বিজ্ঞান MCQ
201. CNG এর মূল উপাদান কী?
অক্সিজেন
মিথেন
ইথেন
অকটেন
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়-২০২২
ইন্সট্রাক্টর-২০২২
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ CNG হল "কম্প্রেসড ন্যাচারাল গ্যাস" এর সংক্ষিপ্ত রূপ। CNG-র প্রধান উপাদান মিথেন। এটি বেশিরভাগ মিথেন দ্বারা গঠিত তবে অল্প পরিমাণে ইথেন এবং প্রোপেন দ্বারা গঠিত।
202. তাপমাত্রা বাড়লে পরিবাহীর রোধ-
বাড়ে
অপরিবর্তিত থাকে
কমে
শূন্য হয়
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়-২০২২
ইন্সট্রাক্টর-২০২২
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ যেহেতু, তাপমাত্রা বৃদ্ধি করলে পরিবাহকের পরিবাহিতা হ্রাস পায় সেহেতু রোধ বৃদ্ধি পাবে। তাছাড়া তাপমাত্রা বাড়ালে পরিবাহকের মুক্ত ইলেকট্রনগুলো উত্তেজিত হয় বলে এদের গতিশক্তি বৃদ্ধি পায় এবং পরিবাহীর মধ্য দিয়ে চলার সময় পরিবাহীর অণুগুলোর সাথে সংঘর্ষে লিপ্ত হয়। ফলে, প্রবাহ চলার পথে বাধার সৃষ্টি করে এবং রোধ বৃদ্ধি পায়।
203. রক্ত তঞ্চনে (Blood Coagulation) সাহায্য ৬৬ করে কোন খনিজ মৌল?
ক্যালসিয়াম
ম্যাগনেশিয়াম
সালফার
ফসফরাস
204. অপটিক্যাল ফাইবার আলোর কোন নীতিতে কাজ করে?
প্রতিফলন
পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন
প্রতিসরণ
অপবর্তন
205. কম খরচের Floor Finish কোনটি?
মারবেল
মোজাইক
Cement concrete flooring
সিরামিক টাইলস
206. কোন আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয় না?
লাল
কমলা
নীল
হলুদ
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়-২০২২
ইন্সট্রাক্টর-২০২২
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ ক্লোরোফিল এর অ্যাবসর্জন সেপেক্ট্রা দেখলে দেখা যায় তা সবুজ ও হলুদে সবচেয়ে কম আলো শোষণ করে (অ্যাবসর্জন সেপেক্ট্রা মিনিমাম)। তাই. পাতার রং সবুজ। তাই প্লাস্টিড (ক্লোরোপ্লাস্ট) বা পাতা বেগুনী, নীল ও লাল, কমলা সবচেয়ে বেশী অ্যাক্সরপসন এবং বেশী স্বালোক সংশ্লেষ হয়।
207. এক বায়ুমণ্ডলীয় চাপ সমান-
১৪.৭ কেজি/সে.মি.
২ ১ কেজি/মি.
১.০৩৩ কেজি/সে.মি.
২ ১.০৩৩ কেজি/মি.
208. ব্রোঞ্জ কোন দুটি ধাতুর সংকর?
অ্যালুমিনিয়াম ও টিন
কপার ও টিন
কপার ও গোল্ড
কপার ও সিলভার
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়-২০২২
ইন্সট্রাক্টর-২০২২
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ ব্রোঞ্জ এক প্রকারের সংকর ধাতু। সাধারণত তামার সাথে বিভিন্ন অনুপাতে টিন মিশিয়ে ব্রোঞ্জ প্রস্তুত করা হয়। তবে অনেক সময় টিন ছাড়াও এতে দস্তা, ম্যাঙ্গানিজ, অ্যালুমিনিয়াম, নিকেল, প্রভৃতি ধাতুও মিশানো হয়।
209. Which power plant is environment friendly?
Nuclear power plant
Gas power plant
Oil power plant
Solar energy
210. কোনটি শব্দের তীব্রতা লেভেল পরিমাপের একক?
হার্টজ
ডেসিবল
প্যাসকেল
টেসলা
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়-২০২২
ইন্সট্রাক্টর-২০২২
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ শব্দের তীব্রতা পরিমাপকের একক ডেসিবেল, কম্পাঙ্কের একক হার্টজ; চাপ পরিমাপকের একক প্যাসকেল এবং চৌম্বক প্রবাহ ঘনত্বের একক টেসলা।
211. কোন রশ্মির ভেদন ক্ষমতা বেশি?
আলফা
বিটা
গামা
সমগুলিরসমান
212. পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষক ত্বরনের মান কত?
শূন্য
9.8m/s²
4.9m/s²
অসীম
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়-২০২২
ইন্সট্রাক্টর-২০২২
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ অভিকর্ষজ ত্বরণ পৃথিবী আর পৃথিবীর ভেতরে কেন্দ্র থেকে দূরত্বের সমানুপাতিক। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান শূন্য।
213. গ্রিন হাউজ কথাটি প্রথম ব্যবহৃত হয় কোন সালে?
১৯৯৬
১৮৯৬
১৮৯০
১৯৫০
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়-২০২২
ইন্সট্রাক্টর-২০২২
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ গ্রীন হাউজ কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন সুইডিস রসায়নবিদ সোভনটে আরহেনিয়াস ১৮৯৬ সালে। পৃথিবীর বায়ুমন্ডলের গড় তাপমাত্রা বৃদ্ধির মাধ্যমে পরিবর্তনশীল আবহাওয়ার প্রতিক্রিয়াকে গ্রীন হাউস ইফেক্ট বলে।
214. কোন ধাতু কক্ষ তাপমাত্রায় তরল থাকে?
রেডিয়াম
প্লোটনিয়াম
জিংক
মার্কারী
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়-২০২২
ইন্সট্রাক্টর-২০২২
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ পারদ ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে। পারদের ভর সংখ্যা ২০০.৫৯। এটি প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে ভারী তরল ধাতু।
215. কোনটি গ্রীন হাউজ গ্যাস নয়?
Water Vapor
CO2
O2
P3
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়-২০২২
ইন্সট্রাক্টর-২০২২
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ পৃথিবীর বায়ুমন্ডলে প্রাথমিক গ্রিনহাউস গ্যাস গুলোর মধ্যে আছে জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড এবং ওজোন।
216. 'সুপার বাগ' কী কাজে ব্যবহৃত হয়?
সমুদ্রের তেল উত্তোলনে
সমুদ্রের তেল অপসারণে
সমুদ্রের গভীরতা নির্ণয়ে
সমুদ্রের সীমানা নির্ণয়ে
217. কত তাপমাত্রায় পানির ঘনত্ব--
১০° সেলসিয়াস
৪° সেলসিয়াস
৪৫° সেলসিয়াস
০° সেলসিয়াস ১০০
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়-২০২২
ইন্সট্রাক্টর-২০২২
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ পানির একমাত্র ব্যতিক্রমী প্রসারণ হচ্ছে-পানির তাপমাত্রা কমিয়ে ৪° সেন্টিগ্রেডে আনলে এর ঘনত্ব সবচেয়ে বেশি হয় এবং ৪° থেকে তাপমাত্রা কমিয়ে আনলে এর ঘনত্ব কমতে থাকে।
218. ক্রোমোসমের গঠন কি?
DNA
RNA
প্রোটিন
DNA এবং প্রোটিন
219. একটি বস্তুর দূরত্ব পরিবর্তনের হারকে বলা হয়-
ত্বরণ
মোমেন্টাম
কোনটি নয়
বেগ
220. কোনটির তরঙ্গ দৈর্ঘ্য বেশি?
লাল আলো
নীল আলো
মাইক্রোওয়েভ
রেডিও ওয়েভ