EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

Bangla MCQ
5441. ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? [প্রাণিসম্পদ অধিদপ্তরের কম্পিউটার মুদ্রাক্ষরিক: ২৩/ বাংলাদেশ ব্যাংকের অফিসার: ২২।
বর্ণ
অক্ষর
শব্দ
ধ্বনি
5442. ভাষার মূল উপাদান কী? (জাতীয় সংসদ সচিবালয়ের ব্যক্তিগত কর্মকর্তা: ২৩/ টিটিসি'র ইন্সট্রাক্টর: ২২/ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার: ২০)
শব্দ
অক্ষর
পদ
ধ্বনি
5443. 'শবপোড়া' শব্দটির কী দোষ দেখা যায়? বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এর সহকারী পরিচালক: ২০১
গুরুচণ্ডালী
আকাঙ্ক্ষার প্রয়োগে ভুল
উপমার প্রয়োগে ভুল
দুর্বোধ্যতা
5444. . ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি? পল্লী উন্নয়ন একাডেমির সহকারী পরিচালক: ২১/ আইইআর (ঢাবি) এর উপজেলা প্রোগ্রাম কোঅর্ডিনেটর: ২০।
ধ্বনি
বাক্য
বর্ণ
শব্দ
5445. ঘোটকের গাড়ি' এটি কোন দোষে দুষ্ট? (বাংলাদেশ ডাক বিভাগের মেইল অপারেটর: ১৯।
গুরুচন্ডালী
দুর্বোধ্যতা
বাহুল্য
কোনটিই নয়
5446. 'সে কি যাবে?'- এটি কোন ধরনের বাক্য? (পেট্রোবাংলার হিসাব সহকারী: ১৯)
আদেশমূলক
বিস্ময়সূচক
বিবৃতিমূলক
প্রশ্নসূচক
5447. কোনটি মৌলিক শব্দ? যুব উন্নয়ন অধিদপ্তরের ক্যাশিয়ার। ২২
চাঁদ
প্রশাসন
বন্ধুত্ব
দায়িত্ব
5448. 'রক্ষকই ভক্ষক' বাক্যটি কোন জাতীয় বাক্য? সমন্বিত পাঁচ ব্যাংকের অফিসার (ক্যাশ): ২২/ খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী: ২১)
সরল বাক্য
মিশ্র বাক্য
জটিল বাক্য
যৌগিক বাক্য
5449. কোনটি যৌগিক বাক্য? প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯)
তুমি আমার বাড়িতে এস, আমি খুশি হব
তুমি যদি আমার বাড়িতে আস আমি খুশি হব
তুমি আমার বাড়িতে না আসলে আমি অখুশি হব।
তুমি আমার বাড়িতে আসলে আমি খুশি হব
5450. 'তাতে সমাজজীবন চলে না।' এ বাক্যটির অস্তিবাচক রূপ কোনটি? (৪৩তম বিসিএস)
তাতে সমাজজীবন অচল হয়ে পড়ে।
তাতে সমাজজীবন সচল হয়ে পড়ে।
তাতে না সমাজজীবন চলে।
তাতে সমাজজীবন চলে।
5451. নিচের কোনটি যৌগিক শব্দ? ৪৫তম বিসিএস!
প্রবীণ
সরোজ
জেঠামি
মিতালি
5452. কোনটি যোগরূঢ় শব্দ নয়? (প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক: ২৩/
মহাযাত্রা
রাজপুত
পঙ্কজ
ধানক্ষেত
5453. 'এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো'. কোন ধরনের? ৪১তম বিসিএস)
অনুজ্ঞাবাচক
প্রশ্নবোধক
নির্দেশাত্মক
বিস্ময়বোধক
5454. 'ধ্বনি দিয়ে আঁট বাধা শব্দই ভাষার ইট।'- এ 'ইট'কে বাংলা ভাষায় কী বলে? ।বেসামরিক বিমান চলাচলের ইন্সপেক্টর। ২১।
কথা
বাক্য
ব্যাকরণ
বর্ণ
5455. ভাষার মৌলিক অংশ- বেসামরিক বিমান চলাচলের ইন্সপেক্টর। ২১।
ধ্বনি, শব্দ, বাক্য
ধ্বনি, বর্ণ, শব্দ
শব্দ, সন্ধি, বর্ণ
উপসর্গ, অনুসর্গ, ধ্বনি
5456. 'তিনি ধনী কিন্তু কৃপণ'- কোন জাতীয় বাক্যের উদাহরণ? বিন অধিদপ্তরের বন প্রহরী: ২৩/ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক: ১৯।
জঠিল
মিশ্র
যৌগিক
সরল
5457. বাক্যের দুটি অংশ থাকে- [৪২তম বিসিএস)
প্রসাদগুণ, মাধুর্যগুণ
উদ্দেশ্য, বিধেয়
উপমা, অলংকার
সাধু, চলিত
5458. 'যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়।' এটি কোন ধরনের বাক্য? [৪৩তম বিসিএস)
সরল বাক্য
জটিল বাক্য
যৌগিক বাক্য
খণ্ড বাক্য
5459. মৌলিক শব্দ কোনটি? বিআরডিবি'র সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা: ২৩/
দেশান্তর
নাক
গায়ে হলুদ
অগ্নিবীণা
5460. 'বুড়িকে পকেট থেকে কিছু পয়সা বার করে দিলাম।'- গঠন অনুসারে বাক্যটি যে ধরনের- বাংলাদেশ ব্যাংকের অফিসার: ১৯।
সরল
মিশ্র
জটিল
যৌগিক