MCQ
441. ৩ ফেজ ৪-ওয়্যার সার্ভিসের জন্য ট্রান্সফরমারের কোন সংযোগটি সবচেয়ে উপযুক্ত হবে?
Δ-Υ
Δ- Δ
Y-Y
Υ-Δ
442. যদি ট্রান্সফরমারের Full load 0.95 পাওয়ার Factor- 95kW হয়, তবে এর KVA রেটিং হবে-
100
90
90.25
614
443. Transformer-এর অল ডে Efficiency-কে বলা হয়-
Power Efficiency
Energy Efficiency
Current Efficiency
কোনোটাই নয়
444. Transformer-এ ট্যাপিং কেন করা হয়?
Leakage current কমানোর জন্য
Different আউটপুট ভোল্টেজের জন্য
বিভিন্ন Input ভোল্টেজের জন্য
আউটপুট Voltage বৃদ্ধির জন্য
445. ৪-পোল এবং 50Hz এর একটি ৩-ফেজ Induction মোটরের Synchronous speed হবে-
১০০০ rpm
১৫০০ rpm
৮০০ rpm
১০০ rpm
446. একটি synchronous মোটরের Field under excited হলে Power factor হবে-
lagging
leading
১১.০
১.০
447. একটি 3-phase distribution Transformer-এর primary secondary connection কী ধরনের হয়?
Δ-Υ
Y-Y
Υ-Δ
Δ- Δ
448. ওভারহিটিং এর কারণে ট্রান্সফরমারের কোন অংশটি ক্ষতিগ্রস্ত হয়?
ওয়াইন্ডিং ইনসুলেশন
আয়রন
কোর কপার ওয়াইন্ডিং
ফ্রেম
449. ৬০ হার্টজ-এ ডিজাইন করা একটি ট্রান্সফর্মারকে ৫০ হার্টজ-এ চালালে---
ফ্লাক্স ঘনত্ব বেড়ে যাবে
কোর লস বেড়ে যাবে
এক্সাইটিং কারেন্ট বেড়ে যাবে
সবগুলোই সঠিক
450. একটি ট্রান্সফর্মারের নো-লোড ভোল্টেজের চেয়ে ফুল লোড ভোল্টেজ কখন বেশি হবে?
ক্যাপাসিটিভ লোড হলে
কোর লস বেশি হলে।
ইন্ডাকটিভ লোড হলে
কপার লস বেশি হলে
451. একটি ট্রান্সমিশন সিস্টেমে গ্রাহক প্রান্তে ৩-ফেজ ট্রান্সফর্মারের কোন সংযোগটি ব্যবহৃত হয়?
ডেল্টা-ওয়াই
ওয়াই-ডেল্টা
ডেল্টা-ডেল্টা
ওয়াই-ওয়াই
452. Frequency দ্বিগুণ করলে একটি transformer এর কোন lossটি দ্বিগুণ হয়?
Hysteresis loss
Iron loss
Eddy current loss
Copper loss
453. % Voltage Regulation-এর ভিত্তিতে কোন জেনারাটর উত্তম--
100%
50%
75%
0%
454. Transformer-এর short circuit test-এ wattmeter reading কী নির্দেশ করে?
core loss
copper loss
eddy current loss
কোনোটিই নয়
455. Synchronous condenser বলতে কী ধরনের Machine-কে বুঝায়?
Alternator
Synchronous motor (leading p.f)
Synchronous motor (lagging p.f)
Induction motor
456. একটি 3-phase induction মোটরের বেলায় কোনটি ভুল?
Self-starting
Speed সাধারণত synchronous speed এর কম
Stator- power supply থাকে
Rotor- power supply থাকে
457. Transformer-এর শর্টসার্কিট টেস্ট-এ নিচের কোনটি পাওয়া যায়?
আয়রন লস
নো-লোড কারেন্ট
সিস্টেম লস
কপার লস
458. Voltage regulation--- হলে ভালো।
বেশি
খুব বেশি
কম
খুব কম
459. একটি 3-phase induction মোটরের ঘূর্ণন (rotation)- এর দিক (direction) কীভাবে পরিবর্তন করা যায়?
Voltage-এর মান বাড়িয়ে
Voltage-এর মান কমিয়ে
AC supply এর phase sequence পরিবর্তন করে
Rotor-এ pole এর সংখ্যা বাড়িয়ে
460. ইলেকট্রিক্যাল মেশিনে ল্যামিনেটেড কোর ব্যবহৃত হয়- হ্রাসের উদ্দেশ্যে।
কপার লস
হিসটেরেসিস লস
আয়রন লস
এডি কারেন্ট লস