আন্তর্জাতিক প্রশ্ন MCQ
21. আন্তর্জাতিক আদালত (International Court of Justice) সদর দপ্তর কোথায় অবস্থিত?
জেনেভা
শিকাগো
হেগ
ব্রাসেলস
ব্যাখ্যা: তথ্য: আন্তর্জাতিক আদালত ২৪ অক্টোবর ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয় এবং কার্যক্রম শুরু হয় ১৮ এপ্রিল ১৯৪৬ সালে। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর অবস্থিত নেদারল্যান্ডের দি হেগে।
22. পারমাণবিক ক্লাবের তালিকায় বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ যুক্ত হলো?
৩১তম
৩৩তম
৩৪তম
৩৫তম
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
খাদ্য অধিদপ্তর প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: ঈশ্বরদী (পাবনা) থেকে রূপপুরে নির্মীয়মাণ দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের যুগে প্রবেশ করছে বাংলাদেশ। বিশ্বের ৩৩তম পারমাণবিক ক্লাবের সদস্যও হতে যাচ্ছে দেশটি।
23. সবচেয়ে বেশি বৈদেশিক সাহায্য গ্রহণকারী দেশ কোনটি?
নেপাল
বাংলাদেশ
আফগনিস্তান
ইথিওপিয়
24. জিবুতি দেশটি কোথায় অবস্থিত?
এডেন উপসাগরের পাশে
প্রশান্ত মহাসাগরে
দক্ষিণ আমেরিকায়
দক্ষিণ চীন সাগরে
25. STATUE OF LIBERTY এর স্থপতির নাম কি?
দ্য গ্যাঁলে
গুস্তাভ
বার্থোলডি
দ্য জোঁ ঝে
26. রাশিয়ার লেনিনগ্রাড শহরের বর্তমান নাম কি?
সেন্ট পিটার্সবার্গ
মস্কো
বাকু
ভলগাগ্রাড
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রশ্ন সমাধান
EED question solution
ব্যাখ্যা: রাশিয়ার লেনিনগ্রাদ শহরের বর্তমান নাম সেন্ট পিটার্সবার্গ, যা নেভা নদীর তীরে অবস্থিত।
27. নিম্নের কোনটি জাতিসংঘের সংস্থা নয়?
আসিয়ান আঞ্চলিক ফোরাম (ARF)
আঞ্চলিক শ্রম সংস্থা (ILO)
আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD)
খাদ্য ও কৃষি সংস্থা (FAO)
28. 'ব্রিসবেন' কোন দেশের সমুদ্র বন্দার?
যুক্তরাজ্য
জার্মানি
অস্ট্রেলিয়া
বেলজিয়াম
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রশ্ন সমাধান
EED question solution
ব্যাখ্যা: ব্রিসবেন অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলের একটি শহর। শহরটি কুইন্সল্যান্ড রাজ্যের রাজধানী এবং ব্রিসবেন নদীর তীরে মোরটন উপসাগরের কাছে অবস্থিত একটি সমুদ্র বন্দর।
29. গ্রেটা থুনবার্গ কে?
অভিনেত্রী
টেনিস খেলোয়ার
জলবায়ু আন্দোলন কর্মী
লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী
ব্যাখ্যা: তথ্য: গ্রেটা থুনবার্গ হলেন সুইডেনের একজন স্কুল শিক্ষার্থীর যিনি ১৫ বছর বয়সে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য সুইডেন সংসদের বাইরে প্রতিবাদ শুরু করেছেন।
30. চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌবাহিনীর ডুবোজাহাজ দুটি নিম্নোক্ত কোন শ্রেণির?
কিলো ক্লাস
মিং ক্লাস
ডলফন ক্লাস
শ্যাং-ক্লাস
31. গ্রীন পিস কী?
পরিবেশ আন্দোলন গ্রুপ
পরিবেশ রক্ষাকারী প্রযুক্তি
বনরক্ষাকারী শ্লোগান
সবুজ বিপ্লব
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
খাদ্য অধিদপ্তর প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: গ্রিনপিস হল একটি বেসরকারী আন্তর্জাতিক পরিবেশবাদি সংস্থা। বিশ্বের পঞ্চান্নটি দেশে এর শাখা রয়েছে যা নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে পরিচালিত হয়। এই সংস্থাটির মূল উদ্দেশ্য পৃথিবী নামক এই গ্রহের সব ধরনের জীববৈচিত্রের প্রতি পালনের জন্য' প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করা।
32. ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর প্রধান কার্যালয় কোথায়?
ফ্রান্স
জার্মানি
নেদারল্যান্ড
হাঙ্গেরি
33. ভারতের বর্তমান রাষ্ট্রপতি কে?
নরেন্দ্র মোদি
প্রণব মুখার্জি
শ্রী রামনাথ কোবিন্দ
প্রতিভা পাতিল
ব্যাখ্যা: তথ্য: ২০২১ সালে ভারতের বর্তমান রাষ্ট্রপতি হলেন "শ্রী রামনাথ কোবিন্দ" রামনাথ কোবিন্দ হলেন ভারতের ১৪ তম রাষ্ট্রপতি। তিনি ২০ জানুয়ারি ২০১৭ সালে ভারতের রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছিলেন। তার পর থেকে এখন অবধি তিনি ভারতের রাষ্ট্রপতি।
34. অলিম্পিক ২০২০ কোথায় অনুষ্ঠিত হয়েছে?
রোম
টোকিও
স্টকহোম
বার্সোলোনা
ব্যাখ্যা: তথ্য: ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিক (জাপানি ২০২০) " টোকিও ২০২০" নামেই অনুষ্ঠিত হয়েছে।
35. যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট শহর কোনটির জন্য বিখ্যাত?
শিপিং
অটোমোবাইল
ঘড়ি
তেল ও প্রাকৃতিক সম্পদ
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রশ্ন সমাধান
EED question solution
ব্যাখ্যা: যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট শহর পৃথিবীর বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র।
36. আফ্রিদি' উপজাতি কোন দেশে বাস করে?
আফগানিস্তান
অস্ট্রেলিয়া
পাকিস্তান
উজবেকিস্তান
37. আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কোন তারিখে পালিত হয়?
১৫ সেপ্টেম্বর
১৫ অক্টোবর
১৫ নভেম্বর
১৫ ডিসেম্বর
38. হাফতার কি?
লিবিয়ার বিদ্রোহী বাহিনী
কুয়েতভিত্তিক আন্তর্জাতিক সাহায্য সংস্থা
ইরানি ক্ষেপণাস্ত্র
কান উৎসবে চলচ্চিত্র পুরষ্কার প্রাপ্ত ছবি
ব্যাখ্যা: তথ্য: খলিফা হাফতার গত চার দশক ধরেই লিবিয়ার রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ চরিত্র।
39. ইরান-ইরাক যুদ্ধবিরতির তদারকির কাজে নিয়োজিত জাতিসংঘের জাতিসংঘের বাহিনী কোন নামে পরিচিত ছিল?
UNIMOG
UNIIMOG
UNGOMAP
UNICEF
ব্যাখ্যা: UNIIMOG (United Nations Iraq-Iran Military Observer Group)।
40. ডোনাল্ড ট্রাম্প আমেরিকার কত তম প্রেসিডেন্ট ?
৪৫
৪৬
৪৪
৪৩
ব্যাখ্যা: তথ্য: রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ৪৫ তম মার্কিন রাষ্ট্রপতি।