আন্তর্জাতিক প্রশ্ন MCQ
81. '২০৩০ সালের মধ্যে বিশ্বের দরিদ্র নারী, পুরুষ ও শিশুর সংখ্যা অর্ধেক কমিয়ে আনতে হবে'- এটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার কোন অভীষ্ট লক্ষ্য?
টার্গেট ১-১
টার্গেট ১-২
টার্গেট ১-৩
টার্গেট ১-৪
82. Global Vaccine Summit অনুষ্ঠিত হয়-
৫ মে ২০২০
৪ জুন ২০২০
৬ জুলাই ২০২০
৮ আগষ্ট ২০২০
83. বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা এর প্রস্তাবক হচ্ছে-
চীন
জাপান
ডেনমার্ক
সুইডেন
84. 'বেল্ট অ্যান্ড রোড' কার্যক্রম শুরু হয়:
২০০০ সালে
২০০১ সালে
২০১৩ সালে।
২০১৬ সালে
ব্যাখ্যা: ব্যাখ্যা: চীনা উদ্যোগ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) হচ্ছে এশীয় বিশ্বায়নের কর্মসূচি, যার কার্যক্রম শুরু হয় ২০১৩ সাল থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে নব্বই দশকের গোড়ার বিশ্বায়নকে বলা হচ্ছে বিশ্বায়ন ১.০। আর বিআরআই প্রকল্প পুরোদমে বাস্তবায়িত হলে এটি হয়ে উঠবে বিশ্বায়ন ২.০। বিআরআই মূলত একুশ শতাব্দীর বৃহত্তম উন্নয়ন প্রকল্প যাতে বিশ্বের সবচেয়ে বেশি দেশ (৬৮টি), ৬০ শতাংশ বিশ্ব জনসংখ্যা এবং ৪০ শতাংশ জিডিপি নিয়ে গঠিত। 'বিআরআই' প্রকল্পের নাম প্রথমে ছিল 'ওয়ান বেল্ট ওয়ান রোড (OBOR)। কিন্তু, 'ওয়ান' বা একক কথাটার মধ্যে একাধিপত্যের লক্ষণ থাকায় বিআরআই নামকরণ করা হয়।
85. নোবেল বিজয়ী নারী কয়জন?
৫০ জন
৫৭ জন
০৩ জন
০৭ জন
ব্যাখ্যা: [Note: নোবেল পুরস্কার-২০২২ পর্যন্ত নোবেল বিজয়ী নারীর সংখ্যা ৬০ জন (৬১ বার)। উল্লেখ্য, নোবেল। বিজয়ী প্রথম নারী মেরি কুরি। অর্থনীতি, সাহিত্য, শান্তি, চিকিৎসায় নোবেল বিজয়ী প্রথম নারী হলেন যথাক্রমে ইলিনর অস্ট্রম (যুক্তরাষ্ট্র), সেলমা লাগেরলফ (সুইডেন), বার্থাভন সুটনার (অস্ট্রিয়া) এবং গার্টি কোরি (যুক্তরাষ্ট্র)।।
86. 'বান্দা আচেহ' কোথায় অবস্থিত?
ইন্দোনেশিয়া
থাইল্যান্ড
ফিলিপাইন
কম্বোডিয়া
87. কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়?
সাইপ্রাস
আলজেরিয়া
ইস্টোনিয়া
মাল্টা
ব্যাখ্যা: ব্যাখ্যা ১৯৫৭ সালের ২৫ মার্চ ইউরোপের ছয়টি দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যা 'রোম চুক্তি' নামে পরিচিত। এই চুক্তির ফলে ইউরোপীয় অর্থনৈতিক সম্প্রদায় আত্মপ্রকাশ করে। ১৯৯২ সালের ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের ম্যাসট্রিক্টে ইউরোপীয় সম্প্রদায়ের সদস্যদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের ফলে ১২টি দেশ নিয়ে ১৯৯৩ সালের ১ নভেম্বর যাত্রা শুরু করে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়নের অভিন্ন একক মুদ্রা হলো ইউরো, যা ১৯৯৯ সালে চালু হয়। বর্তমানে ২৭টি দেশের মধ্যে ২০টিতে এই মুদ্রা চালু আছে। সাইপ্রাস, এস্তোনিয়া ও মাল্টা তিনটি দেশ একই সালে তথা ২০০৪ সালে ইউরোপীয় ইউনিয়নে যোগদান করেন।
88. তিব্বত একটি-
উপত্যকা
দ্বীপ
উপদ্বীপ
মরুভূমি
ব্যাখ্যা: ব্যখ্যা উপত্যকা হলো দুইটি পাহাড়ের মধ্যে অবস্থিত। সমতল বা অসমতল এবং ঢালু প্রশস্ত ভূমিক্ষেত্র, যার ভিতর দিয়ে নদী প্রবাহিত হতেও পারে আবার নাও হতে পারে। অন্যদিকে, তিনদিকে জলভাগ দ্বারা বেষ্টিত স্থলভাগকে উপদ্বীপ বলে। যেমন- কোরীয় উপদ্বীপ অন্যদিকে, চারদিকে জল দ্বারা পরিবেষ্টিত ভূখণ্ডকে দ্বীপ বলে। যেমন- বোর্নিও। সুতরাং সঠিক উত্তর হবে। তিব্বত একটি উপত্যকা।
89. কোন দেশটি সম্প্রতি ইসরাইলের সাথে কুটনতিক সম্পর্ক স্থাপন করেছে?
সৌদিআরব
কুয়েত
সংযুক্ত আরব আমিরাত
ওমান
90. কোন দিনটি বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালিত হয়?
৫ জুন
১০ জুন
২০ জুন
২৫ জুন
91. ফেসবুকের সদর দপ্তর কোথায় অবস্থিত?
সিয়াটল
ক্যালিফোর্নিয়া
ওয়াশিংটন
নিউইয়র্ক
ব্যাখ্যা: ব্যাখ্যা সামাজিক যোগাযোগের অন্যতম ও জনপ্রিয় মাধ্যম যাত্রা শুরু হয় ৪ ফেব্রুয়ারি ২০০৪। মার্ক জাকারবার্গ এটি প্রতিষ্ঠা করেন। জনপ্রিয় এই প্ল্যাটফর্মটির সদর দপ্তর অবস্থিত ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে।
92. বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক-২০২৩ অনুযায়ী কোন দেশটি সবচেয়ে বেশি সন্ত্রাসবাদের ঝুঁকির মধ্যে?
আফগানিস্তান
মায়ানমার
পেরু
মালি
93. কোনটি প্রাচীন সভ্যতা?
গ্রিস
মেসোপটেমিয়া
রোম
সিন্ধু
94. 'Elephant Pass' অবস্থিত-
থাইল্যান্ড
দক্ষিণ আফ্রিকা
শ্রীলঙ্কা
মালয়েশিয়া
95. পৃথিবীর গভীরতম স্থান:
ম্যারিয়ানা ট্রেঞ্চ
ডেড সী
বৈকাল হ্রদ
লোহিত সাগর
96. কপ-২৮ সম্মেলনটি কী সম্পর্কিত?
শরণার্থীর অধিকার
জ্বালানি নিরাপত্তা
সমুদ্র সীমানা
জলবায়ু পরিবর্তন
97. 'ভিক্টোরিয়া ডেজার্ট' কোথায় অবস্থিত?
কানাস্তা
পশ্চিম আফ্রিকা
নর্থ আমেরিকা
অস্ট্রেলিয়া
ব্যাখ্যা: ব্যাখ্যা ভিক্টোরিয়া ডেজার্ট বা গ্রেট ভিক্টোরিয়া ডেজার্ট হলো দক্ষিণ ও পশ্চিম অস্ট্রেলিয়ার সমতল তৃণভূমি, নোনা হ্রদ, বালির স্তূপ এবং মুড়ি পাথরের ঘন সন্নিবিষ্ট অঞ্চল নিয়ে অবস্থিত অস্ট্রেলিয়ার বৃহত্তম মরুভূমি। এর আয়তন প্রায় ৪,২২,৪৬৬ বর্গকিমি। ভিক্টোরিয়া মরুভূমিতে তুলনামূলকভাবে অনেক বজ্রঝড় হয়। উল্লেখ্য, বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর 'গ্রেট ব্যারিয়ার রিফ' অস্ট্রেলিয়ার পূর্বে প্রশান্ত মহাসাগরে অবস্থিত। তাছাড়া বিশ্বের বৃহত্তম মরুভূমি 'সাহারা মরুভূমি' আফ্রিকা মহাদেশে অবস্থিত।
98. কোন তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পনরায় আরাপে করে?
১০ আগস্ট, ২০২০
১৯ সেপ্টেম্বর, ২০২০
১৮ অক্টোবর, ২০২০
১৫ জুলাই, ২০২০
99. উন্নয়নশীল দেশসমূহের বৈশ্বিক জোট 'জি-৭৭' এর বর্তমান সদস্য সংখ্যা কত?
১০৫
১২৫
১১৫
১৩৫
100. আলেপ্পা শহরটি কোন দেশে অবস্থিত?
ইরান
জর্ডান
ইরাক
সিরিয়া