ব্যাখ্যা: Hints: Extort অর্থ বলপ্রয়োগ, হুমকি বা ভয়ভীতির মাধ্যমে আদায় করা আর obtain অর্থ কোনো কিছু চেয়ে পাওয়া। ঠিক তেমনি plagiarize অর্থ অন্যের ভাব, শব্দ ইত্যাদি গ্রহণ করে নিজের বলে ব্যবহার করা আর borrow অর্থ ফেরত দেয়ার কথা বলে ধার করা।
ব্যাখ্যা: Hints: Castle (দুর্গ)-এ প্রবেশের জন্য drawbridge (দালানে সংযোগকারী ব্রিজ) পার হতে হয়, ঠিক তেমনি ship (জাহাজ)-এ প্রবেশের জন্য gangway (জাহাজের পার্শ্বদার) পার হতে হয়।
ব্যাখ্যা: Hints: Articulate (স্পষ্টভাবে কথা বলা) অর্থ unclear (অস্পষ্ট) কথা বলা নয়, ঠিক তেমনিভাবে elaborate (বিস্তারিত করা) অর্থ sketchy (খসড়া, সংক্ষিপ্ত) নয়।
ব্যাখ্যা: Hints: Clarity (পরিষ্কার ভাব; স্পষ্টতা)-এর জন্য elucidate (ব্যাখ্যা করা) করতে হয় ঠিক তেমনি light (আলো)-এর জন্য illuminate (আলোকিত করা) করতে হয়।
ব্যাখ্যা: Hints: Invest (বিনিয়োগ করা) করতে যেমন capital (মূলধন) লাগে ঠিক তেমনি gamble (বালি ধরা) করতে লাগে stake (পণ, বাজি, অনিশ্চিত ভবিষ্যৎ ঘটনা বিষয়ে অঙ্কের টাকার পণ বা ঝুঁকি)।
ব্যাখ্যা: Hints: Harm অর্থ ক্ষতি করা আর damage অর্থ ক্ষতি/অনিষ্ট করা পরস্পর সমার্থক শব্দ। একইভাবে injure এবং incapacitate উভয় শব্দের অর্থই শক্তি হরণ করা বা অনিষ্ট করা।
ব্যাখ্যা: Hints: Hedonist (সুখই সব, এ মতবাদে যিনি বিশ্বাসী) সব সময় pleasure (আনন্দ খোঁজেন আর recluse (নির্জনবাসী ব্যক্তি) সব সময় privacy (গোপনীয়তা) খোঁজেন।
ব্যাখ্যা: Hints: Hack (ধাতু কাটার যন্ত্রবিশেষ) যেমন carve (খোদাই করা) করার যন্ত্র, ঠিক তেমনি gouge (এক ধরনের বাটালি বিশেষ) হলো engrave (খোদাই করা) করার যন্ত্র।
ব্যাখ্যা: Hints: Asylum (আশ্রয়)-এর উদ্দেশ্য হচ্ছে shelter (মাথা গোঁজার ঠাই) দেয়া ঠিক তেমনি stronghold (দুর্গ, সংরক্ষিত স্থান)-এর বৈশিষ্ট্য হলো defense (প্রতিরক্ষা) দেয়া।
ব্যাখ্যা: Hints: Insult (অপমান; অবমাননা)-এর উদ্দেশ্যে humiliate (হেয় করা; খাটো করা) করা হয় ঠিক তেমনি Kill (হত্যা করা)-এর উদ্দেশ্যে shoot (গুলি ছোঁড়া হয়) করা হয়।