EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং MCQ
সিভিল ইঞ্জিনিয়ারিং এ চাকরি প্রস্তুতির জন্য "এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং" সাবজেক্টের সকল MCQ এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি নিয়োগ, রেজাল্ট, সাজেশন, অনলাইন ক্লাসের জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Environmental MCQ
141. Sewer pipe-এ কোন গ্যাসের কারণে বিস্ফোরণ হতে পারে?
CO2
CO
NH3
CH4
142. Ventilation-এর উদ্দেশ্যে ব্যবহৃত pipe-কে বলা হয়-
Waste pipe
Soil pipe
Vent pipe
Siphon pipe
143. pH স্কেলের বিস্তৃতি হলো-
৭-১০
৬-১২
০-৭
০-১৪
ব্যাখ্যা: ব্যাখ্যা: pH স্কেলে মান ০-১৪ পর্যন্ত হয়। যেখানে ৭ হলো নিরপেক্ষ, ০-৬ হলো অ্যাসিডিক এবং ৮-১৪ হলো ক্ষারীয় বা অ্যালকালাইন।
144. ECR-1997 অনুযায়ী পানিতে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা কত?
50ppm
5ppm
50ppb
5ppb
ব্যাখ্যা: ব্যাখ্যা: আর্সেনিকের পরিমাণ 50ppb বা 0.05 ppm
145. কোন pH-এর তরল সবচেয়ে Strong acid?
2
5
7
10
ব্যাখ্যা: ব্যাখ্যা: pH-স্কেল পরিমাণ করা হয় 0-14 পর্যন্ত। এখানে, থেকে 7 পর্যন্ত অ্যাসিডিক এবং 7 থেকে 14 পর্যন্ত ক্ষারকীয়। pH-এর মান 7 হতে যত কম হবে তরলের অ্যাসিডিটি তত বেশি হবে।
146. Lateral sewer-এর ব্যাস কমপক্ষে কত হবে?
200mm
150mm
250mm
300mm
ব্যাখ্যা: ব্যাখ্যা: Lateral sewer-এর সর্বনিম্ন ব্যাস 120mm এবং সর্বোচ্চ ব্যাস 220mm
147. Turbidity পানির কোনটি পরিমাপ করে?
Acidity
Alkalinity
Color
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: Turbidity মূলত ঘোলাত্ব বুঝায় এর মাধ্যমে Water quality measure করা হয়। পানির ঘোলাত্ব যতবেশি তার Turbility তত বেশি।
148. পানিকে Granular media-এর মধ্য দিয়ে pass করাকে কী বলে?
Screening
Flocculation
Filtration
Sedimentation
ব্যাখ্যা: ব্যাখ্যা: ফিন্ট্রশন বলতে পানি হতে রাসায়নিক বা জৈবিক প্রক্রিয়ায় দূষণ পদার্থকে হ্রাস করা বুঝায়।
150. পানযোগ্য পানির pH মান কত?
6-8
6-8.5
7-9
7-9.5
ব্যাখ্যা: ব্যাখ্যা: BIS-2012 তথ্যানুসারে পানযোগ্য পানির pH = 6.5-8.5.
151. 5 day BOD কোন তাপমাত্রায় পরিমাপ করা হয়?
0°C
20°C
15°C
25°C
ব্যাখ্যা: ব্যাখ্যা: বিওডি-এর আদর্শ তাপমাত্রা 20° সে. ও সময়কাল 5 দিন ধরা হয়।
153. BOD বলতে বুঝায়-
Bacteria of Damage
Before Oxidation Damage
Best Organised Drainage
Biochemical Oxygen Demand
154. পয়ঃ অথবা বর্জ্য পানির সবচেয়ে প্রয়োজনীয় পরীক্ষা-
BOD
COD
pH
Pathogenic bacteria
155. কোন পদার্থটি কোয়াগুলেন্ট (Coagulant) হিসেবে ব্যবহৃত হয় না?
ফেরিক সালফেট
ব্লিচিং পাউডার
সোডিয়াম অ্যালুমিনেট
ফিটকিরি
156. Surge tank কী জন্য ব্যবহার করা হয়?
পানি জমিয়ে রাখার জন্য
Water Hammer যাতে না হয়
পানির গতিবেগ বাড়ানোর জন্য
Valve রক্ষা করার জন্য
ব্যাখ্যা: ব্যাখ্যা: Surge tank সাধারণত ব্যবহৃত হয় জলবিদ্যুৎ ১২ ক প্ল্যান্টে জল সরবরাহ ব্যবস্থায় চাপ নিউট্রাল করার ১৩ গ জন্য। এটি পাইপের উচ্চ অভ্যন্তরীণ চাপ থেকে ১৪ জলবাহী সিস্টেমকে রক্ষা করে, এমনকি চাপ ড্রপ ১৫ অবস্থায় চাপ বাড়াতে এটি জল সঞ্চয় করে থাকে।
157. একটি Septic Tank-4 Liquid retention time হওয়া উচিত কমপক্ষে-
১ দিন
৩ দিন
৭ দিন
১০ দিন
158. বাংলাদেশের জন্য পানিতে গ্রহণযোগ্য আর্সেনিকের সর্বোচ্চ মান কোনটি?
0.3ppm
0.5ppm
0.03ppm
0.05ppm
159. সিউয়েজে জীবাণু মোচনের জন্য প্রয়োগ করা হয়-
চুন
নাইট্রোজেন
খড়িমাটি
ক্লোরিন
ব্যাখ্যা: ব্যাখ্যা: সিউয়েজ জীবাণু মোচনের জন্য সাধারণত ক্যালসিয়াম হাইপোক্রেরাইট (Ca(OCI)₂) প্রয়োগ করা হয়।
160. আয়তন অনুযায়ী বাতাসে অক্সিজেনের পরিমাণ প্রায়-
৫০%
৩৫%
৩০%
২১%
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাতাসের উপাদানগুলো হলো- (1) নাইট্রোজেন (N₂) 878% (ii) অক্সিজেন (O₂) #21% (iii) অন্যান্য গ্যাস (N₂): 1%