সমাস MCQ
1. 'সোনামুখী' কোন সমাস?
উপমান
উপমিত
রূপক
মধ্যপদলোপী
2. 'অধর্ম' শব্দের সমস্যমান পদ কোনটি?
ধর্ম নেই যার
ধর্মহীন যে
ধর্মের অভাব
নেই ধর্ম যার
3. . 'মেঘের মত নাদ যার-মেঘনাদ' কোন সমাস?
সমনাধিকরণ বহুব্রীহি
মধ্যপদলোপী বহুব্রীহি
ব্যাধিকরণ বহুব্রীহি
ব্যতিহার বহুব্রীহি
4. নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
দম্পতি
মনগড়া
ছেলে ভোলানো
অনাদি
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর - ২০২২
MOF-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদ উভয় পদের অর্থের সমান প্রাধান্য থাকে। যেমন- জায়া ও পতি দম্পতি।
5. 'আমরা' সমাসবদ্ধ পদের ব্যাসবাক্য-
তুমি ও আমি
সে, তুমি ও আমি
সে ও আমি
আমি, তুমি ও সে
6. 'গায়ে হলুদ' কোন সমাস?
অলুক দ্বন্দ্ব
অলুক তৎপুরুষ
মধ্যপদলোপী বহুব্রীহি
ব্যতিহার বহুব্রীহি
7. চিকিৎসাশাস্ত্র’ কোন সমাস?
কর্মধারয়
বহুব্রীহি
অব্যয়ীভাব
তৎপুরুষ
ব্যাখ্যা: চিকিৎসা বিষয়ক শাস্ত্র = চিকিৎসাশাস্ত্র।
8. যে বহুব্রীহি সমাসে পূর্ব বা পরপদের কোনো না, তাকে কোন বহুব্রীহি বলে?
ব্যতিহার
অলুক বহুব্রীহি
প্রত্যয়ান্ত বহুব্রীহি
ব্যাধিকরণ বহুব্রীহি
9. কোন সমস্ত পদটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
বিলাতফেরত
অহি-নকুল
শশব্যস্ত
পদ্মনত
Job Preparation
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
upsc
Civil jobs bd
BADC-2020 question solution
ব্যাখ্যা: অহি নকুল বিরোধার্তক শব্দ যোগে গঠিত দ্বন্দ্ব সমাস। যে
সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থ এর প্রাধান্য থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে।
10. জনৈক এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
এক যে জন
জন যে এক
এক এবং জন
এক জন পর্যন্ত
Job Preparation
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
upsc
Civil jobs bd
BADC-2020 question solution
ব্যাখ্যা: জনৈক শব্দের ব্যাসবাক্য হলো, জন যে এক।
11. নিচের কোনটি সমাস নিষ্পন্ন শব্দের উদাহরণ?
নিবাস
বড়াই
মনমাঝি
ছাত্রকে
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
পায়রা বন্দর কতৃপক্ষ প্রশ্ন সমাধান
PPA question solution
ব্যাখ্যা: উপমিত ও উপমানের অভেদ কল্পনামূলক সমাস কে বলা হয় রূপক কর্মধারয় সমাস। যেমন, মন রুপ মাঝি = মনমাঝি।
12. অহি-নকুল শব্দটি কোন নিয়মে গঠিত হয়েছে?
প্রত্যয়
সমাস
সন্ধি
উপসর্গ
Job Preparation
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
upsc
Civil jobs bd
BADC-2020 question solution
ব্যাখ্যা: অহি ও নকুল = অহিনকুল দ্বন্দ্ব সমাস সাধিত শব্দ।
13. 'নীলকর' কোন সমাসের দৃষ্টান্ত?
দ্বন্দ্ব
বহুব্রীহি
নিত্য
উপপদ তৎপুরুষ
14. 'উপশহর' কোন সমাসের উদাহরণ?
দ্বন্দ্ব
অব্যয়ীভাব
তৎপুরুষ
বহুব্রীহি
15. 'অপয়া' শব্দটি কোন সমাস?
কর্মধারয় সমাস
বহুব্রীহি সমাস
তৎপুরুষ সমাস
অব্যয়ীভাব সমাস
16. 'মীনের মতো অক্ষি যার'
সমানাধিকরণ বহুব্রীহি
ব্যতিহার বহুব্রীহি
অলুক বহুব্রীহি
মধ্যপদলোপী বহুরীহি
17. 'বিষাদসিন্ধু' কোন সমাস?
দ্বিগু
রূপক কর্মধারয়
দ্বন্দ্ব
তৎপুরুষ
18. 'অসুখ' কোন সমাস (নাই সুখ যার)?
তৎপুরুষ
কর্মধারয়
অব্যয়ীভাব
বহুব্রীহি
19. 'ন্যায়সঙ্গত' কোন ধরনের সমাস-সাধিত পদ?
তুৎপুরুষ
কর্মধারয়
বহুব্রীহি
অব্যয়ীভাব
20. কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ?
ওলকপি
ওলকপি
আটঘাট
ঊনপাঁজুরে