Bangla MCQ
4961. 'Eradication' শব্দের সঠিক অর্থ কোনটি?
নির্ভুল
জায়গাবহুল
সরস
উচ্ছেদ
4962. Dilly dally এর অর্থ কী?
ছলনা করা
তাড়াহুড়া করা
অযথা দেরি করা
তোষামোদ করা
4963. 'Constipation' শব্দের বাংলা অর্থ-
সংবিধান
নির্বাচনী এলাকা
রুক্ষ
কোষ্ঠকাঠিন্য
4964. Horizonal' এর পারিভাষিক শব্দ কোনটি?
দিগন্ত
অনুভূমিক
প্রান্তিক
4965. 'Edition' শব্দের অর্থ-
সংস্করণ
সম্পাদক
সম্পাদকীয়
অনুসন্ধান
4966. Executive' এর পরিভাষা-
মনযোগী
নির্বাহী
উর্ধ্বতন কর্মকর্তা
ব্যবস্থাপক
4967. Curtail' শব্দের সঠিক অর্থ কোনটি?
সংক্ষিপ্ত করা
শুরু
চোখ বুলানো
প্রচুর
4968. Divulge-
ইঙ্গিত দেওয়া
ছাড়াইয়া দেওয়া
অল্প পরিমাণ
প্রকাশ করা
4969. Blue Print এর পারিভাষিক শব্দ কোনটি?
চলচ্চিত্র
জীবনবৃত্তান্ত
প্রতিচিত্র
পটভূমি
4970. 'Barren' শব্দের অর্থ- (
ঊষর
উর্বর
দেয়াল
লাজুক
4971. 'Filing' শব্দের বাংলা পরিভাষা-
নথি রক্ষা
নথি খাতা
নথিভুক্তি
নথি দাখিল
4972. Cease fire' পরিভাষাটির বাংলা প্রতিশব্দ কোনটি?
আগুন নেভানো
অগ্নিনির্বাপণ
অস্ত্র সংবরণ
অস্ত্র বাজেয়াপ্তকরণ
4973. Co-opted' পরিভাষা-
সংযুক্ত
যোজিত
সহযোজিত
সংযোজিত
4974. 'Consumer goods' এর উপযুক্ত বাংলা পরিভাষা কী?
ভোক্তার কল্যাণ
ভোগ্যপণ্য
ক্রয়কৃত পণ্য
ক্রেতার গুণাগুণ
4975. 'Current Account' এর বাংলা পরিভাষা-
চলতি আমানত
চলিষ্ণু বিনিয়োগ
চলতি হিসাব
মেয়াদি হুন্ডি
4976. 'For Good' এর সঠিক অর্থ কোনটি?
ভালো হওয়া
গড়িমসি
ক্ষণতরে
চিরতরে
4977. Civil Society শব্দের পরিভাষা নিচের কোনটি?
সভ্য সমাজ
সুশীল সমাজ
বেসামরিক সমাজ
4978. 'Hybrid' এর পারিভাষিক শব্দ-
উচ্চফলনশীল
উচ্চ ক্ষমতাসম্পন্ন
যৌগিক
সংকর
4979. 'Chancellor' এর পরিভাষা কোনটি?
আচার্য
উপাচার্য
অধ্যক্ষ
প্রাধ্যক্ষ
4980. 'Excise duty' এর পরিভাষা-
অতিরিক্ত কর
আবগারী শুল্ক
অতিরিক্ত কর্তব্য
অর্পিত দায়িত্ব