Image
MCQ
381. অধিক দূরত্বে তড়িৎ প্রেরণে ভোল্টেজ বাড়ানো হয় এবং তড়িৎপ্রবাহ কমানো হয়, কারণ এতে-
তাপ শক্তি উৎপাদন কম হয় বলে তড়িৎ- শক্তি অপচয় কম হয়
তড়িৎ অতি দ্রুত গন্তব্যে পৌঁছায়
প্রেরক তার দীর্ঘদিন ভালো থাকে
প্রেরক তারের রোধ কম থাকে
384. বাংলাদেশে মধ্যম ভোল্টেজের 'থ্রি-ফেজ' বিদ্যুৎ সরবরাহ করা হয়-
১১ কেভিতে
৩৩ কেভিতে
২৩০ কেভিতে
১৩২ কেভিতে
386. একটি লাইনের এ.সি রেজিস্ট্যান্স তার ডি.সি রেজিস্ট্যান্স এর-
সমান
অর্ধেক
এক-চতুর্থাংশ
বেশি
387. ২৫০ কিলোমিটারের অধিক দূরত্বে পাওয়ার ট্রান্সমিশনের ক্ষেত্রে ভোল্টেজ লেভেল কত হওয়া উচিত?
৬৬ কেভি
৩৩ কেভি
১১ কেভি
১৩২ কেভি
389. একটি পিএফআই (IFI) প্ল্যান্ট এর মূল জিনিসটি হচ্ছে-
ম্যাগনেটিক রিলে
ক্যাপাসিটর ব্যাংক
ওমাইক্রোকন্ট্রোলার
এলসিডি ডিসপ্লে
393. বাংলাদেশের বাসাবাড়িতে যে বিদ্যুৎ সরবরাহ করা হয়, তার নাম-
২২০ ভোল্টস ডিসি
২৫০ ভোল্টস এসি
২২০ ভোল্টস এসি
৪১৫ ভোল্টস এসি
395. একটি ৫০ ওহম লোড এবং একটি ১৫০ ওহম ট্রান্সমিশন লাইনে মিস-ম্যাচিং-এর ফলে রিক্র্যাকশন কো- ইফিসিয়েন্ট কত হবে?
০.৫
১/৭৫
২০
৩৭.৫
398. একটি সুপরিবাহীর বৈশিষ্ট্য হলো-
এটির রোধ কম
এতে ভোল্টেজ ড্রপ সবচেয়ে কম
এটি সর্বদা কপারের তৈরি
এতে মুক্ত ইলেকট্রনের সংখ্যা খুবই সামান্য