EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
1321. নির্গত ধোঁয়া (Exhaust gas)-এর তাপের সাহায্যে নিম্নের কোন যন্ত্রটি ফিডওয়াটার (Feed water)-কে বয়লারে দেয়ার পূর্বে উত্তপ্ত করে?
সুপারহিটার
ফিডওয়াটার হিটার
ইকোনোমাইজার
উপরের কোনোটিই সত্য নয়
ব্যাখ্যা: যে যন্ত্রের সাহায্যে ফিডওয়াটারকে বয়লারে প্রেরণের পূর্বে চিমনির নির্গত ধোঁয়া (Eshaust gor) বা ব্লু-গ্যাসের মাধ্যমে উত্তপ্ত করা হয়, তাই ইকোনোমাইজার। ইকোনোমাইজার ব্যবহারের সুবিধাসমূহ: (i) 3% হতে 18% পর্যন্ত জ্বালানি খরচ কমায়। (ii) বয়লারের দক্ষতা প্রায় 10% হতে 12% পর্যন্ত বৃদ্ধি করে। (iii) বয়লারের ফিডওয়াটারের চাপের মাত্রা কমায়।
1322. প্রজ্বলন জোনের তাপমাত্রা সাধারণত কত হয়ে থাকে?
500-800°C
1550-1875°C
100-300°C
5°F-8F
ব্যাখ্যা: চুল্লির যে অংশে এটার চার্জ পুরোপুরিভাবে প্রজ্বলিত হয়, ঐ অংশকে প্রজ্বলন জোন বলে। এই স্থানে চার্জের কার্বন, সিলিকন ও ম্যাংগানিজের অক্সিজেন সংযোগ (Oodation) ঘটে। তাই একে অক্সিডাইজিং জোনও বলে। এইচ জোনে 1550 1825°সে. তাপমাত্রার সৃষ্টি হয় ।
1323. নিচের কোনটি ফাউন্ড্রি প্রক্রিয়ায় তৈরি করা হয়?
মোবাইল
বোতল
টেস্টার
ফুড মিক্সচার
ব্যাখ্যা: ফাউন্ড্রি প্রক্রিয়ায় তৈরি বস্তুর নামসমূহ: (i) বাথটাব (Bathtuba, (ii) সিংক (Sink), (iii) ওয়াশ বেসিস (Washbasin (iv) সয়েল পাইপ (Soil pumps, (v) ফার্নেস (Furnace). (vi) তৈজসপত্র (Oit put) (vii) পানি সরবরাহ লাইনের (Water apply line) (viii) রন্ধনকৃত পাত্র (Cooked pot) (ix) ত্যাক্তারাম ক্লিনার (Vacuum cleaner) (x) ফুড মিক্সার (Food mixer)
1325. কিউপোলা ফার্নেসে বিগলন জোনের নিচে কোন জোন থাকে?
সুপারহিটিং
ক্রুসিবল
প্রিহিটিং
স্ট্যাক
1326. মোল্ড-এর মধ্যকার ডিপ্রেশন বা ময়লা দূরীভূতকরণ ও সঠিকতা আনয়নে ব্যবহৃত হয়-
স্নিক
সোয়াব
লিফটার
ট্রায়েল
1327. চুল্লির যে অংশে চার্জের পুনঃগলন ক্রিয়া সম্পন্ন হয়,তাকে--জোন বলে।
প্রিহিটিং
স্ট্যাক
বিগলন
ক্রুসিবল
1328. চিমনি দ্বারা তৈরি ড্রাফট (Draught) হলো-
ইনডিউসড ড্রাফট (Induced draught)
ন্যাচারাল ড্রাফট (Natural draught)
ফোর্সড ড্রাফট (Forced draught)
উপরের কোনোটিই সত্য নয়
ব্যাখ্যা: Induced desought ফ্যানের সাহায্যে জু-গ্যাসকে টেনে চিমনির সাহায্যে বায়ুনগুলে বের করার পদ্ধতি। Natural draught: কোনো যান্ত্রিক বা কৃত্রিম উপায় ব্যবহার না করে শুধুমাত্র চিমনির সাহায্য ড্রাফট সৃষ্টির পদ্ধতি। Forced draught ব্লোয়ারের মাধ্যমে বায়ুমণ্ডলীয় চাপ অপেক্ষা অধিক চাপে ফার্নেসে বাতাস সরবরাহ করার পদ্ধতি।
1329. কোনটি বয়লারের মাউন্টিং (Mountings)?
ফিড পাম্প
সুপারহিটার
ব্লো-ডাউন ভালভ
এয়ার প্রিহিটার
ব্যাখ্যা: বয়লার মাউন্টিংসগুলোর নাম ১। ওয়াটার লেভেল' ইন্ডিকেটর ২। প্রেসার গেজ ৩। সেফটি ভালভ ৪। স্টিম স্টপ ভালভ। ৫। ব্লো-অফ করু ৬। ফিত চেক ভালভ ৭। ফিউজিবল প্লাগ। বয়লার অ্যাক্সেসরিজগুলো হলো- ১। ফিডপাম্প, ২। সুপারহিটার, ৩। ইকোনোমাইজার, ৪। এয়ার প্রিহিটার, ৫। স্টিম কন্ডেন্সার।
1330. বয়লারের পানিতে মাত্রাতিরিক্ত NaOH দ্রবীভূত অবস্থায় থাকলে বয়লারে কী ক্ষতি হয়?
স্কেলিং (Scaling) হয়
ফোমিং (Foaming) হয়
বয়লারের টিউবে মরিচা পড়ে
ইমব্রিটলমেন্ট (Embrittlement) হয়
ব্যাখ্যা: স্কেল তৈরি (Scale formation): ফিড ওয়াটারে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামের লবণ থাকলে তা বয়লার ড্রাম, ভিটার টিউব, ফিড ওয়াটার টিউব ইত্যাদির মধ্যে স্কেল বা আস্তরণ সৃষ্টি করে। ফলে তাপের ক্ষেত্র (Heating surface) কমে যায়। বয়লার ওভারহলিং-এর সময় স্কেল অপসারণ করতে হয়। (ii) কয় (Corrosion): পানিতে অ্যাসিড অথবা অ্যাসিড তৈরির উপাদান- অক্সিজেন, কার্বন ডাই-অক্সাইড ইত্যাদি থাকলে বয়লার শেল, প্লেট, টিউব ইত্যাদিকে। ক্ষয় করে এবং আয়ুষ্কাল কমিয়ে দেয়। (iii) ফেনা তৈরি ও প্রাইমিং (Foaming and Priming) 2 তৈল, সাবান এবং অন্যান্য ভাসমান পদার্থ বহুলার ড্রামে ফেনা তৈরি করে এবং এ সকল অপদ্রব্যের কারণে বাষ্পের সাথে কিছু পানি কণা নির্গত হয়, যা বাদকে টারবাইনে ব্যবহারের অনুপযোগী করে, যাকে প্রাইমিং বলে। এই অসুবিধা দূর করার জন্য পানিকে তৈল, সাবান ইত্যাদি মুক্ত করতে হবে এবং বয়লারে পানির সঠিক মাত্রা নিয়ন্ত্রণ করতে হবে। (iv) ভঙ্গুরকরণ (Embrittlement): পানিতে সোডিয়াম। হাইড্রক্সাইড থাকলে তা বয়লার শেলকে ভঙ্গুর করে এবং অভ্যন্তরীণ ফাটল সৃষ্টি করে। সুতরাং সঠিক উত্তর (ঘ)।
1331. কিউপোলা ফার্নেসে রিডিউসিং জোনের তাপমাত্রা মোটামুটি কত?
2192°F
200°F
2500°F
1500°F
ব্যাখ্যা: ব্যাখ্যা: রিডিউসিং জোন (Reducing zone): প্রজ্জ্বলন জোনের উপরের অংশকে রিডিউসিং জোন বলে। এই জোনে সংঘটিত নিচের তাপবোধী বিক্রিয়া অনুসারে তাপ কমে যায়। এই জোনকে সংরক্ষিত জোনও বলে (Protective)। কারণ বাতাস না যেতে পেরে চার্জে অক্সিজেন সংযোগ হতে পারে না। এই জোনের তাপমাত্রা মোটামুটি 2192°F)
1332. কিউপোলা ফার্নেসে প্রজ্বলন জোনে সৃষ্ট কার্বন ডাই- অক্সাইড উপরের দিকে উঠে কীসে পরিণত হয়?
CO
N
O
Hg
ব্যাখ্যা: প্রজ্বলন জোনে সৃষ্ট কার্বন ডাই-অক্সাইড উপরের দিকে উঠে কার্বন মনোক্সাইড-এ পরিণত হয়। এ জোনে সংঘটিত নিচের তাপরোধী বিক্রিয়া অনুসারে তাপ কমে যায়।
1333. প্রিহিটিং জোনের তাপমাত্রা কত?
3000°F
500°C
2000°F
3000°C
ব্যাখ্যা: এই জোনে ধাতু গলে না। এই জোনের ভিতরেই চার্জিং সামা থাকে। প্রিহিটিং জোনের তাপমাত্রা 2000°F)
1334. বয়লারে সবচেয়ে বেশি তাপের অপচয় হয় কী জন্য?
জ্বালানিতে জলীয় বাষ্প থাকার কারণে
অসম্পূর্ণ দহন (Incomplete combustion) হওয়ার কারণে
নির্গত ধোঁয়া (Exhaust gas)-এর মাধ্যমে
উপরের কোনোটিই সত্য নয়
1335. 'পাইরো' শব্দের অর্থ কী?
সিলিকা
তাপ
চুল
কোনটিই নয়
ব্যাখ্যা: 'পাইরো' শব্দের অর্থ তাপ, মিটার হচ্ছে মাগন যন্ত্র, ফার্নেসের ভিতরের উচ্চ তাপমাত্রা প্রায় 10°C-3700৭ পর্যন্ত মাপার যে মাপন যন্ত্র ব্যলার করা হয়, তাকে পাইরোমিটার বলে।
1336. একজন ইঞ্জিনিয়ার একটি বন্ধ ঠান্ডা পরিবেশ (Closed cold environment) কীভাবে তৈরি করবেন?
পানিকে তাপ দিয়ে বাষ্পীভূত করে
তরল নাইট্রোজেনের অবিরত সরবরাহের ব্যবস্থা করে
চাপ কমিয়ে পানিকে বাষ্পীভূত করে
সলিড কার্বন ডাই-অক্সাইডের অবিরত সরবরাহের ব্যবস্থা করে
ব্যাখ্যা: সাধারণ তাপমাত্রায় পানি খুবই ধীরে ধীরে বাষ্পীভূত হয় কিন্তু চাপ হ্রাস করা হলে পানির বয়লিং পয়েন্ট (Boiling point) কমে যায়, ফলে বাস্পীভবনের হারও তীব্র (Intense) হতে থাকে। এভাবে এই পদ্ধতিতে একজন ইঞ্জিনিয়ার চাপ কমিয়ে পানিকে বাষ্পীভূত করে একটি closed cold environment তৈরি করতে পারে।
1337. রিফ্ল্যাক্টরি ম্যাটেরিয়াল একপ্রকার-- পদার্থ।।
তাপ নিরোধক
অ্যাসিড
বেসিক
নিউট্রাল
ব্যাখ্যা: ব্যাখ্যা: এটি একপ্রকার তাপ নিরোধক পদার্থ। এটি গলন চুল্লির অভ্যন্তরে তাপসহগ (Heut (naulation) হিসেবে ব্যবহার করা হয়। গলন কাজে সৃষ্ট উচ্চ চাপ ও তাপ সহ্য করে যে পদার্থ চুল্লির আবরণকে অক্ষত রাখে, তাকে রিফ্যাক্টরি বলে।
1338. নিচের কোনটি ফাউন্ড্রি শপের হ্যান্ড টুলস?
লিফটার
স্ক্র ড্রাইভার
প্লায়ারস
টেস্টার
ব্যাখ্যা: ফাউন্ড্রিশপে ব্যবহৃত হ্যান্ড টুলসগুলো হলো- ১। বেগোজ, ২। ব্রাশ, ৩। ক্ল্যাম্প এবং ওয়েজ, ও। লিফটার, ৫। ডাস্ট ব্যাগ, ৬। গ্যাগার্স, ৭। হার্ট অ্যান্ড স্কয়ার, ৮। পিন বা পিন র‍্যামার, ৯। র‍্যামার, ১০। চালনি, ১১। রানার শেগ ১২। শুফ কাটার, ১৩। স্প্রে ক্যান, ১৪। সেন্দ্র গান, লেভেল, ১৫। স্পিরিট ১৬। সোল্ডার, ১৭। স্নিক, ১৮। সোয়াব, ১৯। কণিক, ২০। ভেন্ট তার, ২১। শোভেল, ২২। গেট কাটার, ২৩। মোল্ডিং বক্স, ২৪। মোল্ডিং বোর্ড এবং বটম বোর্ড, ২৫। ড্র স্পাইক।
1339. চুল্লির মেল্টিং জোন এবং স্ট্যাকের মধ্যবর্তী অংশকে-- জোন বলে।
প্রিহিটিং
বিগলন
স্ট্যাক
সুপারহিটিং
ব্যাখ্যা: ব্যাখ্যা: প্রিহিটিং জোন (Preheating zone)। চুল্লির মেল্টিং জোন এবং স্ট্যাকের মধ্যবর্তী অংশকে প্রিহিটিং জোন বলে। এই জোনের চার্জের উপর গরম বাতাস সরবরাহ করে ধীরে ধীরে তাপ প্রদান শুরু হয়। এই জোনে ধাতু গলে না।
1340. ফার্নেস লাইনিং কত প্রকার?
৪ প্রকার
৩ প্রকার
৫ প্রকার
৭ প্রকার