EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

আন্তর্জাতিক প্রশ্ন MCQ
61. টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (SDG) চতুর্থ লক্ষ্যমাত্রা কোনটি?
জলবায়ু কার্যক্রম
মানসম্মত শিক্ষা
দারিদ্র্য বিমোচন
শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান
62. আন্তর্জাতিক সম্পর্কের কোন তত্ত্বটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যকরী ভূমিকার বিষয়ে ইতিবাচক ধারণা প্রদান করে?
উদারবাদ
বাস্তববাদ
মার্কসবাদ
কোনোটিই নয়
63. নাগাসাকি কোন দেশের শহর?
কম্বোডিয়া
জাপান
ফিলিপাইন
ভিয়েতনাম
ব্যাখ্যা: জাপানের একটি শহর। জাপানের কিউশো দ্বীপের এই শহরে ১৯৪৫ সালের ৯ই আগস্ট আমেরিকা পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটায়।
64. সিয়াচেন হিমবার (Siachen Glaciar) কোন দুইটি দেশের মধ্যে অবস্থিত?
ভারত ও চীন
নেপাল ও চীন
পাকিস্তান ও চীন
ভারত ও পাকিস্তান
65. কোন দুটি প্লেটের অবস্থিত? সংযোগস্থল বরাবর মাউন্ট এভারেস্ট
ইন্ডিয়ান ও ইউরেশিয়ান
ইন্ডিয়ান ও বার্মিজ
ইন্ডিয়ান ও আফ্রিকান
বার্মিজ ও ইউরেশিয়ান
66. যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কত বছর অন্তর হয়?
দুই বছর
এক বছর
তিন বছর
চার বছর
ব্যাখ্যা: প্রেসিডেন্ট নির্বাচিত হন চার বছরের - জন্য। প্রেসিডেন্ট নির্বাচনের দুই বছর পর যে নির্বাচন অনুষ্ঠিত হয় সেটাই মধ্যবর্তী নির্বাচন। মার্কিন সংবিধান ও সংসদীয় ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ এই 'মধ্যবর্তী নির্বাচন। ক্ষমতা ধরে রাখার পাশাপাশি জনপ্রিয়তা যাচাইয়েরও অন্যতম মাধ্যম এটি।
67. দুবাইয়ে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু বিষয়ক সম্মেলন (কপ-২৮) মূল ফোকাস ছিল-
জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে হ্রাসকরণ
জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক
ওজোনস্তর ক্ষয় নিয়ন্ত্রণ বিষয়ক
মরুকরণ প্রক্রিয়া হ্রাসকরণ
68. 'বার বিধি' (The Twelve Tables) কী?
রোমান আইনের ভিত্তি
স্থাপত্যের ১২টি নির্দেশনা
ফুটবল খেলার নিয়মাবলি
স্থানীয়/দেশি খেলা
69. বাংলাদেশের কোন বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম?
সিলেট
খুলনা
বরিশাল
চট্টগ্রাম
70. 'Friday For Future' কোন ধরনের আন্দোলন?
ধর্মীয় আন্দোলন
পরিবেশবাদী আন্দোলন
শান্তিবাদী আন্দোলন
গণতান্ত্রিক আন্দোলন
71. নিম্নের কোন দেশটি সার্কের সদস্য রাষ্ট্র নয়?
আফগানিস্তান
ভুটান
মালদ্বীপ
মিয়ানমার
ব্যাখ্যা: মায়ানমার সার্কভুক্ত দেশ নয়। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সংক্ষেপে সার্ক) দক্ষিণ এশিয়ার একটি আঞ্চলিক সংস্থা। এর সদস্য দেশগুলো বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান এবং আফগানিস্তান। গণচীন ও জাপানকে সার্কের পর্যবেক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে। সার্ক ১৯৮৫ সালের ৮ই ডিসেম্বর বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল। যখন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা নেতারা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন এবং অন্যান্য উন্নয়নশীল 'দেশসমূহের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা করার লক্ষ্যে এক রাজকীয় সনদপত্রে আবদ্ধ হন। এটি অর্থনৈতিক, প্রযুক্তিগত, সামাজিক, সাংস্কৃতিক এবং উন্নয়নের যৌথ আত্মনির্ভরশীলতা জোর নিবেদিত। সার্কের প্রতিষ্ঠতা সদস্যসমূহ হল বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভুটান এবং ২০০৭ সালে আফগানিস্তান সার্কের সদস্য পদ লাভ করে। রাষ্ট্রের শীর্ষ মিটিং সাধারণত বাৎসরিক ভিত্তিতে নির্ধারিত এবং পররাষ্ট্র সচিবদের সভা দুই বছর পর পর অনুষ্ঠিত হয়। নেপালের রাজধানী কাঠমান্ডু সার্কের সদর দফতর অবস্থিত।
72. আন্তর্জাতিক আদালতের (International Court of Justice) সভাপতির মেয়াদ কত বৎসর?
২ বৎসর
৩ বৎসর
৬ বৎসর
৯ বৎসর
73. নিম্নের সংস্থাসমূহের মধ্যে বাংলাদেশ কোনটির সদস্য নয়?
BIMSTEC
OIC
D-8
ASEAN
74. বৈশ্বিক শান্তিসূচক-২০২৩ অনুযায়ী বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হলো-
আইসল্যান্ড
জাপান
সিঙ্গাপুর
সুইজারল্যান্ড
75. IMF এর পূর্ণ অভিব্যক্তি কী?
International Mandatory Fund
International Monetary Fund
International Matching Fund
International Mutual Fund
76. উত্তর আটলান্টিক চুক্তির কত নম্বর ধারায় যৌথ নিরাপত্তার ধারণাটি ব্যক্ত হয়েছে?
আর্টিকেল ২
আর্টিকেল ৩
আর্টিকেল ৪
আর্টিকেল ৫
77. FAO এর সদর দপ্তর কোথায়?
ওয়াশিংটন
মস্কো
রোম
টোকিও
ব্যাখ্যা: কৃষি বিষয়ক জাতিসংঘের অঙ্গ সংস্থা FAO, IFAD এর সদর দপ্তর ইতালীর রোমে অবস্থিত।
78. হাম্বানটোটা সমুদ্র বন্দর কোথায় অবস্থিত?
জিবুতি
মাদাগাস্কার
শ্রীলংকা
ভারত
79. সিত্রাং ঘূর্ণিঝড়টির নামকরণ করেছিল কোন দেশ
সিঙ্গাপুর
তাইওয়ান
ভিয়েতনাম
থাইল্যান্ড
ব্যাখ্যা: ২০২২ সালের ২৩শে অক্টোবরে গভীর নিম্নচাপটি আরও শক্তি অর্জন করে ঘূর্ণিঝড়ের পর্যায়ে পৌঁছে যায়। তখন থাইল্যান্ডের প্রদত্ত নামানুসারে ভারতীয় আবহাওয়া বিভাগ ঘূর্ণিঝড়টির নামকরণ করে "সিত্রাং"।
80. জৈব নিরাপত্তা বিষয়ক (Biosafety to the Convention of Biological Diversity) হচ্ছে-
কার্টাগোনা প্রটোকল
মন্ট্রিল প্রটোকল
কিয়াটো প্রটোকল
প্যারিস চুক্তি