ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস MCQ
441. ১ ব্যাগ সিমেন্টে কত গ্যালন পানি প্রয়োজন হয়?
প্রায় ৭ গ্যালন
প্রায় ৮ গ্যালন
প্রায় ৯ গ্যালন
প্রায় ১০ গ্যালন
442. নিচের কোন ক্ষেত্রে নিট সিমেন্ট ফিনিশিং করা হয় না ?
মেঝে
স্কান্টিং
ড্রেন
টয়লেট
443. যে Footing দুটি Column -কে Support করে তা-
Continuous Footing
Combied Footing
Strip Footing
Step Footing
444. নিচের কোনটি সিমেন্টের উপাদান নয়?
CaO
AlO3
SiO2
MgO
445. নিম্নলিখিত গুলোর মধ্যে কোনটি সবচেয়ে দুর্বল কংক্রিট?
১:২:৪
১:৪:৮
১:৩:৬
১: ৫: ১০
446. সবচেয়ে মোটা দানাদার বালি কোনটি-
FM: 1.7
FM: 2.7
FM: 2.5
FM: 2.6
447. ক্লোজার সাধারণত কত প্রকার হয়ে থাকে?
2
3
4
5
448. বাংলাদেশে প্রচলিত ইটের দৈর্ঘ্য সাধারণত হয়?
9"
9.5"
9.25"
10"
449. পোর্টল্যান্ড সিমেন্টের প্রাথমিক জমাটবদ্ধতার সময়... এর কম হওয়া উচিৎ না।
৩০ মি.
৪৫ মি.
৬০মি.
৯০ মি.
450. কং ক্রিটের সংকোচন শক্তি এবং প্রসারণ শক্তি- এর অনুপাত সাধারণত-
৫
১০
১/৫
১/১০
451. একটি ইটের গুণাগুন প্রভাবিত হয়-
ব্যবহৃত ক্রে এর উপর
পোড়ানোর উপর
শুকানোর উপর
সব গুলো
452. একটি ইটের গুণাগুণ প্রভাবিত হয়- [BREB-23]
ব্যবহৃত ক্লে-এর উপর
শুকানোর উপর
পোড়ানোর উপর
সব কয়টি
ব্যাখ্যা: ব্যাখ্যা: ইটের গুণাবলি নির্ভর করে ইটে ব্যবহৃত কাদার রাসায়নিক ধর্ম, কাদা প্রস্তুতকরণ, ইট শুকানো পদ্ধতি, পোড়ানোর তাপমাত্রা ও ইট পোড়ানোর সময় চুল্লিতে বায়ুপ্রবেশের পরিমাণের উপর।
453. সিমেন্টের প্রান্তিক সেটিং টাইম পরীক্ষায় ব্যবহৃত সুই-এর প্রস্থচ্ছেদী ক্ষেত্রফল হবে-
১ বর্গ, মি.মি.
৩ বর্গ, মি.মি.
২ বর্গ, মি.মি.
৪ বর্গ. মি.মি.
454. শুকনা বালির স্থিরতা কোণ কত?
২০°
৩০"
২৫°
৩৫°
455. ইটের স্থায়িত্বশীলতার মাত্রা বৃদ্ধিতে নিচের কোন উপাদান অপরিহার্য?
জৈব পদার্থ
লাইম
কোনোটিই নয়
ম্যাগনেশিয়াম
সিলিকা
ব্যাখ্যা: ব্যাখ্যা: ম্যাগনেশিয়াম ইটের স্থায়িত্বশীলতা বৃদ্ধি করে এবং পোড়ানোর সময় হলুদ বর্ণ দান করে।
456. সিমেন্টের গুণাগুণ নির্ণয়ে কয়টি পরীক্ষা করা হয়?
2
3
4
5
457. সাধারণত কয়টি ধাপে নিট সিমেন্ট ফিনিশিং কাজ সম্পন্ন করা হয়?
2
3
4
5
458. সিমেন্টের চূড়ান্ত জমাটবদ্ধতার সময় কত এর বেশি হওয়া উচিত নয়-
2 hours
4 hours
8 hours
10 hours
459. PWD-এর মতে হাতে তৈরি ইটের সাইজ কত? [R&H-01; R&H-06; RAJUK-17; DM-19, SGCL-23)
১০" × ৫" × ৩"
৯.৫" × ৪.৫" × ২.৭৫"
৯" × ৪" × ২.৫"
৯.৭৫"x৪.৭৫" × ২.৭৫"
ব্যাখ্যা: ব্যাখ্যা: PWD-এর মতানুসারে Standard ইটের সাইজ 9.5"×4.5"x
2.7" (মশলা ছাড়া) এবং 10"×5"×3" (মশলাসহ)
460. ইটের গাঁথুনী শেষ হবার কত দিন পরে প্লাস্টার করা উচিৎ?
২ দিন
৮ দিন
১৫ দিন
২৮ দিন