MCQ
121. একটি লেড অ্যাসিড ব্যাটারির স্পেসিফিক গ্র্যাভিটি এর এর পরিমাপ হিসেবে প্রায়ই ব্যবহৃত হয়।
ডিসচার্জের হার
চার্জের অবস্থা
অপারেটিং টেম্পারেচার
সম্ভাব্য আয়ুষ্কাল
122. একটি স্টোরেজ ব্যাটারির আয়ুষ্কাল পরিমাপ করা হয় সাধারণত এর সংখ্যার উপর নির্ভর করে।
Ah
সেল
প্লেট
সময়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিসি মেশিন MCQ
DC Machine mcq all
ব্যাখ্যা: একটি স্টোরেজ ব্যাটারির আয়ুকাল Amp-hour (Ah) এর সংখ্যার উপর ভিত্তি করে পরিমাপ করা হয়।
123. একটি লেড অ্যাসিড ব্যাটারির প্লেটগুলো শর্ট সার্কিটেড হওয়ার। অধিক সম্ভাবনা থাকে, যদি-
উচ্চমাত্রার চার্জিং ভোল্টেজ প্রয়োগ করা হয়
ব্যাটারির নিচে তলানি জমা হয়
ব্যাটারি ধীরগতিতে চার্জ করা হয়
অত্যধিক ডিস্টিল্ড ওয়াটার যোগ করা হয়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিসি মেশিন MCQ
DC Machine mcq all
ব্যাখ্যা: একটি লেড অ্যাসিড ব্যাটারির প্লেটগুলো শর্ট সার্কিট হওয়ার অধিক সম্ভাবনা থাকে, যদি ব্যাটারির নিচে তলানি জমা হয়।
124. একটি সালফেটেড ব্যাটারি সেলের নিদর্শন হলো-
লো-ভোল্টেজ
লো-ক্যাপাসিটি
লো-স্পেসিফিক গ্র্যাভিটি
উপরের সবগুলোই
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিসি মেশিন MCQ
DC Machine mcq all
ব্যাখ্যা: একটি সালফেট ব্যাটারি সেলের নিদর্শন হলো-
(1) লো-ভোল্টেজ:
(ii) লো-স্পেসিফিক গ্র্যাভিটি।
(iii) লো-ক্যাপাসিটি।
125. প্রাইমারি এবং সেকেন্ডারি সেলগুলোর মধ্যে প্রধান পার্থক্য হল সেকেন্ডারি সেলগুলো-
উচ্চতর ভোল্টেজ প্রদান করে
হাইড্রোজেন শোষণ করে
চার্জ করা যায়
ইলেকট্রিক এনার্জি স্টোর করে
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিসি মেশিন MCQ
DC Machine mcq all
ব্যাখ্যা: প্রাইমারি ও সেকেন্ডারি সেলগুলোর মধ্যে প্রধান পার্থক্য হলো, প্রাইমারি সেলগুলোতে চার্জড হয় কিন্তু সেকেন্ডারি সেলগুলোতে চার্জ হয় না।
126. ড্রাইসেলের ইলেকট্রোলাইট হলো
হাইড্রোক্লোরিক অ্যাসিড
অ্যামোনিয়াম সালফেট
অ্যামোনিয়াম ক্লোরাইড
সালফিউরিক অ্যাসিড
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিসি মেশিন MCQ
DC Machine mcq all
ব্যাখ্যা: ড্রাইসেলের ইলেকট্রোলাইট হিসেবে অ্যামোনিয়াম ক্লোরাইড- এর পেস্ট ব্যবহৃত হয়।
127. সাধারণ ভোল্টাইক সেলের পজিটিভ ইলেকট্রোড হলো-
দস্তা
সিসা
তামা
কার্বন
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিসি মেশিন MCQ
DC Machine mcq all
ব্যাখ্যা: ভোল্টাইক সেলের পজিটিভ ইলেকট্রোড হিসাবে তামা এবং নেগেটিভ ইলেকট্রোড হিসাবে দস্তা ব্যবহার করা হয়।
128. পরিপূর্ণভাবে চার্জড একটি লেড-অ্যাসিড ব্যাটারি- এর চেয়ে সামান্য কম হাইড্রোমিটার পাঠ দেয়।
1.200
1.250
1.300
1.350
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিসি মেশিন MCQ
DC Machine mcq all
ব্যাখ্যা: পরিপূর্ণভাবে চার্জড একটি লেড-অ্যাসিড ব্যাটারি 1.3 এর চেয়ে সামান্য কম হাইড্রোমিটার পাঠ দেয়।
129. পরিপূর্ণভাবে চার্জড একটি লেড অ্যাসিড সেলে ওপেন সার্কিট ভোল্টেজ থাকে প্রায় ইলেকট্রোলাইট।
2.1V
2.2V
2.3V
2.5V
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিসি মেশিন MCQ
DC Machine mcq all
ব্যাখ্যা: চাজিং-এর শেষ পর্যায়ে ভোল্টেজ 2.4 ভোল্ট হয়। চার্জিং বন্ধ করার পর ভোল্টেজ কমে ওপেন সার্কিট ভোল্টেজ 22 ভোল্টে স্থির হয়।
130. ড্রাইসেলের পজিটিভ প্লেট হলো-
কার্বন
তামা
দস্তা
সিসা
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিসি মেশিন MCQ
DC Machine mcq all
ব্যাখ্যা: ড্রাইসেলের পজিটিভ প্লেট হিসেবে কার্বন দত্ত এবং নেগেটিভ প্লেট হিসাবে দস্তার পাত্র ব্যবহৃত হয়।
131. সাধারণ ভোল্টাইক সেলের ইলেকট্রোলাইট হলো-
হাইড্রোক্লোরিক অ্যাসিড
সালফিউরিক অ্যাসিড
অ্যামোনিয়াম ক্লোরাইড
নাইট্রিক অ্যাসিড
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিসি মেশিন MCQ
DC Machine mcq all
ব্যাখ্যা: সালফিউরিক অ্যাসিড ভোস্টাইক সেলের ইলেকট্রোলাইড হিসাবে ব্যবহার করা হয়।
132. আজকাল শিল্পে সাধারণভাবে বহুল ব্যবহৃত স্টোরেজ ব্যাটারি হলো ব্যাটারি।
লিড অ্যাসিড
সিলভার-জিঙ্ক
জিঙ্ক-ক্যাডমিয়াম
নিকেল-ক্যাডমিয়াম
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিসি মেশিন MCQ
DC Machine mcq all
ব্যাখ্যা: আজকাল শিল্প-কারখানায় বহুল ব্যবহৃত স্টোরেজ ব্যাটারি হলো লিড অ্যাসিড ব্যাটারি। কারণ, অন্যান্য ব্যাটারির তুলনায় এর স্থায়িত্বকাল বেশি।
133. একটি পরিপূর্ণভাবে চার্জড লেড অ্যাসিড সেলের পজিটিভ প্লেটের রং হয়-
লাইট ব্রাউন
লাইট গ্রে
ডার্ক গ্রে
ডিপ চকোলেট ব্রাউন
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিসি মেশিন MCQ
DC Machine mcq all
ব্যাখ্যা: একটি পরিপূর্ণভাবে চার্জড লেড লেড অ্যাসিড সেলের পজিটিভ প্লেটের রং হয় ডিপ চকোলেট ব্রাউন।
134. লেড অ্যাসিড ব্যাটারিকে ডিসচার্জড অবস্থায় ঘণ্টার বেশি ফেলে রাখা কখনও উচিত নয়।
24
36
12
06
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিসি মেশিন MCQ
DC Machine mcq all
ব্যাখ্যা: লেড অ্যাসিড ব্যাটারিকে ডিসচার্জড অবস্থায় 24 ঘণ্টার বেশি ফেলে রাখা উচিত নয় কারণ এতে ব্যাটারির আয়ুকালে কমে যাবে।
135. একটি লেড অ্যাসিড স্টোরেজ ব্যাটারির ওভার চার্জিং-এর কারণে -
অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স বৃদ্ধি পাবে
অত্যধিক গ্যাস হবে
পানি শুকিয়ে যাবে
উপরের সবগুলোই
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিসি মেশিন MCQ
DC Machine mcq all
ব্যাখ্যা: লেড অ্যাসিড স্টোরেজ ব্যাটারির ওভার চার্জিং-এর কারণে-
(i) পানি শুকিয়ে যাবে।
(ii) অত্যধিক গাস নির্গত হবে।
(iii) অভ্যন্তরীণ রেজিট্যান্স বৃদ্ধি পাবে।
(iv) তাপমাত্রা বৃদ্ধি পায়।
136. পোলারাইজেশন দূর করার জন্য ব্যবহৃত হয়-
ম্যাগনেশিয়াম অক্সাইড
হাইড্রোক্লোরিক অ্যাসিড
অ্যামোনিয়াম সালফেট
ম্যাঙ্গানিজ ডাই-অক্সাইড
137. ড্রাইসেলের ডিপোলারাইজার-
ম্যাগনেশিয়াম অক্সাইড
হাইড্রোক্লোরিক অ্যাসিড
অ্যামোনিয়াম সালফেট
ম্যাঙ্গানিজ ডাই-অক্সাইড
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিসি মেশিন MCQ
DC Machine mcq all
ব্যাখ্যা: ড্রাইসেলের ডিপোলারাইজার ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড (MnO₂) ব্যবহৃত হয়।
138. সাধারণ ভোল্টাইক সেলের নেগেটিভ ইলেকট্রোড হলো-
তামা
কার্বন
সিসা
দস্তা
139. সাধারণ ভোল্টাইক সেলের পাত্রটি তৈরি করা হয়-
কাচ দিয়ে
কঠিন রাবার দিয়ে
সেলুলয়েড দিয়ে
ব্যাকেলাইট দিয়ে
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিসি মেশিন MCQ
DC Machine mcq all
ব্যাখ্যা: কাচ দিয়ে ভোল্টাইক সেলের পাত্র তৈরি করা হয়।
140. ব্যাটারির হাই-ভোল্টেজ পাওয়া যায়-
ইলেকট্রো লাইটের পরিমাণ বৃদ্ধি করে
বড় আকারের সেল ব্যবহার করে
সেলগুলোকে প্যারালেলে সংযোগ করে
সেলগুলোকে সিরিজে সংযোগ করে
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিসি মেশিন MCQ
DC Machine mcq all
ব্যাখ্যা: ব্যাটারির সেলগুলোকে সিরিজে সংযোগ করলে ব্যাটারির হাই ভোল্টেজ পাওয়া যায়। কারণ, সেলগুলো সিরিজে সংযোগ করলে ভোল্টেজ বৃদ্ধি পায় কারেন্ট একই থাকে।