EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং MCQ
সিভিল ইঞ্জিনিয়ারিং এ চাকরি প্রস্তুতির জন্য "এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং" সাবজেক্টের সকল MCQ এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি নিয়োগ, রেজাল্ট, সাজেশন, অনলাইন ক্লাসের জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Environmental MCQ
121. সোজা রাস্তায় কত মিটার পর পর ম্যানহোল তৈরি করা হয়?
৬০ মিটার থেকে ৯০ মিটার
৫০ মিটার থেকে ৭০ মিটার
৪০ মিটার থেকে ৬০ মিটার
৩০ মিটার থেকে ৫০ মিটার
ব্যাখ্যা: ব্যাখ্যা:সোজা রাস্তায় ৬০-৯০ মিটার পরপর ম্যানহোল দেওয়া হয়।
122. বাংলাদেশের ভূ-উপরিস্থ (surface) পানি খাবার পানি হিসেবে ব্যবহারের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা-
আর্সেনিক
খরতা
রোগজীবাণু
অস্বচ্ছতা
123. বায়োগ্যাসের প্রধান উপাদান হলো-
পানি
মিথেন
ইউরিয়া
মূত্র
ব্যাখ্যা: ব্যাখ্যা: বায়োগ্যাসের উপাদানসমূহ হলো- (i) মিথেন (CH4) : 50-75% (ii) কার্বন ডাই-অক্সাইড (CO₂) : 20-50% (iii) নাইট্রোজেন (N₂) 2-8%
124. সিউয়ারে জমা কাদামাটি, বালি ইত্যাদি পরিষ্কারের জন্য ব্যবহৃত হয়-
ওভারফ্লো উইয়ার
ল্যাম্বহোল
ক্যাচ পিট
ফ্লাশিং ট্যাংক
ব্যাখ্যা: ব্যাখ্যা: ফ্লাশিং ট্যাংক-এর সাহায্যে সিউয়ারের কাদামটি, বালি ইত্যাদি পরিষ্কার করা হয়।
125. কত মাস পর পর সেপটিক ট্যাংক পরিষ্কার করা উচিত?
৪ মাস
৫ মাস
১২ মাস
৬ মাস
126. দ্বিতীয় পর্যায়ের (secondary) পয়ঃপরিশোধন প্রধানত-----
জীবাণু অপসারণের জন্য
অজৈব ভাসমান পদার্থ অপসারণের জন্য
জৈব দ্রবীভূত পদার্থ অপসারণের জন্য
ভাসমান পদার্থ অপসারণের জন্য
127. যে পাইপ ওয়াটার ক্লোজেট, ইউরিনাল ইত্যাদি ফিক্সচার থেকে ময়লা গ্রহণ করে, তাকে বলা হয়-
Vent Pipe
Soil Pipe
Invert Pipe
কোনোটিই নয়
128. কখন সিউয়ার স্থাপনে ভিত্তিস্তর দেওয়া হয়?
খাদের তলদেশে মাটির ভারবহন ক্ষমতা বেশি হলে
খাদের তলদেশে মাটির ভারবহন ক্ষমতা কম হলে
ক ও খ উভয় কারণে
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: সিউয়ার পাইপ স্থাপনের জন্য যেখানে খাদ খনন করা হয় সেখানকার মাটির ভারবহন ক্ষমতা কম হলে সিউয়ার স্থাপনের জন্য ভিত্তিস্তর দেওয়া হয়।
129. যে ব্যাকটেরিয়ার বাঁচা ও কাজ করার জন্য অক্সিজেনের প্রয়োজন হয় না, তাকে বলে-
aerobic bacteria
anaerobic bacteria
pathogenic bacteria
non-pathogenic bacteria
130. বর্তমানে পানি সরবরাহের প্রধান (main) পাইপের জন্য সব গুণাগুণ বিবেচনায় উৎকৃষ্ট পাইপ হলো
cast-iron pipe
mild steel pipe
GI pipe
ductile iron pipe
131. বাংলাদেশে গৃহস্থালি কাজে মাথাপিছু পানির পরিমাণ ধরা হয়-
120 লিটার
130 লিটার
125 লিটার
135 লিটার
ব্যাখ্যা: ব্যাখ্যা: (i) ঘর গৃহস্থলির ব্যবহার ১৩৫ লিটার/ মাথাপিছু (ii) শিল্পে ব্যবহার ৫০ লিটার / মাথাপিছু (iii) জনসাধারণের ব্যবহার ১০ লিটার / মাথাপিছু (iv) ব্যবসা বাণিজ্যে ২০ লিটার/মাথাপিছু।
132. সিউয়ার বসাবার সময় খাদের ন্যূনতম বিস্তার কত?
৩৩ সেমি
৪৩ সেমি
৫৩ সেমি
৬৩ সেমি
ব্যাখ্যা: ব্যাখ্যা: প্রিকাস্ট সিউয়ারের খাদের বিস্তার নলের বহিঃব্যাস ১৫ সেমি। স্বস্থানে ঢালাইকৃত সিওয়ারের খাদের বিস্তার নলের বহিঃব্যাস = খাদের সাটারিং পুরত্ব × ২ খাদের বিস্তার ৫৩ সেমি কম হবে না। খাদের বিস্তার কোনো ক্রমেই ৫৩ সেমি এর কম হবে না। খাদের বিস্তার = নলের বহিঃব্যাস+ 15cm প্রিকাস্ট এর জন্য স্বস্থানে ঢালাইকৃত খাদের বিস্তার নলের বহিঃব্যাস + খাদের সাটারিং তক্তার।
133. সেপটিক ট্যাংকের ফ্রিবোডি রাখা হয় সাধারণত-
৩৫ সেমি
৪০ সেমি
৪৫ সেমি
৫০ সেমি
ব্যাখ্যা: ব্যাখ্যা: Water level surface এবং রুফ স্ল্যাবের নিম্নপ্রান্তের মধ্যবর্তী দূরত্বকে ফ্রি-বোর্ড বলে। সেক্ষেত্রে Water level-এর উপর Scum বিবেচনা করা হয় না।
134. সিউয়ার লাইন পরির্দশন, পরিষ্কারকরণ ও মেরামতের জন্য কী নির্মাণ করা হয়?
পরিদর্শন কক্ষ
হেডরুম
ম্যানহোল
উইয়ার
ব্যাখ্যা: ব্যাখ্যা: সিউয়ার পাইপ লাইন পরিদর্শন, পরিষ্কারকরণ, মেরামত করার ২০০জন্য ম্যানহোল নির্মাণ করা হয়।
135. নিষ্কাশন ব্যবস্থায় যে Pipe গ্যাস চলাচলের ব্যবস্থা করে, তাকে বলা হয়-
Water Pipe
Soil Pipe
Vent Pipe
Gass Pipe
136. সেপটিক ট্যাংক ডিজাইনের সময় গড় মাথাপিছু দৈনিক সিউয়েজের প্রবাহের পরিমাণ কত লিটার ধরা হয়?
৫০-৭০ লিটার
৬০-৭৫ লিটার
৭০-৮৫ লিটার
৭৫-৯০ লিটার
ব্যাখ্যা: ব্যাখ্যা: (i) সেপটিক ডিজাইনের সময় মাথাপিছু সিউয়েজ = ৭০-৮৫ লিটার। (ii) দৈনিক মাথাপিছু গড় বাস্তুজ সিওয়েজ ৯০ ১৩৫ লিটার।
137. সেপটিক ট্যাংকে সিউয়েজের অবরোধকাল কত ধরা হয়?
১২ ঘণ্টা
২৪ ঘণ্টা
১৮ ঘণ্টা
৩৬ ঘণ্টা
138. কখন ড্রপ ম্যানহোল নির্মাণ করা হয়?
যখন দুটি সিউয়ারে লেভেল পার্থক্য কম হয়
যখন দুটি সিউয়ারে লেভেল পার্থক্য খুব বেশি হয়
যখন বৃষ্টিপাতের পরিমাণ কম হয়
যখন বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: যখন দুটি সিউয়ারের লেভের পার্থক্য খুব বেশি হয়, তখন ড্রপ ম্যানহোল নির্মাণ করা হয়। একটি সিউয়ার পাইপের উচ্চতা অপর আর একটি সিউয়ার পাইপ থকে 0.70m-এর বেশি হলে ড্রপ ম্যানহোল নির্মাণ করা হয়।
139. সেপটিক ট্যাংক ডিজাইনের সময় সর্বোচ্চ প্রবাহ গড় প্রবাহের কত গুণ ধরা হয়?
১.৫ গুণ
২ গুণ
২.৫ গুণ
৩ গুণ
140. Back washing-এর ব্যবস্থা রাখা হয় সাধারণত-
Pond sand filter-এর জন্য
উল্লিখিত কোনোটার জন্যই নয়
Slow sand filter-এর জন্য
Rapid sand filter-এর জন্য
ব্যাখ্যা: ব্যাখ্যা: পানির টারবিডিটি দূর করার জন্য রেপিড স্যান্ড ফিল্টার ব্যবহার করা হয়।