EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

হাইড্রোলিক্স MCQ
361. কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল?
লিথিয়াম
সোডিয়াম
পারদ
ইউরেনিয়াম
ব্যাখ্যা: ব্যাখ্যা: পারদের আপেক্ষিক গুরুত্ব 13.6 এবং এটি সাধারণ তাপমাত্রায় যে-কোনো ভাবে ব্যবহার করা যায়।
363. Structure-এর যে অংশটি ওজনকে মাটিতে Transfer করে, তাকে বলে-
Superstructure
Foundation
Frame of structure
Plinth
ব্যাখ্যা: ব্যাখ্যা: Supperstructure-এর সকল লোডকে সমভাবে মাটিতে Transfer করার জন্য Foundation ব্যবহৃত হয়।
364. Rapid hardening Cement-এর initial setting time সর্বনিম্ন কত?
৩০ মিনিট
১ ঘন্টা
৪ ঘন্টা
৮ ঘণ্টা
ব্যাখ্যা: ব্যাখ্যা: সর্বনিম্ন যে সময়ের মধ্য সিমেন্টের জমাটবদ্ধতা শুরু হয় তাকে Initial setting time বলে। এর Initial setting time 30 মিনিট।
365. Spiral Column-এ 16mm ব্যাসের কমপক্ষে কয়টি রড ব্যবহার করা যায়?
৬টি
৮টি
৫টি
৪টি
366. মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে-
নাইট্রোজেন
কার্বন ডাই-অক্সাইড
হাইড্রোজেন
অক্সিজেন
ব্যাখ্যা: ব্যাখ্যা: N₂ মাটির উর্বরতা বৃদ্ধিতে সহায়ক। ইউরিয়া সার মূলত নাইট্রোজেন ধারণকারী সার।
367. Retaining Wall সাধারণত প্রয়োজন হয়?
For Hill Road
Masonry Dams
Wing Wall
For all of them
ব্যাখ্যা: ব্যাখ্যা: মাটি বা অন্য কোনো পদার্থের পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিরোধের জন্য নির্মিত কাঠামোকে Retaining Wall বলে।
369. Oil Paint-এর কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান-
Thinner
Vehicle
Pigment
সবগুলো
373. Optical Square নিচের কোন Angles Measure-এর জন্য ব্যবহার হয়?
Refraction
Reflection
Double Refraction
Double reflection
374. Flexible Pavement-এর ক্ষেত্রে কোনটি সঠিক?
Surface-Base-Subbase
Base-Surface-Subgrade
Surface-Subgrade-base
Base-Subbase-Surface layer
ব্যাখ্যা: ব্যাখ্যা: Flexible Pavement-এর অংশগুলো- সারফেস ফোর্স, বেস ফোর্স, সাববেস ফোর্স এবং সাবগ্রেড।
375. নিচের কোনটির Fire resisting property রয়েছে-
Marble
Lime stone
Compact sand
stone Granit
ব্যাখ্যা: ব্যাখ্যা: Fire resistance এবং ক্ষয় প্রতিরোধী হিসাবে Lime stone ব্যবহার করা হয়ে থাকে।
376. শক্তি প্রয়োগের দিক বরাবর একটি Bar-এর যে পরিবর্তন। হয়, তাকে কী বলা হয়?
Linear strain
Lateral Strain
Volumetric Strain
Shear Strain
ব্যাখ্যা: ব্যাখ্যা: লোড প্রয়োগে যে-কোনো Bar তার দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি হওয়াকে Linear strain বলে।
377. বস্তুর ওজন কোন স্থানে সবচেয়ে বেশি?
পাহাড়ের উপর
বিষুব অঞ্চলে
মেরু অঞ্চলে
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে ২-এর ৭৫ বেশি, যা 9.83 ms মান বাড়ে।
380. ৫" পুরু Brick work-এর জন্য Cement-Sand mortar-এর অনুপাত-
১৪৩
১৪৪
১৪৬
১৪৮
ব্যাখ্যা: ব্যাখ্যা: Brick work-এর জন্য Cemen- sand-এর Morier-এর সঠিক অনুপাত ১৪৪