EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

স্ট্রাকচারাল মেকানিক্স MCQ
161. Lami's Theorem কী ধরনের বলের ক্ষেত্রে প্রযোজ্য? [TTC-21]
সমতলীয় বল
সমবিন্দু বল
সমতলীয় সমবিন্দু বল
লম্বিক বল
ব্যাখ্যা: ব্যাখ্যা: ল্যামির সূত্র প্রয়োগের শর্তসমূহঃ ১। বস্তুতে অবশ্যই তিনটি (৩) বল কাজ করতে হবে ২। বল তিনটি অবশ্যই ভারসাম্য অবস্থায় থাকবে। ৩ । সকল কলসমূহ বস্তু হতে কনভারজিং (Converging) অথবা, ডাইভারজিং (Diverging) হতে হবে।
162. এক নিউটন সমান = ?
০.৫০৫ পাউন্ড
০.২২৫ পাউন্ড
০.৭২৭ পাউন্ড
১ পাউন্ড
163. Shear force diagram linear হলে Moment diagram কী হবে? [BPSC-22]
Linear
1st order parabola
Second order parabola
Cubical
164. T ব্যাসবিশিষ্ট নিরেট শ্যাফটে D টর্কেও কারনে উৎপন্ন শিয়ার পীড়ন হবে-
16T / πd³
32T / πd³
16T / πd²
16T / πα4
165. Hook's Law-এর বৈধতা থাকে- [BPSC-20, BREB-23]
Yield point
Elastic limit
Plastic limit
Breaking point পর্যন্ত
ব্যাখ্যা: ব্যাখ্যা: ইংরেজ পদার্থবিজ্ঞানী রবার্ট হুক (১৬৩৫-১৭০৩) বস্তুর স্থিতিস্থাপকতার একটি বিশেষ ধর্ম ১৬৭৬ সালে সূত্রের মাধ্যমে পত্রিকায় প্রকাশ করেন। এই সূত্র হুকের সূত্র নামে পরিচিত। সূত্রটি হলো- স্থিতিস্থাপক সীমার (Elastic limit) মধ্যে বস্তুর পীড়ন এর বিকৃতির সমানুপাতিক।
166. একটি শ্যাফট 300 rpm-এ 5 kW পাওয়ার সঞ্চারিত করে। উক্ত শ্যাফটে আরোপিত টর্ক কত? [BADC-22]
149.15 N-m
169.15 N-m
159.15 N-m
129.15 N-m
ব্যাখ্যা: ব্যাখ্যা: আমরা জানি, দেওয়া আছে, P=2πNT T=P/( 2πN) Here, P=5*1000 w N=300rpm=300/60 rps
167. Rubber-এর অপর নাম- [TTC-21]
Plastomer
Resin
Elastomer
Soft plastic
ব্যাখ্যা: ব্যাখ্যা: স্থিতিস্থাপকতা: ধাতুর যে গুণের জন্য এর উপর লোড প্রয়োগ করলে বিকৃতি লাভ করে এবং লোড সরিয়ে নিলে আবার পূর্বের আকৃতিতে ফিরে আসে, তাকেই ঐ ধাতুর স্থিতিস্থাপকতা বলে। এই গুণের অধিকারী সকল বস্তুর ক্ষেত্রেই বিকৃতি সৃষ্টিকারী লোড অপসারণ করলেই বিকৃতি দূরীভূত হয়। রাবারের এই গুণ বিদ্যমান। ইস্পাতও স্থিতিস্থাপক গুণের অধিকারী। পরীক্ষা করে দেখা যায়, রাবার থেকে ইস্পাতের স্থিতিস্থাপকতা অধিক। অর্থাৎ, ইলাস্টমার হলো একটি পলিমার, যা স্থিতিস্থাপকতার গুণাবলিসম্পন্ন।
168. অর্ধগোলকে-এর ভূমি থেকে ভরকেন্দ্রের দূরত্ব- [DMLC-21]
3r/8
5r/8
8r/3
8r/5
ব্যাখ্যা: ব্যাখ্যা: ভূমি বরাবর = 3r /8
169. পয়সনের অনুপাত বলতে কি বুঝায়-
পার্শ্ব বিকৃতি / দৈর্ঘ্য বিকৃতি
দৈর্ঘ্য বিকৃতি / পার্শ্ব বিকৃতি
পার্শ্ব হ্রাস / দৈর্ঘ্য বৃদ্ধি
দৈর্ঘ্য বৃদ্ধি/ পার্শ্ব হ্রাস
170. বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের হেলানো সরলরেখা কোনটি নির্দেশ করে -
শূন্য লোড
কাপল লোড
হেলানো লোড
সেন্ট্রাল লোড
171. এক ইঞ্চিতে কত সেন্টিমিটার?[BPSC-22]
২ সেমি
৩ সেমি
২.৫৪ সেমি
৩.৩০ সেমি
ব্যাখ্যা: ব্যাখ্যা: ১ ফুট = ১২ ইঞ্চি এবং ১ ইঞ্চি = ২.৫৪ সেমি।
172. L মিটার দৈর্ঘ্যের সাধারণভাবে স্থাপিত বীমের মধ্যে বিন্দুতে P লোড দেওয়া হলে সর্ব্বোচ্চ মোমেন্ট হবে-
PL/2
PL/4
PL/8
PL/12
173. স্টিলের Young's modulus of elasticity হবে- [MOLE-19, BB-21]
150 kN/mm²
250 kN/mm²
200 kN/mm²
275 kN/mm²
ব্যাখ্যা: ব্যাখ্যা: স্টিলের স্থিতিস্থাপক গুণাঙ্ক, E = থেকে 215Gpa বা 215 kN/mm² 200 Gpa বা 200 kN/mm² কংক্রিটের স্থিতিস্থাপক গুণাঙ্ক, E = 30 Gpa বা 20 kN/mm² থেকে 60 Gpa.
174. ১০ মিটার দৈর্ঘ্যের একটি Simiply supported beam-এর ঠিক মধ্যখানে একটি 10kN concentrated load প্রয়োগ করলে সর্বোচ্চ Bending moment কত হবে? [BPSC-22]
100 kN-m
50 kN-m
25 kN-m
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: Bending moment, M =PL/4=(10x10)/4 =25 kN-m
175. 50 mm² ক্ষেত্রফলের উপর 5N বল প্রয়োগ করলে পীড়নের পরিমাণ হবে-
10 MPa
1 MPa
0.1 MPa
0.01 MPa
177. a বাহুবিশিষ্ট কোন বর্গাকৃতি বীমে M বেন্ডিং মোমেন্টের কারণে সৃষ্ট বেন্ডিং পীড়ন হবে-
6 M/a³
4 M/a3
3 M/a³
5 M/a³
178. দুটি বলের লব্ধি শূন্য হবে বল দুটি- [BADC-22]
পরস্পর সমান হলে
পরস্পর একই সরল রেখা বরাবর ক্রিয়া করলে
পরস্পর সমকোণে ক্রিয়া করলে
সমান ও বিপরীতমুখী হলে
179. Moment of Inertia-এর একক হলো- [TTC-21; BADC-22]
mm^4
mm^3
mm^2
mm^5
ব্যাখ্যা: ব্যাখ্যা: মোমেন্ট অব ইনার্শিয়া (Moment of inertia): কোনো ক্ষেত্রের প্রতিটি ক্ষুদ্র ক্ষেত্রফল এবং নির্দিষ্ট অক্ষ হতে এদের দূরত্বের বর্গের গুণফলের সমষ্টিকে ঐ ক্ষেত্রের মোমেন্ট অব ইনার্শিয়া বলে। ক্ষেত্রফলের এককের উপর নির্ভর করে মোমেন্ট অব ইনার্শিয়ার একক নিম্নরূপ- (ক) ক্ষেত্রফল বর্গমিটার এবং দূরত্ব মিটার হলে মোমেন্ট অব ইনার্শিয়ার একক (মিটার)^4' বা ' m^4 (খ) ক্ষেত্রফল বর্গ সেমি এবং দূরত্ব সেমি হলে মোমেন্ট অব ইনার্শিয়ার একক (সেমি)^4 বা (cm)^4 (গ) ক্ষেত্রফল বর্গ মিমি এবং দূরত্ব মিমি হলে মোমেন্ট অব ইনার্শিয়ার একক = (মিমি)^4 বা (mm)^4 (ঘ) ক্ষেত্রফল বর্গফুট এবং দূরত্ব ফুট হলে মোমেন্ট অব ইনার্শিয়ার একক = (ফুট)^4 বা (ft)^4
180. স্টেনসাইল বল প্রয়োগে যে গুণের জন্য পদার্থকে তারে রূপান্তরিত করা সম্ভব, তাকে বলে- [BADC-22]
প্লাস্টিসিটি
ইলাস্টিসিটি
ডাকটিলিটি
টাফনেস
ব্যাখ্যা: ব্যাখ্যা: ভঙ্গুরতা (Brittleness): বস্তুর যে গুণের জন্য এর উপর লোড প্রয়োগের ফলে উল্লেখযোগ্য বিকৃতি ছাড়াই ভেঙে যায়, তাকে বস্তুর ভঙ্গুরতা বলে। এটি টাফনেসের বিপরীত এবং এই গুণের অধিকারী বস্তুতে প্লাস্টিসিটি থাকে না। ঢালাইলোহা (Cast Iron), কাচ (Glass), ইট (Brick), কংক্রিট (Concrete) প্রভৃতি ভঙ্গুর পদার্থের উদাহরণ।