EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
22. 'খুমি' উপজাতির বাস কোন জেলায়?
রাঙ্গামাবান্দরবানটি
কক্সবাজার
বান্দরবান
খাগড়াছড়ি
ব্যাখ্যা: বাঙলাদেশে 'খুমি' উপজাতিরা বান্দরবান জেলায় বসবস করে। বাংলাদেশে বসবাসকারা ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর সংখ্যা ৫০টি। বাংলাদেশের বৃহত্তম উপজাতি চাকমা এবং একমাত্র মুসলমন উপজাতি পাঙন। পার্বত্য চট্টগ্রামে মোট ১১টি উপজাতি বাস করে।
23. Change the voice: 'Do not laugh at the lame man'
Let not the lame man be laughed at
Let the lame man not laughed at
Let the lame man not laughed at by someone
The lame man is not to be laughed at
24. STATUE OF LIBERTY এর স্থপতির নাম কি?
দ্য গ্যাঁলে
গুস্তাভ
বার্থোলডি
দ্য জোঁ ঝে
27. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটক?
চতুরঙ্গ
মুক্তধারা
পুনশ্চ
শেষের কবিতা
29. 'হাতহদাই' নাটকটি কে লিখেছেন?
গিরীশ্চন্দ্র ঘোষ
উৎপল দত্ত
মান্নান হীরা
সেলিম অলদীন
31. কোয়ান্টাম তত্ত্বের প্রবক্তা হলেন-
নিউটন
ম্যাক্সপ্ল্যাঙ্ক
হাইগেন
ম্যাক্সওয়েল
32. Which one of the correct expression?
The thief ran away otherwise he should be arrested..
The thief ran away as he should be arrested.
The thief ran away lest he should be arrested.
The thief ran away because he should be arrested.
36. BRICS-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
সাংহাই
মস্কো
নয়াদিল্লী
প্রিটোরিয়া
ব্যাখ্যা: BRICS হলো উদীয়মান জাতীয় অর্থনীতির পাঁচটি দেশের একটি জোটের নাম। এর সদস্য দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। সংস্থাটি গঠিত হয় ২০০৮ সালে। এর কোনো সদর দপ্তর নেই। তবে এ সংস্থাটির উদ্যোগে ২০১৪ সালে NDB (New Development Bank) নামে একটি ব্যাংক গঠিত হয়, যার সদর দপ্তর চীনের সাংহাই শহরে।
37. Select the correct sentence.
If I was a bird, I would fly
If I were a bird, I will fly
If I were a bird, I can fly
If I were a bird, I could fly
38. বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার ঘোষণা করা হয়-
২ মার্চ ১৯৭১
৩ মার্চ ১৯৭১
৪ মার্চ ১৯৭১
৭ মার্চ ১৯৭১
ব্যাখ্যা: ৩ মার্চ ১৯৭১ বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার ঘোষণা করে ছাত্র সংগ্রাম পরিষদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষণা করা হয় ৩ মার্চ ১৯৭১ এবং 'আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি' পূর্ব পাকিস্তানের জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচিত হয় ৩ মার্চ ১৯৭১।
40. 'কুহেলিকা' কাজী নজরুল ইসলামের কোন ধরনের গ্রন্থ?
গল্পগ্রন্থ
উপন্যাস
প্রবন্ধগ্রন্থ
কাব্যগ্রন্থ