EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
1261. নিচের কোনটি অজৈব বাইন্ডার?
ফায়ার ক্লে
সিলিকেট
বেনটোনাইট
সবকয়টি
ব্যাখ্যা: ব্যাখ্যা:অজৈব বাইন্ডারের নাম- (১) পোর্টল্যান্ড সিমেন্ট (Portland cement), (২) সিলিকেট (Silicate) (৩) বেনটোনাইট (Bentonite), (৪) জিপসাম (Gypsum) (৫) ফায়ার ক্লে (Fire clay
1262. ঢালাইলোহার ক্ষেত্রে বালির পারমিয়্যাবিলিটি কত হওয়া উচিত?
20-30.cc/min
40-50 cc/min
30-40 cc/min
50-60 cc/min
1263. নিচের কোনটি জৈব কোর বাইন্ডার?
রেজিন
চিটাগুড়
পিচ
সবকয়টি
ব্যাখ্যা: জৈব বাইন্ডারের নাম (i) চিটাগুড় (Molasses), (ii) রেজিন (Resin), (iii) করলার গুঁড়া (Caal powder), (iv) সালফাইট লাই (Sulphite iye), (v) আলুর মাড় (Starch) (vi) ডেক্সাট্রিন (Dextrin) (vii) তিসির তৈল (Linseed oil) (viii) গোবর (Dung) (ix) ঘোড়ার লোম (Horse hair) (x) অম্বসার (Horse monore) অজৈব বাইন্ডারের নাম- (i) পোর্টল্যান্ড সিমেন্ট (Portland cement) (ii) সিলিকেট (Silicate) (iii) রেন্টোনাইট (Bentonite) (iv) ফায়ার ক্রে (Fire clay) (v) জিপসাম (Gypsum)
1264. মোল্ডিং স্যান্ডের স্পেসিফিকেশনে কী কী উল্লেখ করতে হয়?
আর্দ্রতার পরিমাণ
সিলিকা দানার আকার-আকৃতি
কাদার পরিমাণ
উপরের সব কয়টি
1265. অ্যাডিটিভস কত প্রকার?
৮ প্রকার
৬ প্রকার
২ প্রকার
৪ প্রকার
ব্যাখ্যা: এটিকে দুইভাগে ভাগ করা যায়- (১) কুশন অ্যাডিটিভস (Cashin additives) (২) ফেসিং অ্যাডিটিভস (Facing additives)
1266. কোর প্রস্তুত করতে মিশ্রণে কত ভাগ সিলিকা থাকে?
৭৫ ভাগ
৮০ ভাগ
২৫ ভাগ
৫০ ভাগ
1267. কোর ওভেনে তাপ প্রয়োগের জন্য কী ব্যবহার করা হয়?
কয়লা
কোক
গ্যাস
সবকয়টি
1268. নিচের কোনটি অজৈব বাইন্ডার?
গোবর
ডেক্সট্রিন
সার
জিপসাম
ব্যাখ্যা: ব্যাখ্যা:অজৈব বাইন্ডারের নাম- (১) পোর্টল্যান্ড সিমেন্ট (Portland cement), (২) সিলিকেট (Silicate) (৩) বেনটোনাইট (Bentonite), (৪) জিপসাম (Gypsum) (৫) ফায়ার ক্লে (Fire clay)
1269. নিচের কোনটি কুশন অ্যাডিটিভস-এর উপাদান?
কাঠের গুঁড়া
সিলিকা
সী-করলা
গ্রাফাইট
1270. 1cm উচ্চতা ও 1 cm² ক্ষেত্রফলবিশিষ্ট নমুনা বালির ভিতর 1gm/cm² দিয়ে চাপে প্রতি মিনিটে যত cm^3 আয়তন বাতাস বের হয় তা নির্দেশ করে—
কোহেসিভনেস
পারমিয়্যাবিলিটি
অ্যাডহেসিভনেস
কোনোটিই নয়
1271. নিচের কোনটি কোর তৈরির বাইন্ডার?
রেজিন
ফায়ার ক্লে
কাঠের গুঁড়া
সবকয়টি
ব্যাখ্যা: ব্যাখ্যা: কোর বাইন্ডার হিসাবে সাধারণত তৈল, রেজিন, সালফাইট, শস্যাদির গুঁড়া, আলকাতরা, কাঠজাত বাইন্ডার, ফায়ার ক্লে, বেন্টোনাইট ইত্যাদি ব্যবহার করা হয়।
1272. বালির দানা সূক্ষ্ম হলে পারমিয়্যাবিলিটি নাম্বার-
কম
মাঝামাঝি
বেশি
সবগুলো
1273. মোল্ডিং দেয়াল ভেদ করে কিছু পরিমাণ গলিত ধাতু ভিতরে গেলে কী হয়?
মেটাল পেনিট্রেশন
ফিউশন
শিফট
কোনোটিই নয়
ব্যাখ্যা: মোল্ডিং স্যান্ড (Moulding sand)ঃ (ক) মোল্ডিং স্যাজ মোল্ডিং দ্রব্যের প্রধান উপাদান। (খ) মোল্ডিং স্যান্ড-এ সিলিকা হাড়া বাইন্ডার, পানি ও অ্যাডিটিভস থাকে। (গ) মোল্ডিং স্যান্ড কখনো তবল হয় না।। (ঘ) এ বালি নদী, সমুদ্র, হ্রদ ও মরুভূমিতে পাওয়া যায়।
1274. লোহার পাইপ তৈরি করা হয় কোন প্রক্রিয়ায়?
ডাই কাস্টিং
স্ল‍্যাশ কাস্টিং
সেন্ট্রিফিউগ্যাল কাস্টিং
কোনোটিই নয়
ব্যাখ্যা: সেন্ট্রিফিউগ্যাল ফাস্টিং (Centrifugal casting) ঃ উচ্চ গতিতে ঘূর্ণায়মান (1500 rpme) মোল্ডের ভিতর গলিত ধাতু ঢেলে দিয়ে কাস্টিং করা হয়। আবর্তনের ফলে ত্রিয়াশীল কেন্দ্রবিমুখী বল ধাতুকে সঠিক স্থানে স্থাপন করে। ব্যবহারঃ লোহার পাইপ, ব্যারেল, প্রিড, বেলনাকৃতি প্রতিসাম্য আকারের ঢালাই বস্তু উৎপাদনে এ পদ্ধতি ব্যবহার হয়।
1275. গলিত ধাতুর অপদ্রব্য দ্বারা সৃষ্ট ত্রুটি-
সংকোচন
ব্লো-হোল
কোর-ব্লো
স্ল্যাগ হোল
1277. নিচের কোনটি ফেসিং অ্যাডিটিভস-এর উপাদান?
পারলাইট
গ্রাফাইট
ফুয়েল
উড ফ্লাওয়ার
ব্যাখ্যা: ফেসিং অ্যাডিটিভসের উপাদানসমূহ- (ক) সী-কয়লা (Sea coal). (খ) পিচ এবং আজফান্ট (Pitch and Axphat): (গ) গ্রাফাইট (Graphite), (খ) সিলিকা (Silica)
1278. মোল্ডিং-এর যে তলগুলো গলিত ধাতুর সংস্পর্শে আসবে সে তলগুলোতে ব্যবহৃত হয়-
লোম স্যান্ড
গ্রিন স্যান্ড
ফেসিং স্যান্ড
ক্লোর স্যান্ড
ব্যাখ্যা: ব্যাখ্যা: লোম স্যান্ডঃ এ জাতীয় বালিতে ৫০ ভাগ মাটি থাকে। শুকালে এটা বেশ শক্ত হয়। এ প্রকার বালিতে ফায়ার ক্লে, গ্রাফাইট এবং আঁশজাতীয় দ্রব্য মিশানো থাকে। লোম স্যান্ড দ্বারা তৈরিকৃত মোল্ডে সাধারণত প্যাটার্নের প্রয়োজন পড়ে না। এর বাইন্ডিং ক্ষমতা বাড়ানোর জন্য গোবরজাতীয় সার ব্যবহার করা হয়। এতে শতকরা ১৮% হতে ২০টি আর্দ্রতা থাকে। ফেসিং স্যান্ডঃ মোল্ডের যে তলগুলো ধাতুর সংস্পর্শে আসবে তা হতে যে বালি ব্যবহার করা হয়, তাকে ফেসিং স্যান্ড রলে। গ্রিন স্যান্ড মোন্ডঃ মোল্ডিং বালির আর্দ্রতা থাকা অবস্থায় গলিত ধাতু ঢেলে ঢালাই কার্য সম্পন্ন করার প্রক্রিয়াকে গ্রিন স্যান্ড মোল্ডিং বলে। প্রকৃতপক্ষে, মোল্ডের প্রধান উপাদানগুলো হলো সিলিকা, বালি, কাদা এবং পানি। মোল্ডের মধ্যে যখন কোনো বিশেষ শুণ থাকার প্রয়োজন পড়ে তখন উপযুক্ত অ্যাডিটিভস মোল্ডিং বালিতে দেওয়া হয়। গ্রিন স্যান্ড মোল্ড সাধারণত দুটি ফ্লাক্সের মধ্যে সম্পন্ন করা হয়, অর্থাৎ কোপ এবং ড্রাগের মধ্যে মোল্ড তৈরি করা হয়। ড্রাই স্যান্ড মোল্ডিং (Dry sand moulding)ঃ অনেকটা গ্রিন স্যান্ড মোল্ডের মতোই ড্রাই স্যান্ড মোল্ড তৈরি করা হয়। এক্ষেত্রে শুধু গলিত ধাতু ঢালার সময় মোল্ড ভিজা অবস্থায় না ,শুকনা অবস্থায় থাকে। এ শুকনা অবস্থায় আনার জন্য গ্রিন ফ্রিদ স্যান্ড মোল্ডকে ওভেন (Oven)-এ রেখে বা অন্য কোনো উপায়ে 150-300° তাপমাত্রায় তাপ দেয়া হয়। তা ছাড়া গ্রিন স্যান্ড মোল্ডে যে বালি ব্যবহার করা হয় এক্ষেত্রে অর্থাৎ ড্রাই স্যান্ড মোল্ডের বেলায় ভিন্ন প্রকার বালির মিশ্রণ ব্যবহার করা হয় এবং কোনো কোনো সময় মোল্ডের শক্ততার জন্য মোল্ডের সারফেসগুলোতে চিটাগুড় (Molasses)-এর পানি ছিটিয়ে দেয়া হয়। যখন মোল্ডকে অধিকতর শক্ত এবং মজবুত হওয়ার দরকার পড়ে, তখন ড্রাই স্যান্ড মোল্ড ব্যবহার করাই শ্রেয়।
1279. মোল্ডিং বালিতে কোন উপাদান বেশি পরিমাণে থাকে?
অ্যালুমিনা
ম্যাঙ্গানিজ অক্সাইড
পানি
সিলিকা
1280. ডিরেকশনাল সলিডিফিকেশন (Directional Solidification) কমানোর জন্য ব্যবহার করা হয়-
চিলস
চ্যাপলেট
ক ও খ
কোনোটিই নয়