MCQ
41. বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি?
স্বর্ণলতা
বিষবৃক্ষ
নৌকাডুবি
গৃহদাহ
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
বিদ্যুৎ,জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় (৩-১১-২০২১)
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আরও কয়েকটি উপন্যাস হলো দুর্গেশনন্দিনী, কপাল কুন্ডলা, রজনী, রাজসিংহ, কৃষ্ণকান্তের উইল
42. 'লোকে বলে, বলে রে ঘরবাড়ি ভালা না আমার' চরণটির রচয়িতা কে?
লালন শাহ
মদন বাউল
পাগলা কানাই
হাসন রাজা
43. 'তোমাকে অভিবাদন, বাংলাদেশ' কে বাংলাদেশকে অভিবাদন জানিয়েছেন?
আল মাহামুদ
সৈয়দ শামসুল হক
সৈয়দ আলী আহসান
সুকান্ত ভট্টাচার্য
44. 'ইউসুফ জোলায়খা'র কাহিনী কাব্য কোন কবি লিখেছেন?
শাহ মুহাম্মদ সগীর
দৌলত উজীর বাহারাম খাঁ
আব্দুল করিম খোন্দকার
মুহম্মদ উজীর আলী
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
বিদ্যুৎ,জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় (৩-১১-২০২১)
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ পনেরো শতকে শাহ মুহম্মদ সগীর ইউসুফ জোলেখা'র কাহিনী কাব্য রচনা করেন। এটি একটি বাংলা রোমান্টিক কাব্য।