MCQ
1. নিম্নের কোনটি আগ্নেয় শিলা?
মার্বেল
গ্রানাইট
কয়লা
নিস
ব্যাখ্যা: তথ্য: শিলা প্রধান তিন প্রকার। ১/ আগ্নেয় শিলা (সংস্কৃত অগ্নি থেকে উদ্ধৃত, যার অর্থ আগুন) ২/ পাললিক শিলা ৩/ রূপান্তরিত শিলা। ১/ ম্যাগমা বা লাভা শীতল হয়ে কঠিনে পরিণত হওয়ার মাধ্যমে আগ্নেয় শিলা গঠিত হয়। আগ্নেয় শিলার উদাহরণ গ্রানাইট ও ব্যাসল্ট দুটি প্রধান
আগ্নেয় শিলা।
২/ পাললিক শিলা: পলি সঞ্চিত হয়ে যে শিলা গঠিত হয়েছে তাকে পাললিক শিলা বলে। এ শিলায় পলি সাধারণত স্তরে স্তরে সঞ্চিত থাকে। যেমন: বেলেপাথর, শেল, চুনাপাথর, কাদাপাথর, কেওলিন, জিপসাম, ডলোমাইট পাললিক শিলার উদাহরণ।
৩/ রূপান্তরিত শিলা: আগ্নেয় ও পাললিক শিলা যখন প্রচন্ড চাপ, উত্তাপ ও রাসায়নিক ক্রিয়ার ফলে রূপ পরিবর্তন করে নতুন রূপ ধারন করে তখন তাকে রূপান্তরিত শিলা বলে। চুনাপাথর রূপান্তরিত হয়ে মার্বেল, বেলেপাথর রূপান্তরিত হয়ে কোয়ার্টজাইট, কাদা ও শেল রূপান্তরিত হয়ে শ্লেট, এবং কয়লা রূপান্তরিত হয়ে গ্রাফাইট পরিণত হয়।
2. I count –your help.
for
on
in
with
3. কোন নিষ্ক্রিয় গ্যাসের পারমাণবিক ভর সবচেয়ে কম --
হিলিয়াম
আর্গন
নিয়ন
জেনন
ব্যাখ্যা: তথ্য: He, Ne, Ar, Kr, Rn কোন রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয় না বলে নিষ্ক্রিয় গ্যাস। এরা অন্য মৌলের সাথে বিক্রিয়া করে না বলে এদেরকে অভিজাত বা মহান বা নোবেল গ্যাস ও বলে।
4. কাসেম সোলাইমানি কে?
কুর্দি বিদ্রোহী নেতা
সিরিয়ার বিদ্রোহী নেতা
ইরানি সামরিক কর্মকর্তা
ইরানি ধর্মীয় নেতা
ব্যাখ্যা: তথ্য: কাসেম সোলেমানি (১১ মার্চ ১৯৫৭-৩ জানুয়ারি ২০২০) ছিলেন একজন ইরানি সমরনায়ক, ইসলামিক বিপ্লবী রক্ষীবাহিনীর মেজর জেনারেল এবং ১৯৯৮ সাল থেকে ২০২০ সালে তাঁর মৃত্যুর পূর্বাবধি কুদস বাহিনী নামক বহির্দেশীয় সাময়িক ও চোরাগোপ্তা কর্মকান্ডে নিয়োজিত বিভাগের কমান্ডার।
5. করোনাভাইরাস এর ব্যাপক সংক্রমণ আরম্ভ হয় কোথায়?
উহান
হংকং
সাংহাই
গুয়াংঝু
ব্যাখ্যা: তথ্য: মধ্য চীনের উহান শহর থেকে এই রোগের সূচনা। ৩১ শে ডিসেম্বর এই শহরে নিউমোনিয়ার মতো একটি রোগ ছড়াতে দেখে প্রথম চীনের কর্তৃপক্ষ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সতর্ক করে। এরপর ১১ই জানুয়ারি প্রথম একজনের মৃত্যু হয়।
6. হাফতার কি?
লিবিয়ার বিদ্রোহী বাহিনী
কুয়েতভিত্তিক আন্তর্জাতিক সাহায্য সংস্থা
ইরানি ক্ষেপণাস্ত্র
কান উৎসবে চলচ্চিত্র পুরষ্কার প্রাপ্ত ছবি
ব্যাখ্যা: তথ্য: খলিফা হাফতার গত চার দশক ধরেই লিবিয়ার রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ চরিত্র।
7. প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয়, কারণ---
রান্নার জন্য শুধু তাপ নয় চাপও কাজে লাগে
বন্ধ পাত্রে তাপ সংরক্ষিত হয়
উচ্চ চাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়
সঞ্চিত বাষ্পের তাপ রান্নার সহায়ক
ব্যাখ্যা: তথ্য: বায়ুর চাপ যতো বৃদ্ধি পায় পানি বা তরলের স্ফুটনাঙ্ক তত বৃদ্ধি পায়। প্রেসার কুকারে বাষ্পের বহির্গমন নিয়ন্ত্রণ করার মাধ্যমে অভ্যন্তরীণ চাপ বৃদ্ধির ফলে পানি ১২০০ সে. বা আরো বেশি উষ্ণতায় ফুটানো যায়।
8. popular is a /an---
adjective
adverb
noun
verb
9. বেক্সিট বলতে কি বোঝায়?
ব্রিটেনের ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগ
ব্রিটেনের সাথে ইতালির নতুন জোট গঠন
ব্রিটেনের ইউরোপিয়ান ইউনিয়ন যোগদান
ব্রিটেনের ন্যাটো জোট ত্যাগ
ব্যাখ্যা: তথ্য: 'ত্রিটিশ এক্সিট' নামটিকে সংক্ষেপে ডাকা হচ্ছে ব্রেক্সিট নামে। এটি হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাবার প্রক্রিয়া। ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) হচ্ছে ২৮ টি দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক জোট। এই জোটের সদস্য দেশগুলো নিজেদের মধ্যে ব্যবসা-বাণিজ্য করে থাকে, এসব দেশের নাগরিকরা জোটভুক্ত যেকোনো দেশে গিয়ে থাকতে ও কাজ করতে পারেন।
10. গ্রেটা থুনবার্গ কে?
অভিনেত্রী
টেনিস খেলোয়ার
জলবায়ু আন্দোলন কর্মী
লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী
ব্যাখ্যা: তথ্য: গ্রেটা থুনবার্গ হলেন সুইডেনের একজন স্কুল শিক্ষার্থীর যিনি ১৫ বছর বয়সে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য সুইডেন সংসদের বাইরে প্রতিবাদ শুরু করেছেন।
11. Choose the correct sentence--
he had been hunged for murder.
he was hunged for murder.
she was hanged of Murder.
he has been hung for Murder.
12. ডোনাল্ড ট্রাম্প আমেরিকার কত তম প্রেসিডেন্ট ?
৪৫
৪৬
৪৪
৪৩
ব্যাখ্যা: তথ্য: রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ৪৫ তম মার্কিন রাষ্ট্রপতি।
13. কোন মাধ্যমের তাপমাত্রা বাড়ালে ঐ মাধ্যমে শব্দের গতি--
কমে
অপরিবর্তিত থাকে
বাড়ে
অনিয়মিত হয়
ব্যাখ্যা: তথ্য: ১/ কোন মাধ্যমের তাপমাত্রা বাড়লে ঐ মাধ্যমে শব্দের গতি বাড়ে ২/ আল্ট্রাসোনিফ তরল শ্রাব্য শব্দের কম্পাঙ্ক থেকে বেশি কম্পাঙ্কের তরঙ্গ। ৩/ শব্দের তীক্ষতা মাপা হয় ডেসিবল এককে
14. ভারতের বর্তমান রাষ্ট্রপতি কে?
নরেন্দ্র মোদি
প্রণব মুখার্জি
শ্রী রামনাথ কোবিন্দ
প্রতিভা পাতিল
ব্যাখ্যা: তথ্য: ২০২১ সালে ভারতের বর্তমান রাষ্ট্রপতি হলেন "শ্রী রামনাথ কোবিন্দ" রামনাথ কোবিন্দ হলেন ভারতের ১৪ তম রাষ্ট্রপতি। তিনি ২০ জানুয়ারি ২০১৭ সালে ভারতের রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছিলেন। তার পর থেকে এখন অবধি তিনি ভারতের রাষ্ট্রপতি।
15. What does --global warming have overpopulation.
to do
to do with
made
made up
16. অলিম্পিক ২০২০ কোথায় অনুষ্ঠিত হয়েছে?
রোম
টোকিও
স্টকহোম
বার্সোলোনা
ব্যাখ্যা: তথ্য: ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিক (জাপানি ২০২০) " টোকিও ২০২০" নামেই অনুষ্ঠিত হয়েছে।
17. ন্যাটো জোটের সদর দপ্তর কোথায়?
রোমে
ব্রাসেলস
প্যারিস
বার্লিন
ব্যাখ্যা: তথ্য: উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটো (ইংরেজি: North Atlantic Treatz Organisation বা ন্যাটো) ১৯৪৯ সালের ৪ এপ্রিল প্রতিষ্ঠিত একটি সামরিক সহযোগিতার জোট। ন্যাটো একটি সম্মিলিত প্রতিরক্ষা গোষ্ঠী। এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলস অবস্থিত।
18. সাধারণ ড্রাইসেল ব্যাটারিতে ইলেকট্রোড হিসাবে থাকে-
তামার দন্ড ও দস্তার দন্ড
তামার পাত ও দস্তার পাত
কার্বন দন্ড ও দস্তার কৌটা
তামার দন্ড ও দস্তার কৌটা
ব্যাখ্যা: তথ্য: সাধারণ ড্রাইসেলে কার্বন দন্ড ধনাত্বক পাত এবং দস্তার ক্যেটা ঋনাত্বক পাত হিসাবে ব্যবহৃত হয়। কার্বন দন্ডের চারপাশে থাকে কার্বন গুড়ো এবং ম্যাঙ্গানিজ অক্সাইড ছদন নিবারক হিসাবে কাজ করে। ড্রাই সেল শুল্ক কোষ নামে ও পরিচিত।
19. আন্তর্জাতিক আদালত (International Court of Justice) সদর দপ্তর কোথায় অবস্থিত?
জেনেভা
শিকাগো
হেগ
ব্রাসেলস
ব্যাখ্যা: তথ্য: আন্তর্জাতিক আদালত ২৪ অক্টোবর ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয় এবং কার্যক্রম শুরু হয় ১৮ এপ্রিল ১৯৪৬ সালে। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর অবস্থিত নেদারল্যান্ডের দি হেগে।
20. out and out means--
not at all
Thoroughly
to be Last
Man of outside