ডিজাইন অব স্ট্রাকচার MCQ
সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিজাইন অব স্ট্রাকচার সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Design of Structure all MCQ, Civil Engineering MCQ
41. ACI কোড অনুসারে কলামের মোট ক্ষেত্রফল কোনটির কম নয়?
560 cm²
620 cm²
850 cm³
920 cm²
42. একমুখী স্ল্যাবের লম্বালম্বি দিকে কল্পিত স্ট্রিপের বিভিন্ন অংশের মোমেন্ট-
দ্বিগুণ
সমান
অসমান
শূন্য
43. কলামের এক প্রান্ত আবন্দ এবং এক প্রান্ত মুক্ত হলে কাকরী দৈর্ঘ্য?
he=h
he=2h
he> 2h
he<2h
44. ACI কোড অনুসারে আয়তাকার কলামের নুন্যতম ব্যাসের মাপ-
20 cm
25 cm
30 cm
35 cm
45. রিবেড স্ল্যাবে টপ স্ল্যা বের পুরুত্ব ন্যূনতম পক্ষে রিবের মধ্যবর্তী যুক্ত দূরত্বের--
1/10
1/15
1/12
1/20
46. ক্যান্টিলিভার বিমের পুরুত্ব-
L /25
L /30
L/12
L /35
47. স্পাইরাল কলামে 16 mm ব্যাসের কমপক্ষে কয়টি রড ব্যবহার করা হয়?
4টি
5টি
6টি
10টি
48. আমাদের দেশে সাধারণত কত পুরুত্বের কম স্ল্যাবে ঢালাই করা হয় না?
7.5 cm
10 cm
9 cm
12 cm
49. ACI কোড অনুসারে বৃত্তাকারে কলামের মূন্যতম পার্শ্ব পরিমাপ ধরা হয়-
20 cm
25cm
30 cm
35 cm
50. আংশিক অবিচ্ছিন্ন বীমে বিচ্ছিন্ন প্রান্তে শিখার v- এর মান-
0.4 w
1. 0.6 w
0.5 w
0.7 w
51. কলাম স্ট্রিপে রি- ইনফোর্সমেন্টের স্পেসিং মিডিল স্ট্রিপের-
1.5 গুণ
2.5 গুণ
2 গুণ
3 গুণ
52. টু- ওয়ে স্ল্যাবের ওপর w লোড সমভাবে বিস্তৃত হলে শর্ট ডিরেকশনের ডিফ্লেকশন-
WS^4/384El
WL^4/38^4 EI
5 WS^4/384El
5WL^4/38 El
53. বাসগৃহের জন্য নুন্যতম সচল ভার-
100 kg/m²
200 kg/m²
300 kg/m²
400 kg/m²
54. সমতল বারের জন্য তাপ রডের নূন্যতম পরিমাণ-
0.0018 bt
0.0025 bt
0.002 bt
0.003 bt
55. আংশিক অবিচ্ছিন্ন বিমের জন্য সর্বোচ্চ ঋণাত্মক মোন্টে M এর মান-
WL/10
WL/12
WL/8
WL/10
56. ACI কোড অনুসারে আয়তাকার কলামের নুন্যতম ব্যাসের মাপ-
20 cm
25 cm
30 cm
35 cm
57. ফ্লাট স্ল্যাবের ড্রাপ প্যালেসের দৈর্ঘ্য-
0.12 L
0.25 L
0.33 L
0.40 L
58. যেসব স্ল্যাবের নিচে ড্রপ প্যানেল এবং কলাম ক্যাপিটাল থাকে না তাকে বলে--
জয়েস্ট স্ল্যাব
ফ্লাট পে- ট স্ল্যাব
কোল স্ল্যাব
কোনটি নয়
59. ছাদে ব্যবহৃত ডিস্ট্রিবিউশন বারের সর্বাধিক স্পেসিং কোনটির বেশি নয়?
ছাদের পুরুত্বের 5 গুণ
45
ক ও খ
কোনটি নয়
60. আ.সি.সি, এর একক ওজন-
2200 kg/ m³
2300 kg/ m³
2400 kg/ m³
2500 kg/m³