জাতিসংঘ MCQ
121. জাতিসংঘ সনদে মোট কতটি দেশ স্বাক্ষর করেছিল? / জাতিসংঘ সনদের মূল স্বাক্ষরকারী দেশ কতটি?
৫০টি
৫১টি
৫২টি
১০০০টি
122. কতটি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করেছিল?
৫০টি
৪৮টি
৫১টি
৬০টি
123. কবে জাতিসংঘ সনদ কার্যকরী হয়?
২০ অক্টোবর, ১৯২০
২০ অক্টোবর, ১৯৪০
২৪ অক্টোবর, ১৯৪৫
২৪ অক্টোবর, ১৯৫০
124. জাতিসংঘের পতাকায় কোন দুইটি রং আছে?
নীল ও লাল
নীল ও সাদা
লাল ও সাদা
সবুজ ও সাদা
125. জলপাই গাছ কিসের প্রতীক?
শান্তির প্রতীক
দুঃস্বপ্নের প্রতীক
আনন্দের প্রতীক
বেদনার প্রতীক
126. ১৯৪৫ সালের ২৬ জুন সানফ্রান্সিসকো সম্মেলনের দিন জাতিসংঘ সনদে কতটি দেশ স্বাক্ষর করেছিল?
২৫
৫০
৬০
৭৫
127. জাতিসংঘ সনদে স্বাক্ষরকারী দেশ কতটি?
৫০টি
৫১টি
৫২টি
১০০০টি
128. কবে জাতিসংঘ আত্মপ্রকাশ করে?/ কত সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়?
২০ অক্টোবর, ১৯৪৫
২৪ অক্টোবর, ১৯৪৫
২৬ অক্টোবর, ১৯৪৫
৩০ অক্টোবর, ১৯৪৫
129. কোন আন্তর্জাতিক সংস্থার পতাকায় জলপাই গাছ দেখা যায়?
রেডক্রস
জাতিসংঘ
বয়েজ স্কাউট
ন্যাটো
130. জাতিসংঘ সনদ স্বাক্ষর সম্মেলনে উপস্থিত না থেকেও কোন রাষ্ট্র প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে পরিগণিত হয়?
জার্মানি
হাঙ্গেরি
পোল্যান্ড
ব্রিটেন
131. জাতিসংঘ কোন প্রধান উদ্দেশ্যে স্থাপিত হয়?
বিশ্ব খেলাধুলার ব্যবস্থা উন্নত করার জন্য
বিশ্বব্যাপী সরকার গঠনের জন্য
আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য করার জন্য
যুদ্ধের অভিশাপ থেকে বিশ্বকে রক্ষা করার জন্য
132. জাতিসংঘের পতাকায় কোন গাছের প্রতীক দেখা যায়?
ম্যাপল
তাল
জলপাই
দেবদারু
133. জাতিসংঘের উদ্দেশ্য কী?
যুদ্ধ বন্ধ করা
আন্তর্জাতিক অর্থনীতি জোরদার করা
আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা
সদস্য দেশসমূহের সমস্যার সমাধান করা
134. জাতিসংঘের মূলমন্ত্র হলো / জাতিসংঘের মোটো কী?
এ পৃথিবী আপনার
সকলের জন্যে জীবন
শাস্তি
সমান অধিকার
135. জাতিসংঘের পতাকার রং---
সাদা
হালকা বেগুনি
হালকা নীল
হালকা সবুজ
136. জাতিসংঘের বহুমুখী কারিগরি ও প্রাক-বিনিয়োগ সহযোগিতা বাস্তবায়নের সর্ববৃহৎ মাধ্যম কোনটি?
UNVA
DTCD
UNFPA
UNDP
137. কোন সংস্থাটি আন্তর্জাতিক বিরোধ সমাধানের চেষ্টা করে?
জাতিসংঘ
আইএমএফ
ইউনিসেফ
গ্রীন পিস
138. জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য কত ছিল?
৫০টি
৪৮টি
৫১টি
৬০টি
139. ১৯৪৫ সালে আতিসংঘ সনদ কোথায় স্বাক্ষরিত হয়?
সানফ্রান্সিসকো
নিউইয়র্ক
প্যারিস
জেনেভা
140. জাতিসংঘ দিবস পালিত হয়।
২৪ অক্টোবর
২৪ আগস্ট
২৪ ডিসেম্বর
২৪ নভেম্বর