হাইড্রোলিক্স MCQ
401. সিমেন্ট মর্টারের কম্প্রেসিভ টেস্টের জন্য ব্যবহৃত কিউব এর ডাইমেনশন কত?
2cm × 2cm × 2cm
4"x4"x4"
4cm x 4cm x 4cm
2"x2"x2"
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-LGED(২৬-৭-২০১৯)
LGED-2019
ব্যাখ্যা: নোট: সঠিক ডাইমেনশন, 7cm x7cm×7cm
402. ১:৩:৬ অনুপাতে ১০০ cft কংক্রিটে সিমেন্ট প্রয়োজন-
১১ ব্যাগ
৯ ব্যাগ
১২ ব্যাগ
১০ ব্যাগ
403. রেলওয়েতে সাধারণত কোনটিকে আদর্শ Sleeper ধরা হয়?
Wooden Sleeper
Cast iron Sleeper
Concrete Sleeper
Steel Sleeper
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-LGED(২৬-৭-২০১৯)
LGED-2019
ব্যাখ্যা: ব্যাখ্যা: রেলওয়েতে কংক্রিট স্লিপারকে আদর্শ স্লিপার ধরা হয়। কারণ কংক্রিট স্লিপার দীর্ঘকাল টিকে থাকে, পোকামাকড়ে আক্রান্ত করতে পারে না এবং এগুলো দাহ্য নয়। এগুলোর তলদেশ সমতল বিধায় স্থাপন ও রক্ষণাবেক্ষণ সহজ।
404. পানযোগ্য পানির সর্বাধিক As কত হতে পারে?
50 ppb
40 ppb
30 ppb
10 ppb
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-LGED(২৬-৭-২০১৯)
LGED-2019
ব্যাখ্যা: ব্যাখ্যা: As-এর পরিমাণ 50 ppb বা 0.05ppm
405. Beam-এর Inflection point-এ বেন্ডিং মোমেন্ট কত?
সর্বনিম্ন
শূন্য
কোনোটিই নয়
সর্বোচ্চ
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-LGED(২৬-৭-২০১৯)
LGED-2019
ব্যাখ্যা: ব্যাখ্যা: বিমের যে সেকশনে বা বিন্দুতে বেন্ডিং মোমেন্টের মান শূন্য অর্থাৎ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের যে বিন্দুতে বেন্ডিং মোমেন্ট চিহ্ন পরিবর্তন করে, তাকে ইনফ্লেকশন পয়েন্ট বলে।
406. L-মিটার দৈর্ঘ্যবিশিষ্ট একটি সাধারণ বিমের উপর w kg/m (নিজ ভরসহ) বিস্তৃত লোড কাজ করলে সর্বোচ্চ 'শিয়ার বল' কত হবে?
wL/2 kg
wL²/4 kg
wL²/8 kg
wL/3 kg
407. Which spelling is correct?
chocollate
chocolatte
chocklate
chocolate
408. 60 grade steel বলতে কী বুঝায়?
L = 60 inch
কোনোটিই নয়
f, = 60 ksi
f₁ = 60 ksi
409. Cement-এর Specific Gravity কত?
২.৬৭
২.১৫
৩.১৫
৩.৫০
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-LGED(২৬-৭-২০১৯)
LGED-2019
ব্যাখ্যা: ব্যাখ্যা: সিমেন্টের Specific Gravity বলতে নির্দিষ্ট আয়তনের সিমেন্টের সাথে সম আয়তনের পানির আয়তনের অনুপাতকে বুঝায়। পোর্টল্যান্ড সিমেন্টের ক্ষেত্রে তা ৩.১-৩.১৬gm/ex হয়ে থাকে। তবে আদর্শ মান ৩.১৫ ধরা হয়ে থাকে।
410. Subjective প্রকল্প অনুমোদনের সাথে সংশ্লিষ্ট কোনটি?
Planning Commission
Construction Supervision
Material testing
Tendering Authority
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-LGED(২৬-৭-২০১৯)
LGED-2019
ব্যাখ্যা: ব্যাখ্যা: Planning commission মূলত যে-কোনো ধরনের সংস্থা, যার মাধ্যমে বিভিন্ন ধরনের প্রকল্প অনুমোদন প্রদান করে থাকে।
411. ক্যান্টিলিভার বিমের Main Reinforcement কোথায় থাকে?
Bottom of the beam section
Top of the beam section
Top & Bottom of the beam section
Middle of the beam section
412. RFP বলতে কী বুঝায়?
Request for Project
Request for Proposal
Request for Promotion
Request for Procurement
413. যদি A এবং B স্থানের staff reading যথাক্রমে 5.70 ft এবং 6.85 ft হয় এবং A স্থানের R.L = 1001 হয়, তাহলে B স্থানের R.L. কত হবে?
98.85ft
102.5ft
105.6ft
101.15ft
414. একটি মানচিত্রে RF (Representative Fraction) এর মান 1: 10,000। একটি জরিপ রেখার প্রকৃত দৈর্ঘ্য 500 মিটার হলে, মানচিত্রে তার দৈর্ঘ্য কত হবে?
৫ সেন্টিমিটার
৫ মিলিমিটার
৫ ইঞ্চি
৫ মিটার
415. ১ মিটার কত ফুটের সমান?
৩.৩৫০৫
৩.৩৮০২
৩.৫০০
৩.২৮০৮
416. পানির pH = 6.5 হলে তা-
Industrial water
Alkaline water
Acidic water
Neutral water
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-LGED(২৬-৭-২০১৯)
LGED-2019
ব্যাখ্যা: ব্যাখ্যা: পানির Acidic Range 0 হতে 7 পর্যন্ত।
417. কোন পদার্থটি কোয়াগুলেন্ট (Coagulant) হিসেবে ব্যবহৃত হয় না?
ফেরিক সালফেট
সোডিয়াম অ্যালুমিনেট
ব্লিচিং পাউডার
ফিটকিরি
418. ASTM-এর পূর্ণরূপ কী?
American Society of Testing Materials
American Society for Testing and Materials
American Standard of Test and Mechanics
American Standard of Testing Materials
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-LGED(২৬-৭-২০১৯)
LGED-2019
ব্যাখ্যা: ব্যাখ্যা: ACI = American Concrete Institute. AASHO American Association of State Highway Officials. AREA American Railway Engineering Association. BNBC = Bangladesh National Building Code.
419. দুটি বল P ও Q (P>Q) একই সরল রেখায় পরস্পর বিপরীতমুখীভাবে কাজ করলে বলদ্বয়ের লব্ধি কত হবে?
P+P
P-Q
P.Q
P+Q
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-LGED(২৬-৭-২০১৯)
LGED-2019
ব্যাখ্যা: ব্যাখ্যা: Pও বল দুটি একই সরল রেখায় একই দিকে কাজ করলে বলদ্বয়ের লব্ধি, R=P+Q Pও বল দুইটি পরস্পর সমকোণে কাজ করলে বলদ্বয়ের লব্ধি, R=VP+Q
420. Length Comparator যন্ত্রটি সিমেন্টের কোন test-এর জন্য ব্যবহৃত হয়?
Normal consistency test
Soundness test
Setting time test
Fineness test