জাতিসংঘ MCQ
21. আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশদের পক্ষে স্বাক্ষর করেন কে কে?
জর্জ ডব্লিউ বুশ ও টনি ব্লেয়ার
জিমি কার্টার ও রানি দ্বিতীয় এলিজাবেথ
রোনাল্ড রিগ্যান ও মার্গারেট থ্যাচার
ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও উইনস্টোন চার্চিল
22. Permanent Court of International Justice কোন সংস্থার অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল?
লীগ অব নেশনস
ইউরোপীয় ইউনিয়ন
বিশ্বব্যাংক
কোনোটিই নয়
23. কোন দেশটি লীগ অব নেশনস'র স্থায়ী সদস্য ছিল না?
ইতালি, জাপান
যুক্তরাজ্য, ইতালি
ফ্রান্স, জাপান
চীন, যুক্তরাষ্ট্র
24. UNO বলতে কী বোঝায়?
University of New Orleans.
Union of New Organisation.
United Nations Organisation.
Universal Network Organisation.
25. স্থায়ী আন্তর্জাতিক বিচারালয় কোন সংস্থার অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল?
লীগ অব নেশনস
ইউরোপীয় ইউনিয়ন
বিশ্বব্যাংক
কোনোটিই নয়
26. আন্তর্জাতিক ডাক সংস্থার সংক্ষিপ্ত রূপ—
WPU
IPO
UPU
ILO
27. কত সালে 'জাতিপুঞ্জ'র জন্ম হয়?
১৯২০ সালে
১৯২৪ সালে
১৯২১ সালে
১৯২২ সালে
28. জাতিপুঞ্জ গঠনের সময় সদস্য দেশের সংখ্যা ছিল? / 'জাতিপুঞ্জ'র প্রতিষ্ঠাতা সদস্য দেশ কতটি?
৩৮
৪০
৪২ (মোট সদস্য ছিল ৫৮টি)
৪৪
29. কোন সালে 'লীগ অব নেশনস' বিলুপ্ত হয়?
২০ এপ্রিল, ১৯৩৯
২০ এপ্রিল, ১৯৪১
২০ এপ্রিল, ১৯৪৫
২০ এপ্রিল, ১৯৪৬
30. 'লীগ অব নেশনস' স্থাপনে কে অগ্রণী ভূমিকা পালন করেন?
প্রেসিডেন্ট উইলসন
প্রেসিডেন্ট রুজভেল্ট
জেনারেল স্মাটস
উইন্সটন চার্চিল
31. Universal Postal Union (UPU) এর সদর দপ্তর কোথায়?/ বিশ্ব ডাক ইউনিয়নের সদর দপ্তর কোথায়?
রোম, ইতালি
বার্ন, সুইজারল্যান্ড
জেনেভা, সুইজারল্যান্ড
ভিয়েনা, অস্ট্রিয়া
32. আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?
লন্ডন, যুক্তরাজ্য
ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র
জেনেভা, সুইজারল্যান্ড
প্যারিস, ফ্রান্স
33. জাতিসংঘের পূর্বসূরি আন্তর্জাতিক প্রতিষ্ঠান কোনটি?
ইউনাইটেড নেশনস
লীগ অব নেশনস
কম্যুনিটি অব নেশনস
এসোসিয়েশনস অব নেশনস
34. কত সালে 'লীগ অব নেশনস'র জন্ম হয়?
১৯২০ সালে
১৯২৪ সালে
১৯২১ সালে
১৯২২ সালে
35. আন্তর্জাতিক শ্রম সংস্থার ১০৮তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
সুইজারল্যান্ড
পোল্যান্ড
জার্মানি
অস্ট্রিয়া
36. কোন সালে প্রাথমিক স্বাস্থ্য পরিচযা বিষয়ক আলমাআতা ঘোষণা গৃহীত হয়?
১৯৭৪
১৯৭৫
১৯৭৮
১৯৭৯
37. কত সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা গঠিত হয়? / International Labour Organization (ILO) গঠিত হয়---
১৯১৫ সালে
১৯১৯ সালে
১৯২৫ সালে
১৯২৯ সালে
38. জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ কী?
লন্ডন ঘোষণা
মস্কো সম্মেলন
আটলান্টিক সনদ
তেহরান সম্মেলন
39. আন্তর্জাতিক শ্রম সংস্থার সংক্ষিপ্ত রূপ কোনটি?
ILO
IDA
IFC
IMF
40. জাতিসংঘের কোন বিশেষায়িত সংস্থা সামাজিক ন্যায়বিচার এবং আন্তর্জানিকভাবে স্বীকৃক্ত মানবাধিকার এবং শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে কাজ করে?
OPEC
ILO
FAO
WHO