বিজ্ঞান MCQ
61. বল ও সরণের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হলে কাজের মান শূন্য হবে?
০
৯০
৬০
১৮০
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
পায়রা বন্দর কতৃপক্ষ প্রশ্ন সমাধান
PPA question solution
ব্যাখ্যা: বল ও সরণের মধ্যবর্তী কোণ ১৮০ ডিগ্রি হলে কাজের মান শূন্য হবে। কারণ, বল ও বলের দিকে সরণ কাজ কিন্তু কল ও বলের বিপরীত দিকে সরণ কাজ বলে গণ্য হবে না।
62. কাস্ট আয়রণ- প্রতিক্রিয়ায় আহরিত হয়
বেইজমার
সিমেন্টেশন
ক্রসিবল
ফার্নেস
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
পায়রা বন্দর কতৃপক্ষ প্রশ্ন সমাধান
PPA question solution
ব্যাখ্যা: ফার্নেস প্রতিক্রিয়ায় কাস্ট আয়রণ আহরিত হয়।
63. ভূমিকম্পে সৃষ্ঠ তরঙ্গ কি ধরণের-
আড় তরঙ্গ
লাম্বিক তরঙ্গ
আড় ও লাম্বিক তরঙ্গ
স্থির তরঙ্গ
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
পায়রা বন্দর কতৃপক্ষ প্রশ্ন সমাধান
PPA question solution
ব্যাখ্যা: When seismic waves are first created, they travel outwards in all direction from their source. Body waves travel through the interior of the earth, and have two main types:
P- Waves (Primary waves)
are Longitudinal Waves. (লাম্বিক তরঙ্গ)
S-Waves (Secondary waves)
are Transverse Waves. (আড় তরঙ্গ)
64. কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস্য?
তেল
গ্যাস
কয়লা
সমুদ্রের ঢেউ
65. গাছ থেকে আমটি মাটিতে পড়ল। এটি কোন ধরনের বলের উদাহরণ?
চৌম্বক বল
তড়িৎ চৌম্বক বল
নিউক্লীয় বল
মহাকর্ষ বল
66. ব্যাকটেরিয়া কী?
জড় বস্তু
উদ্ভিদ
প্রাণী
অণুজীব
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
শিক্ষক নিবন্ধন সাজেশন
১৮ তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন ও সমাধান
NTRCA question solution
10-18th ntrca question solution
ব্যাখ্যা: ব্যাখ্যা: ব্যাকটেরিয়া হলো এক প্রকারের আদি নিউক্লিয়াসযুক্ত, অসবুজ, এককোষী অণুজীব। এরা এবং (আরকিয়া) গুলো প্রোক্যারিয়ট (প্রাক-কেন্দ্রিক)। ব্যাকটেরিয়া আণুবীক্ষণিক জীব। বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েন হুক সর্বপ্রথম ১৬৭৫ খ্রিস্টাব্দে বৃষ্টির পানির মধ্যে নিজের তৈরি সবল অণুবীক্ষণযন্ত্রের নিচে ব্যাকটেরিয়া পর্যবেক্ষণ করেন। আদিকোষী অণুজীবদের একটি বিরাট অধিজগৎ ব্যাকটেরিয়া নিয়ে গঠিত। সাধারণত দৈর্ঘ্যে কয়েক মাইক্রোমিটার ব্যাকটেরিয়ার বিভিন্ন ধরনের আকৃতি রয়েছে, গোলকাকৃতি থেকে দণ্ডাকৃতি ও সর্পিলাকার পর্যন্ত ব্যাপ্ত। গোড়ার দিকে পৃথিবীতে যেসব রূপে প্রাণের আবির্ভাব ঘটেছিল, ব্যাকটেরিয়া তাদের মধ্যে অন্যতম। পৃথিবীর অধিকাংশ আবাসস্থলেই ব্যাকটেরিয়া বিদ্যমান রয়েছে। ব্যাকটেরিয়া মাটি, জল, আম্লিক উষ্ণ ঝরনা, তেজস্ক্রিয় বর্জ্য এবং ভুঙ্গকের গভীর জীবমণ্ডলে বাস করে। ব্যাকটেরিয়া উদ্ভিদ ও প্রাণীর সাথে মিথোজীবী ও পরজীবী সংসর্গেও বাস করে। বেশিরভাগ ব্যাকটেরিয়া চিহ্নিত হয়নি এবং মাত্র প্রায় ২৭ শতাংশ ব্যাকটেরিয়া পর্বের প্রজাতিগুলোকে গবেষণাগারে আবাদ (Culture) করা যায়। মাইক্রোবায়োলজির যে শাখায় ব্যাকটেরিয়া নিয়ে অধ্যয়ন করা হয় তাকে ব্যাক্টেরিওলজি বলে। [তথ্যসূত্রঃ সাধারণ বিজ্ঞান নবম দশম শ্রেণি]
67. একটি মুদ্রা ২ বার নিক্ষেপ করলে অন্তত ১ বার Head পড়ার সম্ভাবনা কত?
১/২
২/৩
৩/৪
১
68. ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে?
পিত্তথলি
লিভার
অগ্ন্যাশয়
পিটুইটারী গ্রন্থি
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
খাদ্য অধিদপ্তর প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: 'প্যানক্রিয়াস'. (Pancreas) এর বাংলা প্রতিশব্দ 'অগ্ন্যাশয়' মানব দেহের 'প্যানক্রিয়াস' নামক গ্রন্থির 'আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স নামক অংশ হতে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণকারী হরমোন 'ইনসুলিন' নিঃসৃত হয়।
69. কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি?
শূন্য
কঠিন মাধ্যম
তরল মাধ্যম
বায়বীয় মাধ্যম
ব্যাখ্যা: কঠিন মাধ্যমে শব্দের গতিবেগ সর্বাধিক, তরলে এই গতিবেগ কঠিনের তুলনার অপেক্ষাকৃত কম এবং গ্যাসীয় মাধ্যমে তা সর্বনিম্ন।
70. গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘণ্টা আগে?
৬ ঘণ্টা
৫ ঘন্টা
৪ ঘণ্টা
৩ ঘণ্টা
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
শিক্ষক নিবন্ধন সাজেশন
১৮ তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন ও সমাধান
NTRCA question solution
10-18th ntrca question solution
ব্যাখ্যা: ব্যাখ্যা: গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ ৬ ঘণ্টা আগে। জিএমটি বা গ্রীনিচ মান সময় (ইংরেজি: Greenwich Mean Time) এক ধরনের আন্তর্জাতিক মানদণ্ডে প্রণীত সময় পদ্ধতি। এ সময় অঞ্চলটি যুক্তরাজ্য, পর্তুগালসহ পৃথিবীর বিভিন্ন দেশে অনুসরণ করা হয়। [তথ্যসূত্রঃ বাংলাপিডিয়া]
71. পরম শূন্য তাপমাত্রা কোনটি?
273 C
-273 C
0.C
0.k
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
খাদ্য অধিদপ্তর প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: যে নিম্ন তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন শূন্য তাকে পরম তাপমাত্রা বলে। সাধারণত -273 সেলসিয়াসকে পরম শূন্য তাপমাত্রা বলা হয়।
72. কোথায় বস্তুর ওজন সবচেয়ে কম?
ভূ-পৃষ্ঠে
মেরু অঞ্চলে
নিরক্ষীয় অঞ্চলে
পৃথিবীর কেন্দ্রে
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
শিক্ষক নিবন্ধন সাজেশন
১৮ তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন ও সমাধান
NTRCA question solution
10-18th ntrca question solution
ব্যাখ্যা: ব্যাখ্যা: মেরু অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে বেশি, কেননা এখানে অভিকর্ষজ ত্বরণ ও এর মান সবচেয়ে বেশি। পৃথিবীর কেন্দ্রে g- এর মান শূন্য বিধায় বস্তুর ওজন শূন্য। বিষুব অঞ্চলে g- এর মান সবচেয়ে কম বিধায় সেখানে বস্তুর ওজন সবচেয়ে কম। খনির ভেতর ভূপৃষ্ঠের তুলনায় এ এর মান কম বিধায় ভূপৃষ্ঠে বস্তুর ওজনের তুলনায় খনির ভেতর বস্তুর ওজন কম। [তথ্যসূত্রঃ সাধারণ বিজ্ঞান নবম দশম শ্রেণি]
73. অতি বেগুনি রশ্মি কোথা থেকে আসে?
চন্দ্র
তারকা
সূর্য
ব্ল্যাক হোল
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
শিক্ষক নিবন্ধন সাজেশন
১৮ তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন ও সমাধান
NTRCA question solution
10-18th ntrca question solution
ব্যাখ্যা: ব্যাখ্যা: অতিবেগুনী রশ্মি এক ধরনের তড়িৎ চুম্বকীয় বিকিরণ যার তরঙ্গদৈর্ঘ্য দৃশ্যমান আলোর চেয়ে ছোট এবং রঞ্জন রশ্মির চেয়ে বড়। এই রশ্মি আসে সূর্য থেকে। [তথ্যসূত্রঃ বাংলাপিডিয়া]
74. স্ট্রিট ভাইরাস কোন রোগের জীবাণুর নাম?
টিটেনাস
রেবিস
হাম
যক্ষ্মা
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
খাদ্য অধিদপ্তর প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: 'স্ট্রিট ভাইরাস' (Street Virus) র্যাবিস রোগের জীবাণুর নাম।
75. আধুনিক জেন্ট বিমান কোন সূত্র ব্যবহার করে চালানো হয়?
অভিকর্ষ সূত্র
নিউটনের গতি সূত্র
ফ্যারেডের সূত্র
ভরবেগের নিত্যতা সূত্র
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
পায়রা বন্দর কতৃপক্ষ প্রশ্ন সমাধান
PPA question solution
ব্যাখ্যা: নিউটনের গতি তৃতীয় সূত্র, প্রত্যেকটি ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এই মূলনীতি কাজে লাগিয়ে আধুনিক জেট বিমান চালানো হয়। জ্বালানীর নিম্নমুখী চাপ রকেটকে বা জেটকে উদ্ধমুখী ঠেলে দেয়।
76. ইয়ং এর গুণাঙ্ক কার সবথেকে বেশি
রাবার
তামা
স্বর্ণ
ইস্পাত
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
পায়রা বন্দর কতৃপক্ষ প্রশ্ন সমাধান
PPA question solution
ব্যাখ্যা: স্থিতিস্থাকতা রাবারের সবথেকে বেশি হলেও ইয়ং এর গুণাঙ্ক তার সবথেকে বেশি ইস্পাতের।
77. রক্তনালীতে রক্ত জমাট না বাঁধার জন্য দায়ী কোনটি?
হেপারিন
হিস্টোমিন
হিমোগ্লোবিন
লিম্ফোসাইট
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
খাদ্য অধিদপ্তর প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: দেহাভ্যন্তরে রক্ত জমাট বাঁধে না কারণ রক্তের মধ্যে হেপারিন নামক রাসায়নিক পদার্থ থাকে। তাছাড়া রক্তের ক্রমাগত সঞ্চালনের কারণ দেহের অভ্যন্তরে রক্ত জমাট বাঁধে না।
78. খাদ্যশক্তি কিসের মাধ্যমে পরিমাপ করা হয়?
জুল
কিলো জুল
ক্যালরি
কিলো ক্যালরি
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
শিক্ষক নিবন্ধন সাজেশন
১৮ তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন ও সমাধান
NTRCA question solution
10-18th ntrca question solution
ব্যাখ্যা: ব্যাখ্যা: একটি খাদ্যদ্রব্য বা পানীয় থেকে যে পরিমাণ শক্তি পাওয়া যায় তা পরিমাপ করা হয় ক্যালোরি দিয়ে। একজন পুরুষের দৈনিক ২৫০০ কিলোক্যালোরি এবং একজন নারীর দৈনিক ২০০০ কিলোক্যালোরি দরকার হয় তাদের শরীরকে কর্মক্ষম রাখার জন্য- শ্বাস নেয়া থেকে শুরু করে দৌড়ানো পর্যন্ত সবকিছু এর অন্তর্ভুক্ত। ক্যালরি শক্তির একটি একক, পুষ্টিবিজ্ঞানে যার বহুল ব্যবহার রয়েছে। ঐতিহাসিক কারণে ক্যালরির দুইটি একক বহুল প্রচলিত। "ক্ষুদ্র ক্যালরি বা গ্রাম ক্যালরি (সচরাচর যাকে ক্যাল বলে উল্লেখ করা হয়) বলতে বুঝায় ১ গ্রাম পানির তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস বা ১ ডিগ্রি কেলভিন বৃদ্ধি করতে ব্যয়িত তাপশক্তি। [তথ্যসূত্রঃ বাংলাপিডিয়া]
79. কোন ধর্মেও কারণে বৃষ্টির ফোটা গোলাকার হয়-
সংশক্তি
সংযুক্তি
সান্দ্রতা
তলটান
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
পায়রা বন্দর কতৃপক্ষ প্রশ্ন সমাধান
PPA question solution
ব্যাখ্যা: সংশক্তি বলের কারণে জলের ফোটাগুলো গোলক আকার ধারণের প্রবণতা দেখা যায়। তাহলেই বুঝতে পারছো তরল পদার্থের বিশেষ
আকৃতির (গোলাকার) জন্য পৃষ্ঠটান বা তলটান দায়ী।
80. ঘড়ির কাঁটার গতি কি ধরনের গতি?
রৈখিক গতি
পর্যায়বৃত্ত গতি
স্পন্দন গতি
উপবৃত্তাকার গতি