MCQ
2441. কম্প্রেসরের নির্গমন হতে কন্ডেন্সারের প্রবেশ পর্যন্ত সাইনকে কী বলা হয়?
লিকুইড লাইন
ডিসচার্জ লাইন
গরম লিকুইড লাইন
কোনটিই নয়
2442. এয়ারকন্ডিশনিং-এ টেম্পারেচার ব্লেন্ড ডোর পরিচালনা করতে কোনটি ব্যবহার করা হয়?
অ্যাকচুয়েটর
সোলার সেন্সর
লিমিট কন্ট্রোল
কোনোটিই নয়
2443. রেফ্রিজারেশন সিস্টেমে Oil separator install করা হয় কোথায়?
কম্প্রেসর-এর পূর্বে
কম্প্রেসর ও কন্ডেন্সারের মাঝামাঝি
কন্ডেন্সার ও ইভাপোরেটরের মাঝামাঝি
কন্ডেন্সার ও এক্সপানশন ভালভের মাঝামাঝি
2444. ড্রাই আইস কত তাপমাত্রায় হিমায়িত হয়?
-50°C
-55°C
-79°C
-60°C
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
রেফ্রিজারেশন mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: CO₂-কে Dry icr বলা হয়, কারণ, সাধারণ বরফ গলে তরল হয়ে যায় কিন্তু হিমায়িত কার্বন ডাই অক্সাইডকে 25 বা কক্ষ তাপমাত্রায় উত্তপ্ত করলে তা সরাসরি গ্যাস হয়ে যায়। ইহার কোনো রকম তরল রূপ নেই বললেই চলে।
2445. ইলেকট্রলাক্স (Electrolux) রেফ্রিজারেটরে-
অ্যামোনিয়া হাইড্রোজেনে দ্রবীভূত হয়
অ্যামোনিয়া পানিতে দ্রবীভূত হয়
অ্যামোনিয়া হাইড্রোজেনে বাষ্পীভূত হয়
হাইড্রোজেন অ্যামোনিয়াতে বাষ্পীভূত হয়
2446. কন্ডেন্সেশনের সময় কন্ডেন্সারে কী অপরিবর্তিত থাকে?
তাপ ও চাপ
চাপ
তাপ
কোনোটিই নয়
2447. রেফ্রিজারেটরের কুলিং কয়েল (Cooling coil)-এ ফ্রস্ট (frost) জমা হলে --
তাপ সরবরাহ (Heat transfer) বৃদ্ধি পায়
কপ (COP) বৃদ্ধি পায়
পাওয়ার খরচ (Power consumption) বৃদ্ধি পায়
পাওয়ার খরচ (Power consumption) কমায়
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
রেফ্রিজারেশন mcq
ব্যাখ্যা: রেফ্রিজারেটরে Cooling evils- prast জমা হলে রানির টাইম বৃদ্ধি পায়, ফলে রেফ্রিজারেটরের (Overall Power consumption বৃদ্ধি পায়
2448. একটি ডোমেস্টিক রেফ্রিজারেটরের কুলিং ক্যাপাসিটি কত?
0.1 to 0.3 tons
3-5 tons
1- 3 tomm
2449. একটি হিমায়ন চক্রের হিমায়ক কর্তৃক তাপ বর্জিত হয়-
কন্ডেন্সারে
ইভাপোরেটরে
কম্প্রেসরে
থ্রোটল ভালভে
2450. ক্রোন ব্যবহারে যে পাইপ হয়, তা কীসের তৈরি?
ব্রাস
কপার
স্টিল
অ্যালুমিনিয়াম
2451. সর্বাধিক সহজ নিয়ন্ত্রক কোনটি?
হ্যান্ড এক্সপানশন ভালভ
ক্যাপিলারি টিউব
লো-সাইড ফ্লোট ভালভ
কোনোটিই নয়
2452. রেফ্রিজারেশন সাইকেলের সময় রেফ্রিজারেন্ট দ্বারা তাপ নির্গত হয়- হতে।
কম্প্রেসর
কন্ডেন্সার
ইভাপোরেটর
এক্সপানশন ভালভ
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
রেফ্রিজারেশন mcq
ব্যাখ্যা: হিমায়ন পদ্ধতির যে অংশ তাপ শোষণ করে পার্শ্বারী অঞ্চলতে অপেক্ষাকৃত নিম্ন তাপমাত্রায় আনয়ন করে, তাকে ইভাপোরেটর বলে।
2453. বাতাস থেকে কন্ডেন্সেশন (Condensation)-এর জন্য 0.0% এটির আপেক্ষিক আর্দ্রতা কত হতে হবে?
-86.6°C
-157.7°C
-107.7°C
-95.2°C
2454. রেফ্রিজারেশন সাইকেলে সাবকুলিং (Subcooling)-এর ফলে কী ঘটে?
COP বৃদ্ধি পায়
COP কমে
COP পরিবর্তন হয় না
উপরে উল্লিখিত কোনোটিই সত্য নয়
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
রেফ্রিজারেশন mcq
ব্যাখ্যা: (Sensible heat) অপসারণ করাই হলো সাবকুলিং। valve)-এর লিকুইড প্রবেশের পূর্বে ঠান্ডা করা হলো মূলত ব্যাখ্যা: স্যাচুরেটেড লিকুইড (Saturated fiquid) থেকে সেন্সিবল ছিট রেফ্রিজারেশন সিস্টেমে এক্সপানশন ভালভ (Expansion সাব-কুলিং। সাবকুলিং-এর ফলে রেফ্রিজারেটিং ইফেক্ট (RE) বৃদ্ধি পায়, যার ফলে COP বৃদ্ধি পায়।
2455. ডমেস্টিক রেফ্রিজারেটরের কো-ইফিসিয়েন্ট অব পারফরমেন্স (COP) হলো-
১.০-এর সমান
১.০-এর কম
১.০-এর বেশি
উপরের সবগুলোই সঠিক
2456. রেফ্রিজারেশন সিস্টেমের COP সবসময় এক (১) এর চাইতে-
সমান
বেশি
কম
কোনোটিই নয়
2457. একটি রেফ্রিজারেটরের COP কোনটি?
T2/T1-T2
T2-T1/T1
T1-T2/T1
T2/T2-T1
2458. R-12 এর ফ্রিজিং পয়েন্ট কোনটি?
-86.6°c
-107.7°c
-95.2°c
-157.7°c
2459. উচ্চ স্ফুটনাঙ্কের রেফ্রিজারেন্টসমূহ নিম্নলিখিত কোন ধরনের কম্প্রেসরে সাধারণত অধিক ব্যবহৃত হয়ে থাকে?
রেসিপ্রোকেটিং
সেন্ট্রিফিউগ্যাল
স্ক্র টাইপ
কোনোটিই নয়
2460. একটি হিমায়ন চক্রের হিসায়ক কর্তৃক তাপ শোষিত হয়-
কন্ডেন্সারে
ইভাপোরেটরে
কম্প্রেসরে
থ্রোটল ভালভে
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
রেফ্রিজারেশন mcq
ব্যাখ্যা: বাষ্পীভূত বা তাপ শোষণ করার যন্ত্র (Evaporatory) হিমায়ন পদ্ধতির যে জাশ তাপ শোষণ করে পার্শ্ববর্তী অঞ্চলকে অপেক্ষাকৃত নিম্ন তাপমাত্রায় আনয়ন করে, তাকে ইভাপোরেটর বলে।