন্যাসে তিনি তুলে ধরেছেন একাত্তরের গ্রামীণ জীবনের চিত্র। 'চৈতালী ঘূর্ণি' (১৯৩১) দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত মানুষদের নিয়ে লেখা তারাশঙ্করের প্রথম গ্রন্থাকারে প্রকাশিত উপন্যাস। রিজিয়া রহমান রচিত 'রক্তের অক্ষর' উপন্যাসে পতিতাপল্লীর বারাঙ্গনাদের শোষণ, নির্যাতন, বঞ্চনার বীভৎস ও অমানবিক জীবনচিত্র ফুটে ওঠেছে। আর 'বায়ান্ন বাজার তিপ্পান্ন গলি' উপন্যাসের রচয়িতা রফিকুল ইসলাম রফিক।
4850. প্রচুর + য = প্রাচুর্য- কোন প্রত্যয়?
কৃৎ প্রত্যয়
তদ্ধিত প্রত্যয়
বাংলা কৃৎ প্রত্যয়
সংস্কৃত কৃৎ প্রত্যয়
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: শব্দের সঙ্গে (শেষে) যেসব প্রত্যয় যোগে নতুন শব্দ গঠিত হয়, তাদের তদ্ধিত প্রত্যয় বলে। বাংলা ভাষায় তদ্ধিত প্রত্যয় তিন প্রকার। যথা: ১. বাংলা তদ্ধিত প্রত্যয় ২. বিদেশি তদ্ধিত প্রত্যয় ও ৩. তৎসম বা সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। প্রচুর + য = প্রাচুর্য; 'য' প্রত্যয় যোগে গঠিত সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। এরূপ আরও কয়েকটি প্রত্যয়সাধিত শব্দ: মধুর + য = মাধুর্য, চতুর + য = চাতুর্য, কবি + য = কাব্য, সভা + য = সভ্য,
তরুণ + য = তারুণ্য।
4851. রবীন্দ্রনাথ ঠাকুরের 'নষ্টনীড়' গল্পের একটি বিখ্যাত চরিত্র-
বিনোদিনী
হৈমন্তী
আশালতা
ঘচারুলতা
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: 'নষ্টনীড়' (১৯০১) ছোটগল্পের উল্লেখযোগ্য তিনটি চরিত্র চারুলতা, অমল ও ভূপতি। 'হৈমন্তী' গল্পের উল্লেখযোগ্য চরিত্র- হৈমন্তী, গৌরীশংকর, অপু, বনমালী। বিনোদিনী ও আশালতা 'চোখের বালি' উপন্যাসের চরিত্র।
4852. ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলে-
রেফ
হসন্ত
কার
ফলা
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: ব্যঞ্জনধ্বনির লিখিত প্রতীক বা চিহ্নকে বলে ব্যঞ্জনবর্ণ। ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে ফলা। ব্যঞ্জনবর্ণের ফলা চিহ্ন সাতটি। যথা: ১. য-ফলা (1) খ্যাতি ২. ব-ফলা (৫)-পক্ক ৩. ম-ফলা (ন)- পদ্ম ৪. র-ফলা (এ) প্রমাণ ৫. ন-ফলা (,) যত্ন ৬. ণ-ফলা (ণ)- পূর্বাহ্ণ ৭. ল-ফলা ()-অম্ল। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। স্বরবর্ণের কার চিহ্ন দশটি। যথা: ১. আ-কার (1) ২.ই- কার (1) ৩. ঈ-কার (ী) ৪. উ-কার () ৫. উ-কার () ৬. ঋ-কার () ৭. এ-কার (১) ৮. ঐ-কার (১) ৯. ও-কার (াে) ১০. ঔ-কার (ৗে)।
4853. কোন বানানটি শুদ্ধ?
মনোকষ্ট
মনঃকষ্ট
মণকষ্ট
মনকষ্ট
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: শুদ্ধ বানান মনঃকষ্ট। মনঃকষ্ট সংস্কৃত শব্দ, বিশেষ্য পদ; যার অর্থ মনের দুঃখ, মনোবেদনা। মনঃকষ্ট বিসর্গ সন্ধিজাত শব্দ; যার সন্ধিবিচ্ছেদ- মনঃ + কষ্ট।
4854. 'বাবা ছেলের দীর্ঘায়ু কামনা করলেন'- এই পরোক্ষ উক্তির প্রত্যক্ষরূপ হবে:
বাবা ছেলেকে বললেন, বাবা তুমি দীর্ঘজীবী হও
বাবা ছেলেকে বললেন যে, তোমার দীর্ঘায়ু হোক
বাবা ছেলেকে বললেন, 'তুমি দীর্ঘজীবী হও'
বাবা ছেলেকে বললেন যে, আমি তোমার দীর্ঘায়ু কামনা করি
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: কোনো কথকের বাক্ কর্মের নামই উক্তি। উক্তি দুই প্রকার। যথা: প্রত্যক্ষ উক্তি ও পরোক্ষ উক্তি। প্রত্যক্ষ উক্তিতে উক্তিটি প্রার্থনাসূচক বাক্যে থাকলে পরোক্ষ উক্তিতে ক্রিয়াপদটি উক্তির অর্থ অনুযায়ী 'প্রার্থনা করল', 'কামনা করল' প্রভৃতি হয়। যেমন প্রত্যক্ষ উক্তি বাবা ছেলেকে বললেন, 'তুমি দীর্ঘজীবী হও।' পরোক্ষ উক্তি- বাবা ছেলের দীর্ঘায়ু কামনা করলেন। প্রত্যক্ষ উক্তি- সফিক বলল, 'সৃষ্টিকর্তা তোমাকে দীর্ঘজীবী করুক।' পরোক্ষ উক্তি সফিক
সৃষ্টিকর্তার কাছে তার দীর্ঘজীবন প্রার্থনা করল।
4855. 'আগুন' এর সমার্থক শব্দ কোনটি?
অনল
ভাতি
অংশু
জ্যোতি
4856. নিচের কোন অক্ষরগুলো পুনর্বিন্যাস করে একটি অর্থবোধক শব্দ তৈরি করা যায়?
রা ত্র হো অ
র বা ধী প নি
দ্র তা রি দা
সা ব ব অ ধ্যা
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: অর্থবোধক শব্দ হলো অহোরাত্র, যার অর্থ দিবারাত বা সর্বদা।
4857. 'পরানের গহীন ভিতর' কাব্যের কবি কে?
অসীম সাহা
অরুণ বসু
আবু জাফর ওবায়দুল্লাহ
সৈয়দ শামসুল হক
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: সব্যসাচী সাহিত্যিক সৈয়দ শামসুল হক। 'পরানের গহীন ভিতর' (১৯৮০) তার আঞ্চলিক ভাষায় লিখিত কাব্যগ্রন্থ। 'একদা এক রাজ্যে' (১৯৬১), 'বিরতিহীন উৎসব' (১৯৬৯), 'আমি জন্মগ্রহণ করিনি' (১৯৯০), 'নাভিমূলে ভষ্মাধার', 'অপর পুরুষ' (১৯৭৮), ধ্বংসস্তূপে কবি ও নগর (২০০৯) তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ।
4858. বাংলা সাহিত্যে 'কালকূট' নামে পরিচিত কোন লেখক?
সমরেশ মজুমদার
শওকত ওসমান
সমরেশ বসু
আলাউদ্দিন আল আজাদ
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: সমরেশ বসুর ছদ্মনাম 'কালকূট' ও 'ভ্রমর'। শওকত ওসমানের প্রকৃত নাম শেখ আজিজুর রহমান। সমরেশ মজুমদার বিখ্যাত ভারতীয় বাঙালি ঔপন্যাসিক। তার কোনো ছদ্মনাম নেই। আর আলাউদ্দিন আল আজাদ বাংলাদেশের খ্যাতিমান ঔপন্যাসিক, নাট্যকার, কবি ও প্রাবন্ধিক। 'নরকে লাল গোলাপ', 'ফেরারী ডায়েরী' ' তেইশ নম্বর তৈলচিত্র' তার বিখ্যাত রচনা।
4859. ইংরেজি ভাষায় জীবনানন্দ দাশের ওপর গ্রন্থ লিখেছেন কে?
ডব্লিউ বি ইয়েটস
ক্লিনটন বি সিলি
অরুন্ধতী রায়
অমিতাভ ঘোষ
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: ক্লিনটন বি. সিলি (জন্ম: ২১ জুন ১৯৪১) আমেরিকান একাডেমিক অনুবাদক এবং বাংলা ভাষা ও সাহিত্যের একজন পণ্ডিত। তিনি জীবনানন্দ দাশের জীবন ও কর্ম নিয়ে ১৯৭৬ সালে থিসিস শেষ করেন। শিরোনাম ছিল 'ডো ইন ইন হিট' এবং জীবনানন্দ দাশের জীবনী নিয়ে 'আ পোয়েট অ্যাপার্ট' (A Poet Apart) নামে ইংরেজিতে বই রচনা করেন। এছাড়াও তিনি মাইকেল মধুসূদন দত্ত, বুদ্ধদেব বসু, রামপ্রসাদ সেনের রচনার অনুবাদ করেছেন। ডব্লিউ বি ইয়েটস রবীন্দ্রনাথের স্ব-অনূদিত 'Song Offerings' গ্রন্থের ভূমিকা লিখেছিলেন।
4860. জেলে জীবনকেন্দ্রিক উপন্যাস কোনটি?
গঙ্গা
পুতুলনাচের ইতিকথা
হাঁসুলী বাঁকের উপকথা
গৃহদাহ
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: 'গঙ্গা' (১৯৫৭) সমরেশ বসু রচিত জাল-জল ও জেলে জীবনের গৃহস্থালি বিষয়ক উপন্যাস। লেখকের ভাষায়- 'মৎসজীবীদের মাছধরার একটি বিশেষ মরশুমী যাওয়া-আসাকে কেন্দ্র করেই গোটা কাহিনি গড়ে উঠেছে।' অন্যদিকে 'পুতুলনাচের ইতিকথা' মানিক বন্দ্যোপাধ্যায় রচিত জটিল সামাজিক সম্পর্কের কাহিনি, 'হাঁসুলী বাঁকের উপকথা' তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত গ্রামীণ জীবন ও জমিদারি ব্যবস্থার বাস্তবতা এবং 'গৃহদাহ' শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ত্রিভুজ প্রেমের কাহিনি নির্ভর সামাজিক দ্বন্দ্বমূলক উপন্যাস।