বিজ্ঞান MCQ
121. রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় ভিটামিনটি হল-
Vitamin K
Vitamin A
Vitamin B
Vitamin C
122. সৌর শক্তির উৎস হলো-
ফিউশন বিক্রিয়া
চেইন বিক্রিয়া
ফিশন বিক্রয়া
রাসায়নিক বিক্রিয়া
123. কাঁদুনে গ্যাসের অপর নাম-
ইথেন
মিথেন
নাইট্রোজেন
ক্লোরোপিক্রিন
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Btv question solution
বাংলাদেশ টেলিভিশন-২০২৩(BPSC)
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
BTV 2023 question
ব্যাখ্যা: টিয়ার গ্যাস বা কাঁদানে গ্যাস এর অন্য নাম (ক্লোরোপিকরিন) কয়েক ধরনের রাসায়নিক যৌগের একীভূত নামকরণ।
124. নিচের কোন পদার্থ প্রকৃতিতে কঠিন, তরল ও বায়বীয় তিন অবস্থাতেই পাওয়া যায়?
পারদ
কপূর
পানি
লবণ
125. ইলেকট্রিক বাল্ব এর ফিলামেন্ট তৈরি করা হয়-
টাংস্টেন
আয়রণ
কার্বন
লেড
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Btv question solution
বাংলাদেশ টেলিভিশন-২০২৩(BPSC)
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
BTV 2023 question
ব্যাখ্যা: বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরিতে টংস্টেন ধাতু ব্যবহার করা হয়।
126. প্রাকৃতিক কোন উৎস থেকে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায়?
সাগর
হ্রদ
বৃষ্টি
নদী
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
junior instructor question solution
ব্যাখ্যা: মৃদু পানির প্রধান উৎস বৃষ্টিপাত। বৃষ্টিপাতের মাধ্যমে সবচেয়ে বেশি পরিমাণ মৃদু পানি পাওয়া যায়। সাগরের পানিতে সাবান বেশি অপচয় হয়। কারণ সাগরে পানিতে অনেক লবণ দ্রবীভূত অবস্থায় থাকে তাই এটা খর পানি হিসেবে বিবেচিত। নদী ও পুকুরের পানিতে লবণ কম বেশি থাকতে পারে কিন্তু বৃষ্টির পানিতে লবণ থাকেনা বল্লেই চলে। এটা মৃদু পানি হিসেবে বিবেচিত।
127. পাওয়ার ট্রান্সমিশন কেন High Voltage এ করা হয়?
বেশি কারেন্ট পাবার জন্য
দূরবর্তী স্থানে ট্রান্সমিশন করার জন্য
ট্রান্সমিশন লাইনের খরচ কমানোর জন্য
উপারের সবকটি
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Btv question solution
বাংলাদেশ টেলিভিশন-২০২৩(BPSC)
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
BTV 2023 question
ব্যাখ্যা:
128. ফোটন শক্তি 'E' এর সমীকরণটি হল-
h/c
hc/
c/h
cha
129. কোনটি পানিতে দ্রবীভূত হয় না?
গ্লিসারিন
ফিটকিরি
ক্যালসিয়াম কার্বনেট
সোডিয়াম ক্লোরাইড
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Btv question solution
বাংলাদেশ টেলিভিশন-২০২৩(BPSC)
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
BTV 2023 question
ব্যাখ্যা: পানিতে দ্রবীভূত হয় না ক্যালসিয়াম কার্বনেট। সোডিয়াম যৌগ বা খাবার লবণ স্বচ্ছ বর্ণহীন কঠিন পদার্থ এবং পানিতে অদ্রবণীয়। চিনি এবং সালফিউরিক অ্যাসিড উভয় পানিতে দ্রবণীয়। পক্ষান্তরে, ক্যালসিয়াম কার্বনেট প্রকৃতিতে চুনাপাথর মার্বেল পাথর ও অন্যান্য রূপে বিদ্যমান বিশুদ্ধ পানিতে অদ্রবণীয় হলেও কার্বন-ডাই-অক্সাইড মিশ্রিত পানিতে দ্রবীভূত হয়।
130. নিচের কোন উপাদানটি বায়ুতে সবচেয়ে বেশি রয়েছে?
কার্বন ডাইঅক্সাইড
অক্সিজেন
নাইট্রোজেন
জলীয় বাষ্প
131. মোটর গাড়ীতে ব্যবহৃত ব্যটারীতে কোন এসিড থাকে?
নাইট্রিক এসিড
হাইড্রোক্লোরিক এসিড
সালফিউরিক এসিড
এসিটিক এসিড
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
junior instructor question solution
ব্যাখ্যা: সালফিউরিক অ্যাসিড 'ব্যাটারি অ্যাসিড' নামেও পরিচিত যা গাড়ির ব্যাটারিতে ব্যবহৃত হয়। সালফিউরিক অ্যাসিড এবং জলের মিশ্রণ একটি সীসা-অ্যাসিড ব্যাটারিতে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে ব্যবহৃত হয়। সালফিউরিক অ্যাসিড সার, রাসায়নিক, রং, বিস্ফোরক, ডিটারজেন্ট তৈরিতেও ব্যবহৃত হয়।
132. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে কী ব্যবহৃত হয়?
প্লুটোনিয়াম
ইউরোনিয়াম
ডিউটেরিয়াম
পলোনিয়াম
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
junior instructor question solution
ব্যাখ্যা: পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রধান জ্বালানি হচ্ছে ইউরেনিয়াম।
133. AC প্রবাহ কে DC প্রবাহে রূপান্তর করতে কোন ডিভাইসটি ব্যবহার করা হয়?
ডায়োড
জেনারেটর
ট্রানজিস্টার
অ্যামপ্লিফায়ার
134. দ্বিপদ নামকরণে দ্বিতীয় নামটি নির্দেশ করে-
প্রজাতি
বর্গ
রাজ্য
শ্রেণি
135. একটি বৈদ্যুতিক বাতির গায়ে 100W-220V লেখা আছে। বাতিটির রোধ কত?
200 Ω
400 Ω
300 Ω
220 Ω
136. যে ডিভাইস এক ধরনের শক্তিকে অন্য শক্তিতে রূপান্তর করতে পারে তাকে কি বলে?
ডায়োড
ক্লিপার
ট্রান্সডিউসার
অ্যামপ্লিফায়ার
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Btv question solution
বাংলাদেশ টেলিভিশন-২০২৩(BPSC)
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
BTV 2023 question
ব্যাখ্যা:
137. ডেঙ্গুজ্বর নিচের কোন ধরনের 'মশার' মাধ্যমে ছড়াই?
পুরুষ এডিশ মশা
পুরুষ অ্যানোফিলিস মশা
স্ত্রী কিউলেক্স মশা
স্ত্রী এডিস মশা
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
junior instructor question solution
ব্যাখ্যা: ডেঙ্গু জ্বর (সমার্থক ভিন্ন বানান ডেঙ্গি) একটি এডিস মশা বাহিত ডেঙ্গু ভাইরাস জনিত গ্রীষ্ম মন্ডলীয় রোগ। এডিস মশার কামড়ের মাধ্যমে ভাইরাস সংক্রমণের তিন থেকে পনেরো দিনের মধ্যে সচরাচর ডেঙ্গু জ্বরের উপসর্গগুলো দেখা দেয়।
138. কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল। একই পাঠ দেখায়?
160°C
-40°C
160°C 40°C
-160°C
139. আপেক্ষিক তত্ত্ব অনুসারে নিচের কোনটি ধ্রুব?
দৈর্ঘ্য
ভর
সময়
আলোর দ্রুতি
140. ধাতব কার্বোনেটের সাথে এসিডের বিক্রিয়ায় উৎপন্ন হয়-
লবণ
পানি
কার্বন ডাইঅক্সাইড
সবগুলো