MCQ
2501. লুব্রিকেটিং সিস্টেম কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
2502. এমন একটি বন্ধ প্রকোষ্ঠ, যেখানে তাপ শক্তি প্রয়োগের মাধ্যমে পানিকে পূর্বনির্ধারিত চাপ ও তাপে বাষ্পে পরিণত করা হয়।
ফার্নেস
বয়লার
রেফ্রিজারেটর
টারবাইন
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
power plant engineering
ব্যাখ্যা: ফার্নেস সিস্টেমে বায়ুকে উত্তপ্ত করে অন কিছুতে তাপ সরবরাহ করা হয়।
(খ) রেফ্রিজারেটর: যার সাহায্য কৃত্রিম পদ্ধতিতে শীতলতা সংরক্ষণ করতে পারি এবং পরবর্তী সময়ে সেগুলো খেতে থাকে রেফ্রিজারেটর। সৃষ্টি করা যায় এবং এ মাধ্যমে আমরা আমাদের খাবার পানি পারি। যার এমন বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন পণ্যকে বলা হয়ে থাকে রেফ্রিজারেটর।
2503. লিন মিক্সচারের অনুপাত কত?
১:১২
১:১৫
১:৯
১:৭
2504. কুলিং সিস্টেমের কাজ কী?
ইঞ্জিনকে গরম করা
গতি বৃদ্ধি করা
গতিহ্রাস করা
ইঞ্জিনকে ঠান্ডা করা
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
থার্মোডায়নামিক্স mcq
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: ইঞ্জিন চলার সময় যে তাপ উৎপন্ন হয় সেই তাপকে পরিবহন করে ইঞ্জিন শীতল রাখাই কুলিং সিস্টেমের কাজ। কুলিং সিস্টেম দুই প্রকার, যথা- ১। ওয়াটার কুলিং সিস্টেম: ২। এয়ার কুলিং সিস্টেম।
2505. লুব ওয়েল পাম্পের সর্বনিম্ন চাপ কত হওয়া উচিত?
সাকশন প্রেসারের সমান
ডিসচার্জ প্রেসারের সমান
সাকশন প্রেসার + ১.৫ কেজি/বর্গ সেমি
কোনোটিই নয়
2506. গাড়িতে সাধারণত কেমন ব্রেক ব্যবহার করা হয়?
শু ব্রেক
ব্যান্ড অ্যান্ড ব্লক ব্রেক
ব্যান্ড ব্রেক
ইন্টারনাল এক্সপানডিং ব্রেক
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
থার্মোডায়নামিক্স mcq
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: ইন্টারনাল এক্সপানডিং ব্রেকটি সাধারণত মোটরগাড়ি এবং হালকা ট্রাকগুলোতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এই ব্রেকটি প্রায় সবক্ষেত্রে হুইল ব্রেক হিসাবে ব্যবহৃত হয়।
2507. লুব্রিকেশন সিস্টেমের সাধারণত কাজ কী?
যন্ত্রাংশে ঘর্ষণজনিত যে উত্তাপ সৃষ্টি হয়, তাকে হ্রাস করে
এটির ইঞ্জিনের যন্ত্রাংশকে পরিষ্কার রাখে
এটির পিস্টন এবং সিলিন্ডার লাইনারের মধ্য স্থানে একটি আবরণ সৃষ্টি করে প্রজ্বলিত গ্যাসকে লিকেজ হতে দেয় না
উপরের সবগুলোই সত্য
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
থার্মোডায়নামিক্স mcq
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: লুব্রিকেশন সিস্টেম উপরোক্ত ক, খ এবং গ এর পাশাপাশি নিম্নোক্ত কাজসমূহ করে থাকে, যথা-
(i) চলমান যন্ত্রাংশসমূহের ক্ষয় কমায়।
(ii) কুলিং মিডিয়াম হিসাবে কাজ করে।
(iii) বিয়ারিং এবং ইঞ্জিনের যন্ত্রাংশসমূহের ধাক্কা (Shock) শোষণ করে।
(iv) অক্সিডেশন (Oxidation) প্রতিরোধ করে।
2508. চার সিলিন্ডার ইঞ্জিনের ফায়ারিং অর্ডার-
1-3-4-2
1-3-2-4
1-2-4-3
সবগুলো
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
থার্মোডায়নামিক্স mcq
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: চার সিলিন্ডার ইঞ্জিনের সম্ভাব্য ফায়ারিং অর্ডারসমূহ- ১-৩-৪-২, ১-৩-২-৪, ১-৪-৩-২, ১-২-৪-৩।
2509. ক্র্যাঙ্ককেসের উদ্দেশ্য কী?
গ্যাসোলিন ও পানি সরিয়ে নেয়া
স্ল্যাগ ও সেডিমেন্ট সরিয়ে নেয়া
তেলকে ঠান্ডা করা
ক্র্যাঙ্ককেস-এ প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করা
2510. কুলিং সিস্টেমের কোন অংশটি ইঞ্জিনের রানিং ১৯৭ খ তাপমাত্রায় রাখতে সাহায্য করে?
পাম্প
রেডিয়েটর
থার্মোস্ট্যাট
আপার হুস
2511. ইঞ্জিন স্টার্টের সময় তাকে-
লোডে রাখতে হয়
লোডমুক্ত রাখতে হয়
অতিরিক্ত লোড দিতে হয়
কোনোটিই নয়
2512. ক্র্যাঙ্ককেজে কী থাকে?
লুব অয়েল
জ্বালানি
গ্রিজ
গ্যাস
2513. ১৩০০ সিসি ইঞ্জিনের দ্বারা কী বুঝায়?
জ্বালানি ট্যাংকের ধারণক্ষমতা
পিচ্ছিলকারক তেলের ক্ষমতা
ক্লিয়ারেন্স আয়তন
সুয়েন্ট আয়তন
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
থার্মোডায়নামিক্স mcq
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: Swept volume: পিস্টন TDC হতে BDC পর্যন্ত যতটুকু দূরত্ব অতিক্রম করে, তাকে Swept volume বলে। এটি দ্বারা ইঞ্জিনের Cubic Centimeters বা CC প্রকাশ পায়।
2514. ব্রেক পাওয়ার (বিপি) পাওয়া যায় কোনটির মাধ্যমে?
ইঞ্জিন সিলিন্ডার
ক্র্যাঙ্কশ্যাফেটের
ক্র্যাংক পিনের
কোনোটিই নয়
2515. নিচের কোনটি কুলিং সিস্টেমের অংশ নয়?
রেডিয়েটর
কার্বুরেটর
থার্মোস্ট্যাট ভালভ
ওয়াটার জ্যাকেট
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
থার্মোডায়নামিক্স mcq
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: ইঞ্জিন কুলিং সিস্টেমের অংশগুলোর নাম নিম্নরূপ-
১। রেডিয়েটর (Radiator):
২। থার্মোস্ট্যাট (Thermostat):
৩। প্রেসার ক্যাপ (Pressure cup):
৪। রিজার্ভ ট্যাংক (Reserve tank):
৫। ওয়াটার পাম্প (Water pump)
2516. তাপমাত্রা বাড়লে ভিসকোসিটি-
কমে
বাড়ে
ঠিক থাকে
পরিলক্ষিত হয়
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
থার্মোডায়নামিক্স mcq
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: তাপমাত্রা পরিবর্তনের সাথে লুব অয়েলের ভিসকোসিটি পরিবর্তন হয়। তাপমাত্রা বৃদ্ধি পেলে ভিসকোসিটি কমে যায়। অর্থাৎ অয়েলের তৈলাক্ততা বা বডি হ্রাস পায় এবং ফ্লুয়িডিটি বৃদ্ধি পায়। আবার তাপমাত্রা হ্রাস পেলে ভিসকোসিটি বৃদ্ধি পায় অর্থাৎ তৈলাক্ততা বা বডি বৃদ্ধি পায় এবং ফুরিভিটি হ্রাস পায়। তাপমাত্রা পরিবর্তনের সাথে যে কোন নির্দিষ্ট অয়েলের ভিসকোসিটি কতটা পরিবর্তন হয়, তা. নিরূপণের জন্য ভিসকোসিটি ইনডেক্স ব্যবহার করা হয়।
2517. রেফ্রিজারেন্ট নিয়ন্ত্রকের কাজ কী?
চাপ বৃদ্ধি করা
চাপ একই রাখা
চাপ কমানো
কোনোটিই নয়
2518. সঠিক মিক্সচারের বা মধ্যম মিক্সচারের অনুপাত কত?
১:৯
১:৭
১:১১
১:১২
2519. একটি ছোট ইঞ্জিনের ক্ষমতা বাড়ানো যায় কীভাবে?
সিলিন্ডার বড় করে
টার্বো চার্জিং করে
ডিজেল ব্যবহার করে
পিস্টনের স্ট্রোক বাড়িয়ে
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
থার্মোডায়নামিক্স mcq
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: টার্বো-চার্জিং (Turbo-charging) Exhaust gas पानी Compressor পরিচালিত করে উচ্চ তাপীয় এবং চাপীয় বাতাস ইঞ্জিনে প্রবেশের মাধ্যমে ইঞ্জিনের ক্ষমতা বা দক্ষতা বাড়ানো যায়। সুপার-চার্জিং (Super-charging): ক্র্যাঙ্কশ্যাফটের দ্বারা Compressor পরিচালিত করে অনেক বেশি উচ্চে তাপীয় এবং চাপীয় বাতাস ইঞ্জিনে প্রবেশের মাধ্যমে ইঞ্জিনের ক্ষমতা বা দক্ষতা বাড়ানো যায়।
2520. কোনো স্থানের অপ্রয়োজনীয় তাপ অপসারণ করে ঐ স্থানের তাপমাত্রা কমানোর প্রক্রিয়াকে কী বলে?
রেফ্রিজারেশন
তাপমাত্রা
কন্ডেন্সার
COP