EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

বাংলাদেশ বিষয়ে MCQ MCQ
1. ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয় কত তারিখে?
৭ই ডিসেম্বর
১১ই ডিসেম্বর
৮ই ডিসেম্বর
১২ই ডিসেম্বর
2. যমুনা সেতু নির্মাণে বাংলাদেশের কোন অঞ্চলের বালি ব্যবহৃত হয়েছে?
টাঙ্গাইল
রাজশাহী
গোমতী
সিলেট
3. ‘Untranquil Recollections: The Years of Fulfilment’ শীর্ষক গ্রন্থটির লেখক কে?
আনিসুর রহমান
রেহমান সোবহান
নুরুল ইসলাম
রওনক জাহান
4. Padma (পদ্মা) সেতুতে ব্যবহৃত upper deck-এর width কত?
20m
10m
30m
22m
ব্যাখ্যা: পদ্মা সেতুর Upper deck-এর width 22m. চার লেন রাস্তার দু'পাশে 2.5 মিটার Hacd shoulder রয়েছে।
5. ‘ওরাও’ জনগোষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে?
রাজশাহী-দিনাজপুর
বরগুনা-পটুয়াখালী
রাঙামাটি-বান্দরবন
সিলেট-হবিগঞ্জ
6. নিম্নোক্ত কোন সালে কৃষিশুমারি অনুষ্ঠিত হয়নি?
১৯৭৭
২০০৮
২০১৫
২০১৯
ব্যাখ্যা: প্রথম ১৯৬০ সালে।
7. 'তমদ্দুন মজলিশ' কী ধরণের সংগঠন?
রাজনৈতিক
সাংস্কৃতিক
সামাজিক
অর্থনৈতিক
8. কোনটি সাংবিধানিক পদ নয়?
প্রধান নির্বাচন কমিশনার
চেয়ারম্যান, পাবলিক সার্ভিস কমিশন
চেয়ারম্যান, মানবাধিকার কমিশন
কনট্রোলার ও অডিটর জেনারেল
9. ম্যানিলা কোন ফসলের উন্নত জাত?
তুলা
তামাক
পেয়ারা
তরমুজ
10. বাংলাদেশের সাংবিধানিক নাম কী?
বাংলাদেশ সরকার
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মুক্তিযুদ্ধের বাংলাদেশ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
ব্যাখ্যা: বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ (People's Republic of Bangladesh) 1
11. বাকল্যান্ড বাঁধটি কোথায় অবস্থিত?
সিরাজগঞ্জে
চাঁদপুরে
ঢাকা শহরে
মাওয়া ঘাটে
ব্যাখ্যা: বাকল্যান্ড বাঁধ বাংলাদেশের পুরান ঢাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত।
12. বাংলাদেশের জন্য পানিতে গ্রহণযোগ্য আর্সেনিকের সর্বোচ্চ মাত্রা কোনটি?
০.৩ পিপিএম
০.০৩ পিপিএম
০.৫ পিপিএম
০.০৫ পিপিএম
ব্যাখ্যা: পানিতে আর্সেনিকের সহনীয় মাত্রা বাংলাদেশে প্রতি লিটারে দশমিক শূন্য পাঁচ মিলিগ্রাম। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় এর পরিমাণ দশমিক শূন্য এক মিলিগ্রাম প্রতি লিটারে।
13. বিশ্ব মৃত্তিকা দিবস কত তারিখ পালিত হয়?
৫ই ডিসেম্বর
৬ই ডিসেম্বর
৭ই ডিসেম্বর
৮ই ডিসেম্বর
14. বাংলাদেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম কী?
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে
পূর্বাচল এক্সপ্রেসওয়ে
বাংলাদেশ এলিভেটেড এক্সপ্রেসওয়ে
ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে
15. বাংলাদেশের সংবিধান সমবেতভাবে গৃহীত হওয়ার তারিখ-
৪.১১.১৯৭২
১৬.১২.১৯৭১
২৬.৩.১৯৭২
১০.১.১৯৭২
ব্যাখ্যা: বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এটি ৪ নভেম্বর ১৯৭২ সালে বাংলাদেশের জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। একই বছরের ১৬ ডিসেম্বর থেকে এটি কার্যকরী হয়।
16. বাংলাদেশে কোন সালে বয়স্কভাতা চালু হয়?
১৯৯৫
১৯৯৬
১৯৯৭
১৯৯৮
17. নির্মীয়মান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দৈর্ঘ্য কত?
৩.৪৩ কিমি
৩.৩৪ কিমি
৪.৩৩ কিমি
৪.৪৩ কিমি
ব্যাখ্যা: কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত টানেলের নাম দেয়া হয়েছে 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল'। এটি কর্ণফুলী নদীর দুই তীরের অঞ্চলকে যুক্ত করবে।
18. শেখ মুজিবুর রহমান রচনাবলি ১ম খণ্ড সম্পাদনা করেন-
আনোয়ার সৈয়দ হক
সেলিনা হোসেন
শেখ রেহানা
শেখ হাসিনা
19. কোন নদীতে বাঁধ দিয়ে বাংলাদেশে একমাত্র কৃত্রিম হ্রদ তৈরি করা হয়েছে?
কর্ণফুলী
সাঙ্গু
তিস্তা
মেঘনা
ব্যাখ্যা: কাপ্তাই হ্রদ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের রাঙামাটি জেলায় অবস্থিত একমাত্র কৃত্রিম হ্রদ। কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে এই হ্রদ তৈরি করা হয়েছে।
20. ‘সেকেন্ডারি মার্কেট’ কিসের সাথে সংশ্লিষ্ট?
শ্রম বাজার
চাকুরি বাজার
স্টক মার্কেট
কৃষি বাজার