বাংলাদেশ বিষয়ে MCQ MCQ
181. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
৮টি
৯টি
১০টি
১১টি
182. বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির পদের মেয়াদ কত বছর?
৫ বছর
৪ বছর
৩ বছর
৬ বছর
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
HED-2019
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর-HED(২৮-১১-২০১৯)
ব্যাখ্যা: ব্যাখ্যা: সংবিধানের ৫০(১) ধারায় বলা হয়েছে, সংবিধানের বিধানাবলি সাপেক্ষে রাষ্ট্রপতি কার্যভার গ্রহণের তারিখ হতে পাঁচ বছরের মেয়াদে তাঁহার পদে অধিষ্ঠিত থাকিবেন।
183. বাখরাবাদ গ্যাসক্ষেত্র কোন উপজেলায় অবস্থিত?
মুরাদনগর
বাঞ্ছারামপুর
হোমনা
নবীনগর
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
শ্রম পরিদর্শক,সেফটি (২২-১০-২০১৯)
সেফটি-২০১৯
ব্যাখ্যা: ব্যাখ্যা: কুমিল্লা জেলার মুরাদনগরে বাখরাবাদ গ্যাসক্ষেত্র অবস্থিত। ১৯৬৯ সালে এটি আবিষ্কৃত হয়। এ গ্যাসক্ষেত্র থেকে মোট উত্তোলনযোগ্য গ্যাসের ৫৮.৭৪% উত্তোলন করা হচ্ছে।
184. সংবিধানের কয়টি কয়টি সংশোধনী হয়েছে?
১৪টি
১৫টি
১৬টি
১৭টি
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
শ্রম পরিদর্শক,সেফটি (২২-১০-২০১৯)
সেফটি-২০১৯
ব্যাখ্যা: ব্যাখ্যা: সংবিধানে মোট ১৭টি সংশোধনী হয়েছে। ৮ আগস্ট ২০১৮ সালে সংবিধানের ১৭তম সংশোধনী হয়। উল্লেখ্য, সংবিধানের ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে।
185. পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
৬.১৫ কিমি
৬.৩৫ কিমি
৫.৩ কিমি
৫.৭৫ কিমি
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
শ্রম পরিদর্শক,সেফটি (২২-১০-২০১৯)
সেফটি-২০১৯
ব্যাখ্যা: ব্যাখ্যা: পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিমি। এর প্রস্থ ১৮.১০ মিটার। এর মোট পিলার ৪২টি। এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু।
186. আগরতলা ষড়যন্ত্র মামলার আসামির সংখ্যা কয়জন ছিল?
২০ জন
২৫ জন
৩০ জন
৩৫ জন
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
শ্রম পরিদর্শক,সেফটি (২২-১০-২০১৯)
সেফটি-২০১৯
ব্যাখ্যা: ব্যাখ্যা: ১৯৬৮ সালের ৩ জানুয়ারি বঙ্গবন্ধুসহ ৩৫ জনকে আগরতলা ষড়যন্ত্রের আসামি করা হয়। এর উল্লেখযোগ্য কয়েকজন আসামি বঙ্গবন্ধু শেখ মুজিব, মোয়াজ্জেম হোসেন। মামলা নিষ্পত্তি হয় ২২ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে।
187. এসডিজি (SDG)-এর কয়টি লক্ষ্য রয়েছে?
১২টি
১৫টি
১৭টি
১৮টি
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
HED-2019
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর-HED(২৮-১১-২০১৯)
ব্যাখ্যা: ব্যাখ্যা: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG), জাতিসংঘ কর্তৃক ২৫ সেপ্টেম্বর ২০১৫ সালে গৃহীত হয়। SDG-এর মোট ১৭টি লক্ষ্য রয়েছে, যার মেয়াদকাল ১৫ বছর।
188. 'কনসার্ট ফর বাংলাদেশ' কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
কলকাতা
ওয়াশিংটন
লন্ডন
নিউইয়র্ক
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
শ্রম পরিদর্শক,সেফটি (২২-১০-২০১৯)
সেফটি-২০১৯
ব্যাখ্যা: ব্যাখ্যা: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ারে ১ আগস্ট ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে আর্থিক সহায়তার জন্য অনুষ্ঠিত হয়েছিল "কনসার্ট ফর বাংলাদেশ।" এতে বব ডিলান, জর্জ হ্যারিসন, পণ্ডিত রবিশংকর অংশগ্রহণ করেন।
189. ঐতিহাসিক ছয় দফা কোথায় ঘোষণা করা হয়?
ঢাকা
লন্ডন
চট্টগ্রাম
লাহোর
190. কোন নদীটি ভারতের বরাক নদী থেকে উৎপন্ন হয়েছে?
যাদুকাটা নদী
ডাউকী নদী
হালদা নদী
সুরমা নদী
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
HED-2019
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর-HED(২৮-১১-২০১৯)
ব্যাখ্যা: ব্যাখ্যা: সুরমা নদী ভারতের বরাক নদী থেকে উৎপন্ন হয়ে কালনী নদীতে পতিত হয়।
191. রূপপুর পারমাণবিক প্রকল্পটি কোন্ জেলায় হচ্ছে?
কুষ্টিয়া
পাবনা
বগুড়া
ঢাকা
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
শ্রম পরিদর্শক,সেফটি (২২-১০-২০১৯)
ব্যাখ্যা: ব্যাখ্যা: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর গ্রামে স্থাপন করা হয়। ২০১৩ সালে এর কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 2400 MW।
192. ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
১৯১১ সালে
১৯১৮ সালে
১৯২১ সালে
১৭২৪ সালে
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
HED-2019
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর-HED(২৮-১১-২০১৯)
ব্যাখ্যা: ব্যাখ্যা: ১৯২১ সালে ৮৭৭ জন শিক্ষার্থী নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। এই বিশ্ববিদ্যালয়ের জমি দান করেন "নবাল স্যার সলিমুল্লাহ"।
193. কোন বাংলাদেশি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ছিলেন?
হুমায়ুন রশীদ চৌধুরী
এসএএমএস কিবরিয়া
শফি সামী
এ.কে. আবদুল মোমেন
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
শ্রম পরিদর্শক,সেফটি (২২-১০-২০১৯)
সেফটি-২০১৯
ব্যাখ্যা: ব্যাখ্যা: হুমায়ুন রশিদ চৌধুরী জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথম বাংলাদেশি সভাপতি। তিনি জাতিসংঘের ২৯তম অধিবেশনে অর্থাৎ ১৯৭৪ সালে সভাপতিত্ব করেন।
194. বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি?
মেহেরপুর
নারায়ণগঞ্জ
মাগুরা
পঞ্চগড়
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
শ্রম পরিদর্শক,সেফটি (২২-১০-২০১৯)
সেফটি-২০১৯
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে নারায়ণগঞ্জ সবচেয়ে ছোট জেলা। নারায়ণগঞ্জ জেলার আয়তন ৬৮৩.১৪ বর্গকিমি।
195. বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কোনটি?
১০ জানুয়ারি, ১৯৭২
৭ জানুয়ারি, ১৯৭২
৮ জানুয়ারি, ১৯৭২
৯ জানুয়ারি, ১৯৭২
196. বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি?
ভারত
ভুটান
রাশিয়া
নেপাল
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
HED-2019
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর-HED(২৮-১১-২০১৯)
ব্যাখ্যা: ব্যাখ্যা : ৬ ডিসেম্বর ১৯৭১ সালে ভুটান প্রথম বাংলাদেশকে স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দেয়। ঐ একই দিনে ভুটান স্বীকৃতি দেওয়ার পর পর ভারতও বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
197. হাই-টেক পার্ক কোথায় অবস্থিত?
খুলনা
বাগেরহাট
সিলেট
কালিয়াকৈর
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
শ্রম পরিদর্শক,সেফটি (২২-১০-২০১৯)
সেফটি-২০১৯
ব্যাখ্যা: ব্যাখ্যা: কালিয়াকৈর-এ হাই-টেক পার্ক অবস্থিত। এটি ২৩২ একর জমি নিয়ে প্রতিষ্ঠিত। ২০৩০ সালে হাই-টেক পার্ক থেকে ১০ হাজার কোটি টাকার। সফটওয়্যার রপ্তানি সম্ভব হবে।
198. বাংলাদেশ ক্রিকেটে টেস্ট স্ট্যাটাস কোন সালে পায়?
১৯৯৮ সালে
১৯৯৯ সালে
২০০০ সালে
২০০২ সালে
199. জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে?
প্রধানমন্ত্রী
স্পিকার
রাষ্ট্রপতি
চীফহুইপ
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
শ্রম পরিদর্শক,সেফটি (২২-১০-২০১৯)
সেফটি-২০১৯
ব্যাখ্যা: ব্যাখ্যা: সংবিধানের ৭২ নং অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি সংসদ আহ্বান, স্থগিত এবং ভেঙে দিতে পারেন। উল্লেখ্য, রাষ্ট্রপতি নিয়োগ হন ৪৮নং অনুচ্ছেদ অনুসারে।
200. জাতীয় সংসদের প্রথম স্পীকার কে ছিলেন?
আব্দুল মালেক
উকিল মির্জা গোলাম হাফিজ
শাহ্ আব্দুল হামিদ
হুমায়ুন রশীদ চৌধুরী
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
শ্রম পরিদর্শক,সেফটি (২২-১০-২০১৯)
সেফটি-২০১৯
ব্যাখ্যা: ব্যাখ্যা: গণ পরিষদের প্রথম স্পিকার শাহ আব্দুল হামিদ। জাতীয় সংসদের প্রথম স্পিকার মোহাম্মদ উল্লাহ্। জাতিসংঘে সাধারণ পরিষদে প্রথম বাংলাদেশি সভাপতি হুমায়ুন রশিদ চৌধুরী।