ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস MCQ
401. ভবন কাঠামোতে Concrete প্রধানত কী ধরনের চাপ বহন করে?[BPSC-22]
Compression
Tension
উভয় প্রকারের
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: ভবন কাঠামোতে Concrete প্রধানত চাপশক্তি বহন করে এবং ভবন ডিজাইনে কংক্রিটের টানশক্তি বিবেচনা করা হয় না।
402. The workability of concrete by slump test is expressed as-
minutes
mm²/h
mm/h
mm
403. If 30% excess water is added, the strength of concrete is reduced by-
30%
40%
50%
60%
404. নিচের কোনটি খনিজ পদার্থ? [BGFCL-21]
গ্রানাইট
কোয়ার্টাজ
ডায়ানাইট সবকয়টি
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: গ্রানাইট কোনো খনিজ পদার্থ নয়, কারণ এটিকে একটি নির্দিষ্ট রাসায়নিক সংকেতে প্রকাশ করা যায় না। এটি অনেকগুলো পদার্থের সমন্বয়ে গঠিত। ডায়ানাইটকে কোনো নির্দিষ্ট সংকেতে লেখা যায় না। এটির কোনো নির্দিষ্ট স্ফটিক কাঠামো নেই। কোয়াটার্জ হচ্ছে একটি প্রাকৃতিকভাবে সৃষ্ট অজৈব কঠিন পদার্থ। এর নির্দিষ্ট গঠন ও সংকেত আছে এবং নির্দিষ্ট পারমাণবিক সংখ্যা আছে। সুতরাং, এটি একটি খনিজ পদার্থ।
405. The workability of concrete can be improved by adding-
hydraulic line
calcium chloride
flyash
all of these
406. বিল্ডিং স্টোন-এর সর্বোচ্চ পানি শোষণ মাত্রা............ [BGFCL-21]
৫%
১০%
১৫%
২০%
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: বিল্ডিং স্টোন ৫% এর অধিক পানি শোষণ ক্ষমতা থাকা উচিত নয়। যদি কোনো ক্ষেত্রে কোনো স্টোনের পানি শোষণ ক্ষমতা ১০% হয়, তবে তা গ্রহণযোগ্য নয়। ক্ষেত্রবিশেষ পানি শোষণ ক্ষমতা ৩% এর অধিক গ্রহণযোগ্য নয়।
407. With the moisture content of 5 to 10% by weight, the bulking of sand is increased by-
20%
30%
40%
50%
408. If the slump of concrete mix is 70mm, its workability is considered to be-
very low
low
medium
high
409. The rule of water cement ratio was established by-
Duff Abram
W. Simms
Plowman
Dr. Karl Terzaghi
410. The concrete mix is said to be in workability if it has-
compatibility
movability
stability
all of these
411. ২৩। সিমেন্ট মশলায় ইট ব্যবহারের পূর্বে ইটকে পরিষ্কার পানিতে কত ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। [BGFCL-21]
২ ঘণ্টা
১২ ঘণ্টা
৪ ঘণ্টা
৮.ঘণ্টা
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: গাঁথুনির কাজ শুরু করার পূর্বে ইটগুলোকে অন্তত ৬ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে এবং ভালোভাবে পরিষ্কার করা উচিত। ভেজা ইটে গাঁথুনি ভালো হয়। ফাটল ধরার সম্ভাবনা কম থাকে। এ ছাড়া ভালোভাবে না ভিজলে প্লাস্টার ভালোভাবে করা যায় না।
412. এক ঘনমিটার কত ঘনফুটের সমান?[BPSC-22]
৩৬.৩১৫ ঘনফুট
৩৭.৫০৫ ঘনফুট
৩৫.০২০ ঘনফুট
৩৫.৩১৫ ঘনফুট
ব্যাখ্যা: ব্যাখ্যা: ১ ঘনমিটার = ১ × (৩.২৮১)^ ৩ = ৩৫.৩১৫ ঘনফুট।
413. The ordinary concrete is not used for------ grade of concrete mix.
M 10
M 20
M 25
M 40
414. The maximum quantity of aggregate per 50kg of cement should not exceed-
100kg
350kg
200kg
450kg
415. If the fineness modulus of sand is 3, then the sand is graded as-
very fine sand
medium sand
medium sand
coarse sand
416. The value of fineness modulus for fine sand may range between-
1.1 to 1.3
1.6 to 2.2
1.3 to 1.6
2.2 to 2.6
417. Masonry Construction-এর জন্য Standard Brick-এর মাপ কত? [BPSC-22]
10”x2 3/4” x41/2”
9 1/2”x2 3/4” x41/2”
8 1/2”x3 1/2” x4 1/2”
11"x 3"x 4 1/2"
ব্যাখ্যা: ব্যাখ্যা: মশলা ছাড়া ইটের আকার ৯১/২ × ২০/৪ ×8/2 এবং মশলাসহ ইটের আকার ১০"x৩"x ৫" (ইটের এই সাইজ PWD অনুমোদিত)
418. নিচের কোন বস্তুটির অগ্নি প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে বেশি? [BGFCL-21]
মার্বেল
লাইম স্টোন
কোনোটিই নয়
গ্রানাইট।
কম্প্যাক্ট স্যান্ড স্টোন
419. নিচের কোনটি ভালো ইটের বৈশিষ্ট্য?
ইট কিছুটা overburnt হলে
ইটের ওজন প্রতিটি ৬ পাউন্ড হলে
আকার, আকৃতি, রং এবং শক্তি সঠিক হলে
কোনোটিই নয়
420. The importance of batching is to obtain-
strength
workability
durability
all of these