EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

বাংলাদেশ বিষয়ে MCQ MCQ
221. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সংবিধানের কোন তফসিলে লিপিবদ্ধ আছে?
ষষ্ঠ তফশিলে
পঞ্চম তফশিলে
দ্বিতীয় তফশিলে
সপ্তম তফশিল
ব্যাখ্যা: ব্যাখ্যা: ১৯৭১ সালে ২৬ মার্চ তথা স্বাধীনতার ঘোষণা সংবিধানের ষষ্ঠ তফশিলে লিপিবদ্ধ আছে। ঘোষণাটি ওয়‍্যারল্যাসের মাধ্যমে প্রদান করা হয়। উল্লেখ্য, সংবিধানে মোট ৭টি তফশিল রয়েছে।
222. রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র কোথায়?
কক্সবাজার
বাগেরহাট
ভোলা
খুলনা
ব্যাখ্যা: ব্যাখ্যা: সুন্দরবন থেকে ১৪ কিলোমিটার দূরে পশুর নদীর তীরে বাগেরহাট জেলার রামপালে অবস্থিত কয়লাভিত্তিক রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। এটি ভারত এবং বাংলাদেশের যৌথ বিদ্যুৎ প্রকল্প।
223. সুধারাম বাংলাদেশের কোন জেলার পূর্বনাম?
যশোর
বরিশাল
নোয়াখালী
দিনাজপুর
ব্যাখ্যা: ব্যাখ্যা: সুধারাম নোয়াখালীর পূর্বনাম। বরিশালের পূর্বনাম চন্দ্রদ্বীপ, যশোরের পূর্বনাম খিলাফাতাবাদ এবং দিনাজপুরের পূর্বনাম গন্ডোয়ানাল্যান্ড।
224. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ঘোষিত "ছয় দফা" কোথায় ঘোষণা করা হয়েছিল?
ঢাকা
চট্টগ্রাম
লাহোর
কলকতা
ব্যাখ্যা: ব্যাখ্যা: ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলীয় সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা ঘোষণা করেন। ছয় দফা দাবি বাঙালির মুক্তির সনদ।
225. টাংগুয়ার হাওরকে বিশ্ব ঐতিহ্যের অংশ কেন বলা হয়?
প্রাকৃতিক সৌন্দর্যের জন্য
মৎস্য সম্পদের জন্য
বিভিন্ন জলজ উদ্ভিদ ও জীববৈচিত্র্যের জন্য
রামসার সাটি হিসেবে ঘোষণার জন্য
ব্যাখ্যা: ব্যাখ্যা: টাংগুয়ার হাওর সুনামগঞ্জ জেলায় অবস্থিত। এর আয়তন ১০০ বর্গকিমি। এটি বাংলাদেশের দ্বিতীয় রামসার সাইট। বিভিন্ন জলজ উদ্ভিদ জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত।
226. বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে?
নবাব সিরাজউদ্দৌলা
নবান আলীবর্দী খাঁ
ফখরুদ্দিন মোবারক শাহ
ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খিলজি
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন 'ফখরুদ্দিন মোবারক শাহ'। তিনি ১৩৩৮ সালে বাংলায় সুলতানি শাসন সূচনা করেন। তিনি ফখরা নামে পরিচিত ছিলেন।
227. সাঙ্গু গ্যাসক্ষেত্রটি কোথায় অবস্থিত?
কুমিল্লা
ভোলা
সিলেট
বঙ্গোপসাগর
ব্যাখ্যা: ব্যাখ্যা: 'সাঙ্গু' বাংলাদেশের সাগর বক্ষে অবস্থিত প্রথম ও একমাত্র গ্যাসক্ষেত্র। ১৯৯৬ সালে আবিষ্কৃত এ গ্যাসক্ষেত্রটির অবস্থান চট্টগ্রামের সলিমপুর থেকে ৫০ কিলোমিটার দূরত্বে বঙ্গোপসাগরে।
228. বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি?
ভোলা
মহেশখালী
সোনাদিয়া
কুতুবদিয়া
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ কক্সবাজার জেলায় অবস্থিত দ্বীপ হচ্ছে মহেশখালী, সোনাদিয়া এবং কুতুবদিয়া। আর বাংলাদেশের বৃহত্তম দ্বীপ এবং একমাত্র দ্বীপ জেলা হচ্ছে ভোলা। বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ হয়েই সুন্দরবন।
229. বছরের সবচেয়ে বড়দিন কোনটি?
২০ জুন
২২ জুন
২১ জুন
২৩ জুন
230. কোন জেলার সাথে মিয়ানমারের সীমান্ত আছে?
কুমিল্লা
বান্দরবান
ফেনী
চট্টগ্রাম
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাংলাদেশের মোট ৩২টি সীমান্তবর্তী জেলার মধ্যে ভারতের সাথে সীমান্ত রয়েছে ৩০টি জেলার এবং মিয়ানমারের সাথে সীমান্তবর্তী ৩টি জেলা (রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজার)।
231. বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী কবে পালিত হবে?
২০২১
২০২০
২০২৪
২০২৫
ব্যাখ্যা: ব্যাখ্যা: ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত 'মুজিববর্ষ' ঘোষণা করা হয়েছে। ২০২০ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। এটি ১৯৫টি দেশ পালন করে।
232. বরেন্দ্র এলাকা বলতে বর্তমানে কোন অঞ্চলকে বুঝায়?
কুমিল্লা
পাবনা
রাজশাহী
খুলনা
233. 'রামসার এলাকা' ভুক্ত স্থান কোনটি?
টাঙ্গুয়ার হাওর
বনি বাওর
রাউয়াছড়া বরাল
চলন বিল
ব্যাখ্যা: ব্যাখ্যা: রামসার কনভেনশনের অধীনে এখন পর্যন্ত বাংলাদেশের ২টি স্থানকে 'রামসার এলাকা' হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এ দুটি এলাকা হলো টাঙ্গুয়ার হাওর এবং সুন্দরবন রিজার্ভ ফরেস্ট।
234. কোন তারিখে মুজিবনগর দিবস পালন করা হয়?
১৫ ডিসেম্বর
১৫ আগস্ট
১৪ ডিসেম্বর
১৭ এপ্রিল
ব্যাখ্যা: ব্যাখ্যা: ১৯১৭ সালের ১৭ এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে মেহেরপুর জেলার মুজিবনগরে। আর তাই ১৭ এপ্রিল বাংলাদেশে পালিত হয় মুজিবনগর দিবস হিসেবে। অন্যদিকে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস এবং ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হয়।
235. রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কী পরিমাণ বিদ্যুৎ উপন্ন হবে?
১২০০ মেগাওয়াট
২৪০০ মেগাওয়াট
১০০০ মেগাওয়াট
২২০০ মেগাওয়াট
ব্যাখ্যা: ব্যাখ্যা: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনা জেলার পাকশী ইউনিয়নের রূপপুর গ্রামে স্থাপন করা হয়। এর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৪০০ MW.
236. বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদীটির নাম কী?
বোরাক নদী
জাদুকাটা নদী
হালদা নদী
নাফ নদী
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ নাফ নদী বাংলাদেশের পূর্ব-পাহাড়ি অঞ্চলের কক্সবাজার জেলার একটি নদী। এটি বাংলাদেশ-মায়ানমারের (বার্মার) মধ্যবর্তী সীমান্ত নদী। নদীটির দৈর্ঘ্য ৬৩ কিলোমিটার এবং গড় প্রস্থ ১৩৬৪ মিটার।
237. 'কারাগারের রোজনামচা' বইটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কত সালের বন্দি জীবনের অভিজ্ঞতা লিপিবদ্ধ করা হয়েছে?
১৯৬০-১৯৬২ সাল
১৯৬২-১৯৬৪ সাল
১৯৬৩-১৯৬৫ সাল
১৯৬৬-১৯৬৯ সাল
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ ১৭ মার্চ ২০১৭ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীর দ্বিতীয় গ্রন্থ 'কারাগারের রোজনামচা' প্রকাশিত হয়। বইটিতে বঙ্গবন্ধুর ১৯৬৬ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত কারাগারে অবস্থানকালের স্মৃতি স্থান পেয়েছে।
238. SDG-এর Goal এবং Target এর সংখ্যা কত?
১৫ ও ২০
১৭ ও ১৬৯
২২ ও ২৮
৮ ও ২৭
ব্যাখ্যা: ব্যাখ্যা: Sustainable Development Goals (SDG) বৈশ্বিক উন্নয়নের জন্য জাতিসংঘের একটি রূপরেখা। এতে ১৭টি লক্ষ্য এবং ১৬৯ টার্গেট রয়েছে।
239. বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত ছাড়াও কোন দেশটি ব্যাপকভাবে সহযোগিতা করেছে?
চীন
রাশিয়া
নেপাল
শ্রীলংকা
ব্যাখ্যা: ব্যাখ্যা: মুক্তিযুদ্ধে রাশিয়া ও ভারতের সামরিক, কূটনৈতিক ও রাজনৈতিক সহযোগিতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
240. বাংলাদেশের প্রথম আদমশুমারি কত সালে হয়?
১৯৭৫
১৯৭৪
১৯৭৬
১৯৭৭
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় ১৯৭৪ সালে। এ পর্যন্ত ৬টি আদমশুমারি অনুষ্ঠিত হয়। সর্বশেষ আদমশুমারি ২০২২ সালে।